আজকের পত্রিকা ডেস্ক

বিপিএলের কয়েকটি দলের পারিশ্রমিক ইস্যু এবং বিসিবির গঠনতন্ত্র সংস্কারের জটিলতা নিয়ে সাম্প্রতিক সময়ে বিস্তর আলোচনা-সমালোচনা হয়েছে। এসব কারণে স্থগিত হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। ক্রীড়া উপদেষ্টার দপ্তরের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ তাঁর পাঁচ মাসের মেয়াদে সবচেয়ে কঠিন সময় পার করছেন।
বিএনপিপন্থী ক্লাব সংগঠকদের বিভিন্ন দাবিদাওয়া বিসিবি সভাপতি ফারুক আহমেদকে ক্রমাগত চাপের মুখে ফেলেছে। এ চাপ গিয়ে পড়েছে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের ওপরও। ক্লাব সংগঠকেরা সরাসরি তাঁর পদত্যাগের দাবিও তুলেছেন, যা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।
এমন অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেই আজ বিকেলে বিসিবিতে বসতে যাচ্ছে গুরুত্বপূর্ণ বোর্ড সভা। বেলা ৩টায় শুরু হতে যাওয়া এ সভায় প্রথম বিভাগ ক্রিকেট লিগের স্থগিত থাকার বিষয়টি আলোচ্যসূচিতে নেই বলে জানা গেছে। তবে বোর্ড সভাপতি বিষয়টি সমাধানে বিকল্প পথে এগোতে চান।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, সভাপতি ইতিমধ্যে কয়েকজন প্রভাবশালী ক্লাব সংগঠকের সঙ্গে আলোচনা করেছেন। ২০ দলের অধিনায়ক ও প্রতিনিধিদের সঙ্গে কথা বলে তিনি প্রথম বিভাগ ক্রিকেট লিগ দ্রুত মাঠে ফেরানোর আশ্বাস দিয়েছেন। ক্লাব সংগঠকদের পক্ষ থেকে পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের পদত্যাগ নিয়ে যে দাবি উঠেছে, তা এড়িয়ে কীভাবে সহজ উপায়ে লিগ মাঠে গড়ানো যায়, সে বিষয়েও বোর্ডের বর্তমান পর্ষদে আলোচনা হতে পারে।
সভায় বিসিবির আর্থিক বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনা হবে। এর মধ্যে বিপিএলসংশ্লিষ্ট বিষয়গুলোও রয়েছে। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজিগুলোর পারিশ্রমিক আদায় বা অনাদায়ের বিষয়ে নিরীক্ষা কমিটির প্রতিবেদন মূল্যায়নের বিষয়টি উঠে আসতে পারে।

বিপিএলের কয়েকটি দলের পারিশ্রমিক ইস্যু এবং বিসিবির গঠনতন্ত্র সংস্কারের জটিলতা নিয়ে সাম্প্রতিক সময়ে বিস্তর আলোচনা-সমালোচনা হয়েছে। এসব কারণে স্থগিত হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। ক্রীড়া উপদেষ্টার দপ্তরের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ তাঁর পাঁচ মাসের মেয়াদে সবচেয়ে কঠিন সময় পার করছেন।
বিএনপিপন্থী ক্লাব সংগঠকদের বিভিন্ন দাবিদাওয়া বিসিবি সভাপতি ফারুক আহমেদকে ক্রমাগত চাপের মুখে ফেলেছে। এ চাপ গিয়ে পড়েছে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের ওপরও। ক্লাব সংগঠকেরা সরাসরি তাঁর পদত্যাগের দাবিও তুলেছেন, যা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।
এমন অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেই আজ বিকেলে বিসিবিতে বসতে যাচ্ছে গুরুত্বপূর্ণ বোর্ড সভা। বেলা ৩টায় শুরু হতে যাওয়া এ সভায় প্রথম বিভাগ ক্রিকেট লিগের স্থগিত থাকার বিষয়টি আলোচ্যসূচিতে নেই বলে জানা গেছে। তবে বোর্ড সভাপতি বিষয়টি সমাধানে বিকল্প পথে এগোতে চান।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, সভাপতি ইতিমধ্যে কয়েকজন প্রভাবশালী ক্লাব সংগঠকের সঙ্গে আলোচনা করেছেন। ২০ দলের অধিনায়ক ও প্রতিনিধিদের সঙ্গে কথা বলে তিনি প্রথম বিভাগ ক্রিকেট লিগ দ্রুত মাঠে ফেরানোর আশ্বাস দিয়েছেন। ক্লাব সংগঠকদের পক্ষ থেকে পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের পদত্যাগ নিয়ে যে দাবি উঠেছে, তা এড়িয়ে কীভাবে সহজ উপায়ে লিগ মাঠে গড়ানো যায়, সে বিষয়েও বোর্ডের বর্তমান পর্ষদে আলোচনা হতে পারে।
সভায় বিসিবির আর্থিক বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনা হবে। এর মধ্যে বিপিএলসংশ্লিষ্ট বিষয়গুলোও রয়েছে। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজিগুলোর পারিশ্রমিক আদায় বা অনাদায়ের বিষয়ে নিরীক্ষা কমিটির প্রতিবেদন মূল্যায়নের বিষয়টি উঠে আসতে পারে।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১২ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১২ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৬ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৭ ঘণ্টা আগে