
বিশ্বকাপের পর টি-টোয়েন্টি থেকে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। এক বিবৃতিতে কোহলি জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক থাকছেন না তিনি।
কোহলির অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জনটা আগে থেকেই ছিল। ভারতীয় সংবাদমাধ্যমের সূত্র ধরে সে খবর চারদিকে দু-তিন আগেই ছড়িয়ে পড়েছিল। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কোষাধ্যক্ষ অরুণ ধুমাল সে গুঞ্জন অস্বীকার করেছিলেন।
আজ এক বিবৃতিতে কোহলি নিজেই অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। অধিনায়ক কোহলির সময় অবশ্য বেশ ভালোই যাচ্ছে। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজের পর চারদিক থেকে আসছে দারুণ সব প্রশংসা বাক্য। টি-টোয়েন্টি সংস্করণের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন তোলার সুযোগ নেই। তবে কোহলি মনে করছেন, তিন সংস্করণে অধিনায়কত্ব তাঁর ব্যাটিংয়ে প্রভাব ফেলছে। তাই চাপ কমাতেই এই সিদ্ধান্ত।
বিবৃতিতে কোহলি লিখেছেন, ‘নিজের ওপর চাপ বুঝতে পারা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। গত ৭-৮ বছরে তিন সংস্করণে খেলা ও ৫-৬ বছর নিয়মিত অধিনায়কত্ব করার ফলে আমার ওপর প্রচণ্ড চাপ গেছে। আমি মনে করি আমার ওপর চাপ কমানো দরকার, যাতে ওয়ানডে আর টেস্টে আমি আরও ভালোভাবে দায়িত্ব সামলাতে পারি। এই সংস্করণে অধিনায়কত্ব করার সময় আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। সামনে ব্যাটসম্যান হিসেবেও আমি নিজেকে উজাড় করে দিতে চাই।’
তবে সিদ্ধান্তটা যে নিজের একার ছিল না সে কথাও জানিয়েছেন কোহলি। লিখেছেন, ‘এই সিদ্ধান্তের জন্য আমি সময় নিয়েছি। কাছের মানুষদের সঙ্গে আলাপ করেছি। রবি ভাই (রবি শাস্ত্রী) ও রোহিত-যারা আমাদের লিডারশিপ গ্রুপের গুরুত্বপূর্ণ অংশ, তাদের সঙ্গে লম্বা সময় আলোচনা করে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি এ নিয়ে বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ, সভাপতি সৌরভ গাঙ্গুলি ও নির্বাচকদের সঙ্গেও কথা বলেছি। সামনে আমি আমার সর্বোচ্চটা দিয়ে ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিতে চাই।’
টি-টোয়েন্টিতে ৪৫ ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন কোহলি। এর ২৯ টিতেই জয় নিয়ে ফিরেছেন। হেরেছেন ১৪ টিতে। ফল আসেনি দুই ম্যাচের। সাফল্যের হার ৬৪.৪৪ শতাংশ।

বিশ্বকাপের পর টি-টোয়েন্টি থেকে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। এক বিবৃতিতে কোহলি জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক থাকছেন না তিনি।
কোহলির অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জনটা আগে থেকেই ছিল। ভারতীয় সংবাদমাধ্যমের সূত্র ধরে সে খবর চারদিকে দু-তিন আগেই ছড়িয়ে পড়েছিল। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কোষাধ্যক্ষ অরুণ ধুমাল সে গুঞ্জন অস্বীকার করেছিলেন।
আজ এক বিবৃতিতে কোহলি নিজেই অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। অধিনায়ক কোহলির সময় অবশ্য বেশ ভালোই যাচ্ছে। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজের পর চারদিক থেকে আসছে দারুণ সব প্রশংসা বাক্য। টি-টোয়েন্টি সংস্করণের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন তোলার সুযোগ নেই। তবে কোহলি মনে করছেন, তিন সংস্করণে অধিনায়কত্ব তাঁর ব্যাটিংয়ে প্রভাব ফেলছে। তাই চাপ কমাতেই এই সিদ্ধান্ত।
বিবৃতিতে কোহলি লিখেছেন, ‘নিজের ওপর চাপ বুঝতে পারা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। গত ৭-৮ বছরে তিন সংস্করণে খেলা ও ৫-৬ বছর নিয়মিত অধিনায়কত্ব করার ফলে আমার ওপর প্রচণ্ড চাপ গেছে। আমি মনে করি আমার ওপর চাপ কমানো দরকার, যাতে ওয়ানডে আর টেস্টে আমি আরও ভালোভাবে দায়িত্ব সামলাতে পারি। এই সংস্করণে অধিনায়কত্ব করার সময় আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। সামনে ব্যাটসম্যান হিসেবেও আমি নিজেকে উজাড় করে দিতে চাই।’
তবে সিদ্ধান্তটা যে নিজের একার ছিল না সে কথাও জানিয়েছেন কোহলি। লিখেছেন, ‘এই সিদ্ধান্তের জন্য আমি সময় নিয়েছি। কাছের মানুষদের সঙ্গে আলাপ করেছি। রবি ভাই (রবি শাস্ত্রী) ও রোহিত-যারা আমাদের লিডারশিপ গ্রুপের গুরুত্বপূর্ণ অংশ, তাদের সঙ্গে লম্বা সময় আলোচনা করে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি এ নিয়ে বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ, সভাপতি সৌরভ গাঙ্গুলি ও নির্বাচকদের সঙ্গেও কথা বলেছি। সামনে আমি আমার সর্বোচ্চটা দিয়ে ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিতে চাই।’
টি-টোয়েন্টিতে ৪৫ ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন কোহলি। এর ২৯ টিতেই জয় নিয়ে ফিরেছেন। হেরেছেন ১৪ টিতে। ফল আসেনি দুই ম্যাচের। সাফল্যের হার ৬৪.৪৪ শতাংশ।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৪ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৪ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৫ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৫ ঘণ্টা আগে