Ajker Patrika

বাংলাদেশের শীর্ষে ওঠার সুযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০১: ৩২
বাংলাদেশের শীর্ষে ওঠার সুযোগ

বাংলাদেশকে গত কয়েক বছরে বেশ কয়েকবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আফগানিস্তান। আজ থেকে আরেক দফা আফগান পরীক্ষা দিতে হবে দলকে। 

বেলা ১১টায় শুরু হচ্ছে তামিম ইকবালদের ওয়ানডে পরীক্ষা। তিন ম্যাচের সিরিজটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। 

ম্যাচ তিনটি তামিমদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সিরিজটি আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ। ম্যাচগুলো জিতলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যাবে বাংলাদেশ। তাতে সরাসরি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পাওয়ার দৌড়ে অনেক দূর এগিয়ে যাবেন সাকিব-মুশফিকরা। 

ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকায় ৮০ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে দুইয়ে আছে বাংলাদেশ। শীর্ষে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৯৫। ঘরের মাঠে রশিদ-নবীদের বিপক্ষে অন্তত দুটি ওয়ানডে জিতলেই বিশ্ব চ্যাম্পিয়নদের টপকে যাবে তামিমের দল। 

শুধু তাই নয়; আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতিরও সুযোগ আছে বাংলাদেশের। ৯১ রেটিং নিয়ে এখন পর্যন্ত সাত নম্বরে আছেন রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। ছয়ে থাকা পাকিস্তানের চেয়ে ২ রেটিং পিছিয়ে। ৬৭ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার দশম স্থানে আছে আফগানিস্তান। 

পয়েন্ট-টেবিলসিরিজে রশিদ-নবীদের ধবলধোলাইয়ের তিক্ত স্বাদ দিতে পারলে পাকিস্তানকে টপকে ছয়ে উঠে যাবে বাংলাদেশ; সাতে নেমে যাবে বারব আজমের দল। সেক্ষেত্রে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৯৪। 

তবে বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জিতলে র‍্যাঙ্কিংয়ে কোনো হেরফের হবে না। বিপরীতে, একই ব্যবধানে সিরিজ হারলে ৩ পয়েন্ট কাঁটা যাবে। সেক্ষেত্রেও অবস্থানের নড়চড় হবে না। এমনকি ধবলধোলাই হলেও আটে নামবেন না তামিমরা। 

সিরিজের ফল যাই হোক, আফগানদের র‍্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ নেই। ধবলধোলাই হলে আফগানদের রেটিং তিন কমে হবে ৬৪। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজায় ট্রাম্প বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে জানালেন খলিলুর

দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

রাইস কুকার ব্যবহারের ভুল ও সতর্কতা

তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, মোদীর প্রত্যাশা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত