
টেস্টে যে অ্যারন ফিঞ্চ তেমন একটা পরিচিত মুখ নন, তা বলাই যায়। আর গত বছর ওয়ানডে ক্রিকেটকে তিনি বিদায় বলে দিয়েছেন। এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে অস্ট্রেলিয়ার জার্সিতে ক্যারিয়ারের ইতি টানলেন ফিঞ্চ।
এখন অবসরে যাওয়ার উপযুক্ত সময় বলে মনে করছেন ফিঞ্চ। একই সঙ্গে পরিবার, ভক্ত-সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার এই টপ অর্ডার ব্যাটার বলেন, ‘চিন্তা করে দেখলাম যে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত আমি খেলতে পারব না। এখনই অবসরে যাওয়ার উপযুক্ত সময়। টুর্নামেন্টকে সামনে রেখে দলকে পরিকল্পনা করার সময় দেওয়া উচিত। আমার পরিবার, বিশেষত আমার স্ত্রী অ্যামি, আমার সতীর্থ, ক্রিকেট ভিক্টোরিয়া, ক্রিকেট অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ দিতে চাই যারা খেলার সময় আমার পাশে ছিলেন। একই সঙ্গে ভক্তদের বিশাল ধন্যবাদ দিতে চাই যারা আন্তর্জাতিক ক্যারিয়ারের পুরোটা সময় জুড়ে আমাকে সমর্থন দিয়ে গেছেন।’
২০১১ থেকে ২০২২ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ফিঞ্চ। প্রায় এক যুগ আন্তর্জাতিক ক্রিকেট খেলা অনেক সম্মানের মনে করেন তিনি। ফিঞ্চ আরও বলেন, ‘অস্ট্রেলিয়ার জার্সিতে ১২ বছর প্রতিনিধিত্ব করা এবং সময়ের সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলা অনেক সম্মানের ব্যাপার। দলের সাফল্যের কথা বললে ২০২১ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা এবং ২০১৫ তে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জয়-এই দুটো ঘটনা আমার জীবনে অনেক স্মরণীয়।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড ফিঞ্চের। ২০১৮ তে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৭৬ বলে ১৭২ রানের ইনিংস খেলেন তিনি। আর অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান করেছেন ফিঞ্চ। ১০৩ ম্যাচে করেছেন ৩১২০ রান। গড় ৩৪.২৮ ও স্ট্রাইকরেট ১৪২.৫৩।

টেস্টে যে অ্যারন ফিঞ্চ তেমন একটা পরিচিত মুখ নন, তা বলাই যায়। আর গত বছর ওয়ানডে ক্রিকেটকে তিনি বিদায় বলে দিয়েছেন। এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে অস্ট্রেলিয়ার জার্সিতে ক্যারিয়ারের ইতি টানলেন ফিঞ্চ।
এখন অবসরে যাওয়ার উপযুক্ত সময় বলে মনে করছেন ফিঞ্চ। একই সঙ্গে পরিবার, ভক্ত-সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার এই টপ অর্ডার ব্যাটার বলেন, ‘চিন্তা করে দেখলাম যে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত আমি খেলতে পারব না। এখনই অবসরে যাওয়ার উপযুক্ত সময়। টুর্নামেন্টকে সামনে রেখে দলকে পরিকল্পনা করার সময় দেওয়া উচিত। আমার পরিবার, বিশেষত আমার স্ত্রী অ্যামি, আমার সতীর্থ, ক্রিকেট ভিক্টোরিয়া, ক্রিকেট অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ দিতে চাই যারা খেলার সময় আমার পাশে ছিলেন। একই সঙ্গে ভক্তদের বিশাল ধন্যবাদ দিতে চাই যারা আন্তর্জাতিক ক্যারিয়ারের পুরোটা সময় জুড়ে আমাকে সমর্থন দিয়ে গেছেন।’
২০১১ থেকে ২০২২ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ফিঞ্চ। প্রায় এক যুগ আন্তর্জাতিক ক্রিকেট খেলা অনেক সম্মানের মনে করেন তিনি। ফিঞ্চ আরও বলেন, ‘অস্ট্রেলিয়ার জার্সিতে ১২ বছর প্রতিনিধিত্ব করা এবং সময়ের সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলা অনেক সম্মানের ব্যাপার। দলের সাফল্যের কথা বললে ২০২১ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা এবং ২০১৫ তে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জয়-এই দুটো ঘটনা আমার জীবনে অনেক স্মরণীয়।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড ফিঞ্চের। ২০১৮ তে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৭৬ বলে ১৭২ রানের ইনিংস খেলেন তিনি। আর অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান করেছেন ফিঞ্চ। ১০৩ ম্যাচে করেছেন ৩১২০ রান। গড় ৩৪.২৮ ও স্ট্রাইকরেট ১৪২.৫৩।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ততই একের পর এক দুঃসংবাদ পাচ্ছে ভারত। তিলক ভার্মার পর বিশ্বকাপ দলের আরেক ক্রিকেটারকে নিয়ে দুশ্চিন্তায় ভারত। চোটে পড়ায় ওয়ানডে সিরিজ শেষ ওয়াশিংটন সুন্দরের।
২৩ মিনিট আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জিরো টলারেন্স নীতিতে হাঁটছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। এরই মধ্যে সন্দেহের জেরে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা এবং খেলোয়াড়দের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে দুর্নীতি দমন ইউনিটের কার্যক্রমের ধরনে বিরক্ত ঢাকা ক্যাপিটালসের ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। এমনকি বিপিএলের মাঝপথ
১ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
২ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
৩ ঘণ্টা আগে