নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশকে গত কয়েক বছরে বেশ কয়েকবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আফগানিস্তান। আজ থেকে আরেক দফা আফগান পরীক্ষা দিতে হবে দলকে।
বেলা ১১টায় শুরু হচ্ছে তামিম ইকবালদের ওয়ানডে পরীক্ষা। তিন ম্যাচের সিরিজটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
ম্যাচ তিনটি তামিমদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সিরিজটি আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ। ম্যাচগুলো জিতলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যাবে বাংলাদেশ। তাতে সরাসরি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পাওয়ার দৌড়ে অনেক দূর এগিয়ে যাবেন সাকিব-মুশফিকরা।
ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকায় ৮০ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে দুইয়ে আছে বাংলাদেশ। শীর্ষে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৯৫। ঘরের মাঠে রশিদ-নবীদের বিপক্ষে অন্তত দুটি ওয়ানডে জিতলেই বিশ্ব চ্যাম্পিয়নদের টপকে যাবে তামিমের দল।
শুধু তাই নয়; আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতিরও সুযোগ আছে বাংলাদেশের। ৯১ রেটিং নিয়ে এখন পর্যন্ত সাত নম্বরে আছেন রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। ছয়ে থাকা পাকিস্তানের চেয়ে ২ রেটিং পিছিয়ে। ৬৭ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার দশম স্থানে আছে আফগানিস্তান।
সিরিজে রশিদ-নবীদের ধবলধোলাইয়ের তিক্ত স্বাদ দিতে পারলে পাকিস্তানকে টপকে ছয়ে উঠে যাবে বাংলাদেশ; সাতে নেমে যাবে বারব আজমের দল। সেক্ষেত্রে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৯৪।
তবে বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জিতলে র্যাঙ্কিংয়ে কোনো হেরফের হবে না। বিপরীতে, একই ব্যবধানে সিরিজ হারলে ৩ পয়েন্ট কাঁটা যাবে। সেক্ষেত্রেও অবস্থানের নড়চড় হবে না। এমনকি ধবলধোলাই হলেও আটে নামবেন না তামিমরা।
সিরিজের ফল যাই হোক, আফগানদের র্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ নেই। ধবলধোলাই হলে আফগানদের রেটিং তিন কমে হবে ৬৪।

বাংলাদেশকে গত কয়েক বছরে বেশ কয়েকবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আফগানিস্তান। আজ থেকে আরেক দফা আফগান পরীক্ষা দিতে হবে দলকে।
বেলা ১১টায় শুরু হচ্ছে তামিম ইকবালদের ওয়ানডে পরীক্ষা। তিন ম্যাচের সিরিজটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
ম্যাচ তিনটি তামিমদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সিরিজটি আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ। ম্যাচগুলো জিতলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যাবে বাংলাদেশ। তাতে সরাসরি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পাওয়ার দৌড়ে অনেক দূর এগিয়ে যাবেন সাকিব-মুশফিকরা।
ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকায় ৮০ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে দুইয়ে আছে বাংলাদেশ। শীর্ষে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৯৫। ঘরের মাঠে রশিদ-নবীদের বিপক্ষে অন্তত দুটি ওয়ানডে জিতলেই বিশ্ব চ্যাম্পিয়নদের টপকে যাবে তামিমের দল।
শুধু তাই নয়; আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতিরও সুযোগ আছে বাংলাদেশের। ৯১ রেটিং নিয়ে এখন পর্যন্ত সাত নম্বরে আছেন রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। ছয়ে থাকা পাকিস্তানের চেয়ে ২ রেটিং পিছিয়ে। ৬৭ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার দশম স্থানে আছে আফগানিস্তান।
সিরিজে রশিদ-নবীদের ধবলধোলাইয়ের তিক্ত স্বাদ দিতে পারলে পাকিস্তানকে টপকে ছয়ে উঠে যাবে বাংলাদেশ; সাতে নেমে যাবে বারব আজমের দল। সেক্ষেত্রে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৯৪।
তবে বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জিতলে র্যাঙ্কিংয়ে কোনো হেরফের হবে না। বিপরীতে, একই ব্যবধানে সিরিজ হারলে ৩ পয়েন্ট কাঁটা যাবে। সেক্ষেত্রেও অবস্থানের নড়চড় হবে না। এমনকি ধবলধোলাই হলেও আটে নামবেন না তামিমরা।
সিরিজের ফল যাই হোক, আফগানদের র্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ নেই। ধবলধোলাই হলে আফগানদের রেটিং তিন কমে হবে ৬৪।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, দল সব গত বছরের নভেম্বরেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, সেই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
৪ ঘণ্টা আগে
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
৪ ঘণ্টা আগে
ফিক্সিংয়ের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতীতে অনেকবার কলঙ্কিত হয়েছে। এবারের বিপিএল নিয়ে এই সংক্রান্ত খবর তেমন একটা না হওয়ায় মনে হচ্ছিল টুর্নামেন্টটা এবার ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের কারণে আবারও সেই অন্ধকার দিকটা সামনে চলে এসেছে।
৬ ঘণ্টা আগে