লাহিরু কুমারার আক্রমণ যেন কিছুতেই বুঝে উঠতে পারছেন না বাংলাদেশি ব্যাটাররা। এনামুল হক বিজয়কে (১২) ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙা, এরপর লঙ্কান পেসার একে একে ফিরিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১), তাওহীদ হৃদয় (২২) ও মাহমুদউল্লাহ রিয়াদকে (১)।
তবে সতীর্থদের বিদায়ের মাঝে বাংলাদেশের ভরসা হয়ে উঠেন চোটে পড়া সৌম্য সরকারের ‘কনকাশন সাব’ হিসেবে ইনিংস শুরু তানজিদ হাসান তামিম। কিন্তু ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি থেকে ১৬ রান দূরে থাকতে লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে উড়িয়ে মারতে গিয়ে তিনিও বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন। ৮১ বলে ৯ চার ও ৪ ছয়ে ৮৪ রান করে তানজিদ ফেরায় বাংলাদেশও পড়ে গেল বিপদে।
২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ২৭.৩ ওভারে ৫ উইকেটে করেছে ১৩৭ রান। ব্যাটিংয়ে আছেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম (৯) ও মেহেদী হাসান মিরাজ (৭)। চট্টগ্রামে অলিখিত ফাইনাল হয়ে ওঠা সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে জয়ের জন্য বাংলাদেশের দরকার ২২.৩ ওভারে ৯৮ রান।
বাজে পারফরম্যান্সের কারণে লিটন দাস দল থেকে বাদ পড়ায় একাদশে সুযোগ পান বিজয়। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তিনি। লাহিরুর আউটসাইড অফ বলটি ড্রাইভ করতে চেয়েছিলেন বিজয়। কিন্তু উঠে যাওয়া বলটি লাফ দিয়ে মুঠোবন্দী করেন আভিষ্কা ফার্নান্দো। বিজয়ের বিদায়ে ভাঙে বাংলাদেশের ৫০ রানের ওপেনিং জুটি। বিজয় সুযোগ কাজে লাগাতে না পারলেও তানজিদ অবশ্য সেটি দারুণভাবে কাজে লাগিয়েছেন। আরেক ওপেনার সৌম্যের কনকাশন হিসেবে ইনিংস শুরু করা এই বাঁহাতি ব্যাটার অবশ্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন। তৃতীয় উইকেটে তানজিদ হৃদয়ের সঙ্গে ৪৯ রানের জুটি গড়েন। লাহিরুর বলে হৃদয়ও ফেরেন উড়িয়ে মারতে গিয়ে। দলের বিপদের সময়ের অভিজ্ঞতা কাজে লাগাতে পারেননি মাহমুদউল্লাহও।
চোটের কারণে বাংলাদেশ এই ম্যাচে পাননি পেসার তানজিম হাসান সাকিবকে। তার মধ্যে ম্যাচের মাঝে আরও তিন খেলোয়াড় পড়েছেন চোটে। মোস্তাফিজুর রহমান বোলিংয়ের সময় পায়ের মাংসপেশীতে টান পাওয়ায় স্ট্রেচারে করে মাঠ ছাড়েন। বদলি হিসেবে ফিল্ডিংয়ে নামা জাকের আলী ক্যাচ ধরতে গিয়ে বিজয়ের সঙ্গে ধাক্কা খেয়ে একইভাবে মাঠ ছাড়েন। সৌম্য বাউন্ডারি বাঁচাতে গিয়ে বিজ্ঞাপন বোর্ডের সঙ্গে হাঁটুতে ধাক্কা খান। তাঁর পরিবর্তে কনকাশন সাব হিসেবে ব্যাট করছেন তানজিদ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন।
৬ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যাবতীয় সব প্রশ্নের উত্তর মিলবে অল্প কিছুক্ষণের মধ্যেই। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে চলছে ক্রিকেটারদের পূর্বনির্ধারিত বৈঠক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বিসিবির অন্যান্য কর্মকর্তারাও এসেছেন।
১ ঘণ্টা আগে
মিরপুর শেরেবাংলায় আগামীকাল ২০২৬ বিপিএলের ফাইনালে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস-রাজশাহী ওয়ারিয়র্স। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যখন ঘোর অনিশ্চয়তা, তাতে অন্যান্যবারের মতো ফাইনালের আগে উত্তাপ নেই বললেই চলে।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা না খেলার ইস্যু মীমাংসিত হচ্ছে আজ। বিকেলে খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের। সেখানেই আসবে সিদ্ধান্ত।
২ ঘণ্টা আগে