
ব্রিসবেনে অষ্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের প্রথম দিন রাজত্ব করেছেন বোলাররা। প্রথম দিনেই উইকেট পড়েছে ১৫ টি। বোলারদের রাজত্বের দিনে দারুণ ব্যাটিং করেছেন ট্রাভিস হেড। দুর্দান্ত এক ফিফটি করে অপরাজিত থেকে দিন শেষ করেছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার। ৭ রানে পিছিয়ে থেকে প্রথম দিন শেষ করেছে স্বাগতিকেরা।
গ্যাবায় আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৭ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। এরপর পঞ্চম উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তোলেন টেম্বা বাভুমা ও কাইল ভেরেইন। ভেরেইন-বাভুমা যোগ করেন ৯৮ রান। ৩৮ রান করা বাভুমাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মিচেল স্টার্ক। এখান থেকেই সফরকারীদের ইনিংসের ধ্বস নামা শুরু হয়। ১২৫ থেকে ১৫২-এই ২৭ রান যোগ করতে শেষ ৫ উইকেট হারায় প্রোটিয়ারা। সফরকারীদের ইনিংসে সর্বোচ্চ ৬৪ রান করেন ভেরেইন। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নিয়েছেন নাথান লিওন এবং মিচেল স্টার্ক।
অস্ট্রেলিয়াও তাঁদের ব্যাটিং ইনিংসের শুরুতে হোঁচট খায়। ২৭ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকেরা। এরপর চতুর্থ উইকেট জুটিতে ১১৭ রানের জুটি গড়েন স্টিভ স্মিথ ও ট্রাভিস হেড। স্মিথকে ফিরিয়ে এই জুটি ভাঙেন এনরিখ নরকীয়া। ৩৬ রান করেছিলেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। এরপর স্কট বোল্যান্ডকেও দ্রুত ড্রেসিংরুমের পথ দেখান কাগিসো রাবাদা। অস্ট্রেলিয়া ৫ উইকেটে ১৪৫ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে। হেড ৭৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। দুটি করে উইকেট নিয়েছেন রাবাদা ও নরকীয়া। একটি উইকেট নিয়েছেন মার্কো ইয়ানসেন।

ব্রিসবেনে অষ্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের প্রথম দিন রাজত্ব করেছেন বোলাররা। প্রথম দিনেই উইকেট পড়েছে ১৫ টি। বোলারদের রাজত্বের দিনে দারুণ ব্যাটিং করেছেন ট্রাভিস হেড। দুর্দান্ত এক ফিফটি করে অপরাজিত থেকে দিন শেষ করেছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার। ৭ রানে পিছিয়ে থেকে প্রথম দিন শেষ করেছে স্বাগতিকেরা।
গ্যাবায় আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৭ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। এরপর পঞ্চম উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তোলেন টেম্বা বাভুমা ও কাইল ভেরেইন। ভেরেইন-বাভুমা যোগ করেন ৯৮ রান। ৩৮ রান করা বাভুমাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মিচেল স্টার্ক। এখান থেকেই সফরকারীদের ইনিংসের ধ্বস নামা শুরু হয়। ১২৫ থেকে ১৫২-এই ২৭ রান যোগ করতে শেষ ৫ উইকেট হারায় প্রোটিয়ারা। সফরকারীদের ইনিংসে সর্বোচ্চ ৬৪ রান করেন ভেরেইন। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নিয়েছেন নাথান লিওন এবং মিচেল স্টার্ক।
অস্ট্রেলিয়াও তাঁদের ব্যাটিং ইনিংসের শুরুতে হোঁচট খায়। ২৭ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকেরা। এরপর চতুর্থ উইকেট জুটিতে ১১৭ রানের জুটি গড়েন স্টিভ স্মিথ ও ট্রাভিস হেড। স্মিথকে ফিরিয়ে এই জুটি ভাঙেন এনরিখ নরকীয়া। ৩৬ রান করেছিলেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। এরপর স্কট বোল্যান্ডকেও দ্রুত ড্রেসিংরুমের পথ দেখান কাগিসো রাবাদা। অস্ট্রেলিয়া ৫ উইকেটে ১৪৫ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে। হেড ৭৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। দুটি করে উইকেট নিয়েছেন রাবাদা ও নরকীয়া। একটি উইকেট নিয়েছেন মার্কো ইয়ানসেন।

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৭ মিনিট আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
২ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
২ ঘণ্টা আগে