Ajker Patrika

জিম্বাবুয়ের সেই দুই ক্রিকেটার চার মাস নিষিদ্ধ 

জিম্বাবুয়ের সেই দুই ক্রিকেটার চার মাস নিষিদ্ধ 

ওয়েসলি মাধেভেরে, ব্র্যান্ডন মাভুতা—জিম্বাবুয়ের দুই ক্রিকেটারের নিষেধাজ্ঞার কথা জানা গিয়েছিল গত মাসেই। তখন জানা ছিল না নিষেধাজ্ঞার সময়সীমা। অবশেষে দুই ক্রিকেটারকে চার মাস নিষিদ্ধ করা হয়েছে। 

মাভুতা ও মাধেভেড়ে দুই ক্রিকেটারকে আজ শাস্তি দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। মাদক ব্যবহারের বিষয়টি তাঁরা (মাভুতা-মাধেভেড়ে) গতকাল ডিসিপ্লিনারি শুনানিতে স্বীকার করে নিয়েছেন। তাদের দুজনের থেকে তিন মাসের বেতনের ৫০ শতাংশ কেটে নেওয়া হবে জরিমানা হিসেবে। এটা কার্যকরী হয়েছে ২০২৪ সালের জানুয়ারি থেকে। জিম্বাবুয়ের ক্রিকেট এক বিবৃতিতে বলেছে, ‘জেডসি মাদক ও মাদক নেওয়ার প্রতি জেডসি বিন্দুমাত্র বরদাশত করবে না। ডিসিপ্লিনারি কমিটি বিবেচনা করেছে যে মাদক নেওয়া মারাত্মক অপরাধ। দুই ক্রিকেটার যে নিয়ম ভেঙেছেন তাতে সংগঠন ও খেলার প্রতি দুর্নাম হয়েছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কমিটি বেশ কিছু বিষয় বিবেচনায় নিয়েছেন। দুই খেলোয়াড়ই অনুশোচনা করছেন ও এরই মধ্যে তাদের অভ্যাস দূর করার পেছনে কাজ করছেন।’ গত বছরের ডিসেম্বরে বিনোদনমূলক নিষিদ্ধ ওষুধ নিয়ে ডোপ টেস্টে পজিটিভ হয়েছিলেন মাভুতা ও মাধেভেরে।

২০১৮ সালে অভিষেক হওয়া মাভুতা এখন পর্যন্ত ৪ টেস্ট, ১২ ওয়ানডে এবং ১০ টি-টোয়েন্টি খেলেছেন। আর ২০২০ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে অভিষেক হয়েছিল মাধেভেরের। দুটি টেস্ট, ৩৬ ওয়ানডে ও ৬০ টি-টোয়েন্টি খেলেছেন ২৩ বছর বয়সী ব্যাটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত