আজকের পত্রিকা ডেস্ক

আগেই খবর বেরিয়েছিল, হাইব্রিড মডেলেই জট খুলেছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির। পাকিস্তান শর্তসাপেক্ষে হাইব্রিড মডেল মেনে নিতে রাজি হয়েছে এবং এর বিপরীতে আগামী তিন বছর ভারতের মাটিতে কোনো বৈশ্বিক টুর্নামেন্ট না খেলার শর্ত দিয়েছে তারা, তা মেনে নিয়েছে ভারত। চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে পাকিস্তান ও ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সমঝোতার পর বাকি ছিল শুধু আইসিসির অনুমোদন। সে অনুমোদনটাও আজ দিয়ে দিয়েছে আইসিসি।
তাই এখন আর চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে কোনো সমস্যাই থাকল না। টুর্নামেন্টের আয়োজক স্বত্ব পিসিবির হাতে থাকলেও ম্যাচ হবে পাকিস্তান ও দুবাইয়ে। তবে দুবাইয়ে ম্যাচ হওয়ার জন্য কোনো ক্ষতিপূরণ পাবে না পাকিস্তান। এর বিনিময়ে ২০২৮ সালের আইসিসি মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে পিসিবি। গতকাল এক বিজ্ঞপ্তিতে যেটির অনুমোদন দিয়েছে আইসিসি।
ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২০২৪ থেকে ২০২৭ সালের মধ্যে আইসিসির যে সব বৈশ্বিক ইভেন্ট ভারত কিংবা পাকিস্তানে হবে সেই সব ইভেন্টে ভারত কিংবা পাকিস্তানের ম্যাচগুলো কোনো নিরপেক্ষ ভেন্যুতে হবে। সে নিরপেক্ষ ভেন্যুর প্রস্তাব করবে আয়োজকরাই। অর্থাৎ ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিই হাইব্রিড মডেলে তো হচ্ছেই, ভারতের হতে যাওয়া ২০২৫ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ ও ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া ছেলেদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপও হবে হাইব্রিড মডেলে।
তাই আগামী তিন বছর ভারত যেমন পাকিস্তানের মাটিতে খেলবে না, তেমনি পাকিস্তানও কোনো টুর্নামেন্ট খেলবে ভারতের মাটিতে। আগামী তিন বছর বৈশ্বিক ইভেন্টে দুই দেশের পরস্পরের দেশে না খেলতে চাওয়াটাকেই অনুমোদন দিয়েছে আইসিসি।
হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফির জট খুলে যাওয়ায় অচিরেই টুর্নামেন্টে সূচি প্রকাশ করবে আইসিসি।

আগেই খবর বেরিয়েছিল, হাইব্রিড মডেলেই জট খুলেছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির। পাকিস্তান শর্তসাপেক্ষে হাইব্রিড মডেল মেনে নিতে রাজি হয়েছে এবং এর বিপরীতে আগামী তিন বছর ভারতের মাটিতে কোনো বৈশ্বিক টুর্নামেন্ট না খেলার শর্ত দিয়েছে তারা, তা মেনে নিয়েছে ভারত। চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে পাকিস্তান ও ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সমঝোতার পর বাকি ছিল শুধু আইসিসির অনুমোদন। সে অনুমোদনটাও আজ দিয়ে দিয়েছে আইসিসি।
তাই এখন আর চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে কোনো সমস্যাই থাকল না। টুর্নামেন্টের আয়োজক স্বত্ব পিসিবির হাতে থাকলেও ম্যাচ হবে পাকিস্তান ও দুবাইয়ে। তবে দুবাইয়ে ম্যাচ হওয়ার জন্য কোনো ক্ষতিপূরণ পাবে না পাকিস্তান। এর বিনিময়ে ২০২৮ সালের আইসিসি মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে পিসিবি। গতকাল এক বিজ্ঞপ্তিতে যেটির অনুমোদন দিয়েছে আইসিসি।
ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২০২৪ থেকে ২০২৭ সালের মধ্যে আইসিসির যে সব বৈশ্বিক ইভেন্ট ভারত কিংবা পাকিস্তানে হবে সেই সব ইভেন্টে ভারত কিংবা পাকিস্তানের ম্যাচগুলো কোনো নিরপেক্ষ ভেন্যুতে হবে। সে নিরপেক্ষ ভেন্যুর প্রস্তাব করবে আয়োজকরাই। অর্থাৎ ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিই হাইব্রিড মডেলে তো হচ্ছেই, ভারতের হতে যাওয়া ২০২৫ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ ও ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া ছেলেদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপও হবে হাইব্রিড মডেলে।
তাই আগামী তিন বছর ভারত যেমন পাকিস্তানের মাটিতে খেলবে না, তেমনি পাকিস্তানও কোনো টুর্নামেন্ট খেলবে ভারতের মাটিতে। আগামী তিন বছর বৈশ্বিক ইভেন্টে দুই দেশের পরস্পরের দেশে না খেলতে চাওয়াটাকেই অনুমোদন দিয়েছে আইসিসি।
হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফির জট খুলে যাওয়ায় অচিরেই টুর্নামেন্টে সূচি প্রকাশ করবে আইসিসি।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৩ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৪ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৪ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৬ ঘণ্টা আগে