
নিজের নামের পাশে অসংখ্য রেকর্ড রয়েছে সাকিব আল হাসানের। এবারের বিশ্বকাপেও বেশ কিছু রেকর্ড ও মাইলফলক অর্জন করেছেন বাংলাদেশি অধিনায়ক। তেমনি এবার আরেকটি কীর্তি গড়েছেন তিনি।
বিশ্বকাপে স্পিনারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। ৪৩ উইকেট নিয়ে এখন দুইয়ে আছেন সাকিব। নেদারল্যান্ডসের ব্যাটার কলিন অ্যাকারমানকে আউট করে এককভাবে দুইয়ে উঠেছিলেন তিনি। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেট নিয়ে সংখ্যাটা বাড়িয়েছেন সাকিব। এর আগে যৌথভাবে ইমরান তাহিরের সঙ্গে ৪০ উইকেটে দুইয়ে ছিলেন।
দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার তাহিরকে ছাড়িয়ে গেলেও শীর্ষে থাকা মুত্তিয়া মুরালিধরনকে স্পর্শ বা পেছনে ফেলার সাধ্য নেই বললেই চলে। ৪০ ম্যাচে ৬৮ উইকেট নিয়ে শীর্ষে আছেন শ্রীলঙ্কান কিংবদন্তি। তাঁকে স্পর্শ করতে হলে আরও ২৫ উইকেট প্রয়োজন সাকিবের। সেটি করতে হলে আরও কমপক্ষে দুটি বিশ্বকাপ খেলতে হবে। বয়স ৩৬ হওয়ায় ধরে নেওয়া হচ্ছে, এটিই বাংলাদেশের অধিনায়কের শেষ বিশ্বকাপ। হাতে ম্যাচ পাচ্ছেন আর একটি। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাই মুরালিধরনের সঙ্গে উইকেট সংখ্যার ব্যবধান আরেকটু কমিয়ে নেওয়ার সুযোগ পাবেন।
শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল ব্যাটিংয়ে একটি কীর্তি গড়েছেন সাকিব। বিশ্বকাপে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার কীর্তি। গতকালের ৮২ রানের ইনিংসটি টুর্নামেন্টের ইতিহাসে ১৩তম পঞ্চাশোর্ধ্ব ইনিংস। তাঁর ওপরে আর দুজন আছেন। দুজনই ভারতীয় কিংবদন্তি। ১৪ ইনিংস নিয়ে বিরাট কোহলি আছেন দুইয়ে। আর শীর্ষে থাকা শচীন টেন্ডুলকারের ইনিংস ২১টি।

নিজের নামের পাশে অসংখ্য রেকর্ড রয়েছে সাকিব আল হাসানের। এবারের বিশ্বকাপেও বেশ কিছু রেকর্ড ও মাইলফলক অর্জন করেছেন বাংলাদেশি অধিনায়ক। তেমনি এবার আরেকটি কীর্তি গড়েছেন তিনি।
বিশ্বকাপে স্পিনারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। ৪৩ উইকেট নিয়ে এখন দুইয়ে আছেন সাকিব। নেদারল্যান্ডসের ব্যাটার কলিন অ্যাকারমানকে আউট করে এককভাবে দুইয়ে উঠেছিলেন তিনি। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেট নিয়ে সংখ্যাটা বাড়িয়েছেন সাকিব। এর আগে যৌথভাবে ইমরান তাহিরের সঙ্গে ৪০ উইকেটে দুইয়ে ছিলেন।
দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার তাহিরকে ছাড়িয়ে গেলেও শীর্ষে থাকা মুত্তিয়া মুরালিধরনকে স্পর্শ বা পেছনে ফেলার সাধ্য নেই বললেই চলে। ৪০ ম্যাচে ৬৮ উইকেট নিয়ে শীর্ষে আছেন শ্রীলঙ্কান কিংবদন্তি। তাঁকে স্পর্শ করতে হলে আরও ২৫ উইকেট প্রয়োজন সাকিবের। সেটি করতে হলে আরও কমপক্ষে দুটি বিশ্বকাপ খেলতে হবে। বয়স ৩৬ হওয়ায় ধরে নেওয়া হচ্ছে, এটিই বাংলাদেশের অধিনায়কের শেষ বিশ্বকাপ। হাতে ম্যাচ পাচ্ছেন আর একটি। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাই মুরালিধরনের সঙ্গে উইকেট সংখ্যার ব্যবধান আরেকটু কমিয়ে নেওয়ার সুযোগ পাবেন।
শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল ব্যাটিংয়ে একটি কীর্তি গড়েছেন সাকিব। বিশ্বকাপে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার কীর্তি। গতকালের ৮২ রানের ইনিংসটি টুর্নামেন্টের ইতিহাসে ১৩তম পঞ্চাশোর্ধ্ব ইনিংস। তাঁর ওপরে আর দুজন আছেন। দুজনই ভারতীয় কিংবদন্তি। ১৪ ইনিংস নিয়ে বিরাট কোহলি আছেন দুইয়ে। আর শীর্ষে থাকা শচীন টেন্ডুলকারের ইনিংস ২১টি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
১ ঘণ্টা আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
২ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
২ ঘণ্টা আগে