এই তো গত মাসেই এশিয়া কাপ জিতেছিল শ্রীলঙ্কা। আর তারাই কিনা বিশ্বকাপ শুরু করল ‘অঘটনের’ শিকার হয়ে! বিশ্বকাপের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারিয়ে দিল নামিবিয়া। তাতে দাসুন শানাকা নিজেদের বাজে ব্যাটিংকে দুষছেন। লঙ্কান অধিনায়কের মতে, পাওয়ারপ্লেতে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে তাঁরা ছিটকে গেছেন।
গিলংয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬৪ রানের লক্ষ্য দিয়েছিল নামিবিয়া। সেই রান তাড়া করতে গিয়ে লঙ্কানরা ২১ রানে ৩ উইকেট হারায় চার ওভারের মধ্যে। কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, ধানুষ্কা গুনাতিলাকা—তিন ব্যাটারই এক অঙ্কের ঘরে আউট হয়েছেন। শানাকার মতে, এখানেই তাঁরা ম্যাচ থেকে ছিটকে গেছেন। লঙ্কান অধিনায়ক বলেন, ‘আমরা চেয়েছিলাম, প্রথম তিন ব্যাটার প্রথম পাওয়ারপ্লে খেলুক। তাই পাওয়ারপ্লেতে ৩ উইকেট হারিয়েই আমরা ম্যাচ থেকে ছিটকে গেছি। ১৬০ তাড়া করতে গিয়ে ওপরের দিকে ভালো জুটি দরকার এবং তিন ও চার নম্বর ব্যাটারকে ভালো করতে হবে।’
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শানাকা। শ্রীলঙ্কার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একটা পর্যায়ে নামিবিয়ার স্কোর দাঁড়ায় ১৪.২ ওভারে ৬ উইকেটে ৯৩। তবে ২০ ওভার শেষে নামিবিয়ার স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১৬৩ রান। শানাকার মতে, তাদের বোলিংটা ভালো হয়নি। লঙ্কান অধিনায়ক বলেন, ‘আমি মনে করি, উইকেট ভালো ছিল। কিন্তু বোলিংটা আমাদের ভালো হয়নি। নামিবিয়ার বোলারদের সঙ্গে তুলনা করলে আমরা ঠিক জায়গায় বোলিং করতে পারিনি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন।
৬ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যাবতীয় সব প্রশ্নের উত্তর মিলবে অল্প কিছুক্ষণের মধ্যেই। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে চলছে ক্রিকেটারদের পূর্বনির্ধারিত বৈঠক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বিসিবির অন্যান্য কর্মকর্তারাও এসেছেন।
১ ঘণ্টা আগে
মিরপুর শেরেবাংলায় আগামীকাল ২০২৬ বিপিএলের ফাইনালে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস-রাজশাহী ওয়ারিয়র্স। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যখন ঘোর অনিশ্চয়তা, তাতে অন্যান্যবারের মতো ফাইনালের আগে উত্তাপ নেই বললেই চলে।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা না খেলার ইস্যু মীমাংসিত হচ্ছে আজ। বিকেলে খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের। সেখানেই আসবে সিদ্ধান্ত।
২ ঘণ্টা আগে