Ajker Patrika

নিগারদের ইতিহাস গড়া জয় ছুঁয়ে গেছে সাকিব-তামিমদের 

আপডেট : ১৪ মার্চ ২০২২, ১৭: ৫৫
নিগারদের ইতিহাস গড়া জয় ছুঁয়ে গেছে সাকিব-তামিমদের 

২৩ বছর আগে নর্দাম্পটন নিজেদের প্রথম বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। বিশ্বকাপে সেটাই বাংলাদেশের প্রথম জয়। আজ হ্যামিল্টনে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। মজার ব্যাপার হচ্ছে, তৃতীয় ম্যাচে এসে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পায় ছেলে-মেয়ে উভয় দলই। 

বিশ্বকাপে মেয়েদের প্রথম জয়ের উচ্ছ্বাস ছুঁয়ে গেছে সাকিব আল হাসান-তামিম ইকবালদের। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় আছে ছেলেদের দল। দূরত্ব অবশ্য জয়ের শুভেচ্ছা জানানোর পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সালমা-নিগার-ফাহিমাদের অভিনন্দন জানিয়েছেন সাকিব-তামিমরা। 

শুভেচ্ছা জানিয়ে সাকিব তাঁর পোস্টে লেখেন, ‘প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম জয় তুলে নিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এই জয়ে নারী ক্রিকেট দলকে জানাই অসংখ্য শুভেচ্ছা।’ 

বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম লিখেছেন, ‘পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের প্রথম জয়ে নারী টাইগ্রেসদের জন্য থাকল অভিনন্দন। শাবাশ বাংলাদেশ।’ 
 
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা লিখেছেন, ‘অভিনন্দন।’ 

মুশফিকুর রহিম লিখেছেন, ‘আমাদের বাঘিনীদের অভিনন্দন পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে প্রথম ম্যাচ জেতায়। প্রথম জয়টা সব সময়ই বিশেষ। কী দারুণ ম্যাচ। আমাদের দলকে নিয়ে গর্বিত।’ 

উইকেটকিপার ব্যাটার লিটন দাস লিখেছেন, ‘অভিনন্দন। বিশ্বকাপে প্রথম জয়, নিশ্চিতভাবেই সামনে আরও জয় আসছে...’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজায় ট্রাম্প বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে জানালেন খলিলুর

দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, মোদির প্রত্যাশা

রাইস কুকার ব্যবহারের ভুল ও সতর্কতা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত