
আফগানিস্তানের কাছে হারের পর খাদের কিনারে দাঁড়িয়ে পাকিস্তান। আর একবার পা হড়কালেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার সমূহ সম্ভাবনা! অথচ বড় প্রত্যাশা নিয়েই টুর্নামেন্ট শুরু করেছিল তারা। ওয়ানডে র্যাঙ্কিংয়ের ২ নম্বরে অবস্থান তাদের। শাহিন আফ্রিদি-হারিস রউফদের সমন্বয়ে গড়া দলের পেস আক্রমণ যেমন ভীতিজাগানিয়া, তেমনি বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের নিয়ে গড়া ব্যাটিং লাইনআপও যথেষ্ট শক্তিশালী। টানা জয়ে টুর্নামেন্টও শুরু করেছিল তারা। কিন্তু এরপরই ছন্দপতন। কিন্তু কেন?
কারণ অনেকগুলো। টুর্নামেন্ট শুরুর সপ্তাহ দুয়েক আগে চোটে পড়েছিলেন নাসিম শাহ। তাঁর না থাকাটা একটা চাপ হয়ে গেছে দলের অন্য পেসারদের ওপর। মূল স্ট্রাইক বোলার শাহিন পাঁচ ম্যাচে ১০ উইকেট নিলেও বোলিংয়ের শুরুতেই তাঁর কাছে যে প্রত্যাশা, সেটি তিনি পূরণে ব্যর্থ। ভারতের বিপক্ষে ৩৬ রানে ২ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৪ রানে ৫ উইকেট নিলেও তা দলের কোনো কাজে আসেনি।
শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের বিপক্ষে ২টি উইকেট নিলেও দুই ম্যাচে তিনি অকৃপণ হাতে দিয়েছেন ১০৩ রান। রউফের অবস্থা আরও খারাপ। পাঁচ ম্যাচে ৮ উইকেট নিলেও রান দিয়েছেন ২৮৬! শুধু কি পেসাররা? ভারতের স্লো উইকেটে অন্যান্য দেশের স্পিনাররা যেখানে উজ্জ্বল, সেখানে শাদাব খান, উসামা মির, মোহাম্মদ নওয়াজ ও ইফতিখার আহমেদ মিলে পাঁচ ম্যাচে নিয়েছেন মাত্র ৬ উইকেট। খরচ করেছেন ৫০২ রান।
সেরা ছন্দে নেই পাকিস্তানের ব্যাটাররাও। র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটার বাবর এক ম্যাচেও রানের তিন অঙ্ক ছুতে পারেননি। দুই ফিফটিতে ৩১.৪০ গড়ে ১৫৭ রান করলেও পাঁচ ম্যাচে তাঁর গড় স্ট্রাইকরেট ৮০-এর কম—৭৯.৬৯। ব্যাটিংয়ের চেয়েও তাঁর নেতৃত্ব নিয়ে বেশি প্রশ্ন উঠেছে। নেতৃত্বে সৃজনশীল কিছু দেখাতে তো পারেনইনি, উল্টো দল নির্বাচনে পছন্দের খেলোয়াড়দের রাখায় সমালোচিত তিনি। এই সমালোচনার মুখে পরশু হারের পরও অবলীলায় বলে গেলেন, ‘নেতৃত্ব আমার কাছে চাপ নয়। সেটা ব্যাটিংয়েও প্রভাব ফেলছে না।’
পাকিস্তানের ক্রিকেট প্রশাসনে ঘন ঘন বদলের নেতিবাচক একটা প্রভাব দলটির পারফরম্যান্সে। গত এক বছরে তিনবার পিসিবির চেয়ারম্যান পরিবর্তন হয়েছে। কাউন্টি দল ডার্বিশায়ারের চাকরি না ছাড়া অবস্থাতেই পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি দলের টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দেন মিকি আর্থারকে। বিশ্বকাপে সশরীর হাজির থাকলেও টুর্নামেন্টের আগে যুক্তরাজ্যে থেকেই দলকে নির্দেশনা দিতেন বলে পাকিস্তানি মিডিয়ায় ‘জুম কোচ’-এর পরিচিতি পেয়েছেন তিনি। তিন ফরম্যাটেই শাহিন ও নাসিমকে খেলানোয় বিশ্বকাপের আগেই তাঁদের নিঃশেষিত করে ফেলার অভিযোগ পিসিবির কর্মকর্তাদের বিপক্ষে।
বাজে পারফরম্যান্সের জন্য ক্রিকেটারদের দায় তো নিতেই হবে। দায় কর্মকর্তাদেরও নিতে হবে বলে মনে করেন দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম, ‘আপনি একজন কোচ খুঁজে পাননি। বিদেশিদের পছন্দ বলে একজন অনলাইন কোচ নিয়োগ করেছেন। নিজেদের সিস্টেমেও ঘন ঘন পরিবর্তন এনেছেন। সবকিছুর ফলই আমরা দেখতে পাচ্ছি বিশ্বকাপে দলের পারফরম্যান্সে।’

আফগানিস্তানের কাছে হারের পর খাদের কিনারে দাঁড়িয়ে পাকিস্তান। আর একবার পা হড়কালেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার সমূহ সম্ভাবনা! অথচ বড় প্রত্যাশা নিয়েই টুর্নামেন্ট শুরু করেছিল তারা। ওয়ানডে র্যাঙ্কিংয়ের ২ নম্বরে অবস্থান তাদের। শাহিন আফ্রিদি-হারিস রউফদের সমন্বয়ে গড়া দলের পেস আক্রমণ যেমন ভীতিজাগানিয়া, তেমনি বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের নিয়ে গড়া ব্যাটিং লাইনআপও যথেষ্ট শক্তিশালী। টানা জয়ে টুর্নামেন্টও শুরু করেছিল তারা। কিন্তু এরপরই ছন্দপতন। কিন্তু কেন?
কারণ অনেকগুলো। টুর্নামেন্ট শুরুর সপ্তাহ দুয়েক আগে চোটে পড়েছিলেন নাসিম শাহ। তাঁর না থাকাটা একটা চাপ হয়ে গেছে দলের অন্য পেসারদের ওপর। মূল স্ট্রাইক বোলার শাহিন পাঁচ ম্যাচে ১০ উইকেট নিলেও বোলিংয়ের শুরুতেই তাঁর কাছে যে প্রত্যাশা, সেটি তিনি পূরণে ব্যর্থ। ভারতের বিপক্ষে ৩৬ রানে ২ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৪ রানে ৫ উইকেট নিলেও তা দলের কোনো কাজে আসেনি।
শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের বিপক্ষে ২টি উইকেট নিলেও দুই ম্যাচে তিনি অকৃপণ হাতে দিয়েছেন ১০৩ রান। রউফের অবস্থা আরও খারাপ। পাঁচ ম্যাচে ৮ উইকেট নিলেও রান দিয়েছেন ২৮৬! শুধু কি পেসাররা? ভারতের স্লো উইকেটে অন্যান্য দেশের স্পিনাররা যেখানে উজ্জ্বল, সেখানে শাদাব খান, উসামা মির, মোহাম্মদ নওয়াজ ও ইফতিখার আহমেদ মিলে পাঁচ ম্যাচে নিয়েছেন মাত্র ৬ উইকেট। খরচ করেছেন ৫০২ রান।
সেরা ছন্দে নেই পাকিস্তানের ব্যাটাররাও। র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটার বাবর এক ম্যাচেও রানের তিন অঙ্ক ছুতে পারেননি। দুই ফিফটিতে ৩১.৪০ গড়ে ১৫৭ রান করলেও পাঁচ ম্যাচে তাঁর গড় স্ট্রাইকরেট ৮০-এর কম—৭৯.৬৯। ব্যাটিংয়ের চেয়েও তাঁর নেতৃত্ব নিয়ে বেশি প্রশ্ন উঠেছে। নেতৃত্বে সৃজনশীল কিছু দেখাতে তো পারেনইনি, উল্টো দল নির্বাচনে পছন্দের খেলোয়াড়দের রাখায় সমালোচিত তিনি। এই সমালোচনার মুখে পরশু হারের পরও অবলীলায় বলে গেলেন, ‘নেতৃত্ব আমার কাছে চাপ নয়। সেটা ব্যাটিংয়েও প্রভাব ফেলছে না।’
পাকিস্তানের ক্রিকেট প্রশাসনে ঘন ঘন বদলের নেতিবাচক একটা প্রভাব দলটির পারফরম্যান্সে। গত এক বছরে তিনবার পিসিবির চেয়ারম্যান পরিবর্তন হয়েছে। কাউন্টি দল ডার্বিশায়ারের চাকরি না ছাড়া অবস্থাতেই পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি দলের টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দেন মিকি আর্থারকে। বিশ্বকাপে সশরীর হাজির থাকলেও টুর্নামেন্টের আগে যুক্তরাজ্যে থেকেই দলকে নির্দেশনা দিতেন বলে পাকিস্তানি মিডিয়ায় ‘জুম কোচ’-এর পরিচিতি পেয়েছেন তিনি। তিন ফরম্যাটেই শাহিন ও নাসিমকে খেলানোয় বিশ্বকাপের আগেই তাঁদের নিঃশেষিত করে ফেলার অভিযোগ পিসিবির কর্মকর্তাদের বিপক্ষে।
বাজে পারফরম্যান্সের জন্য ক্রিকেটারদের দায় তো নিতেই হবে। দায় কর্মকর্তাদেরও নিতে হবে বলে মনে করেন দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম, ‘আপনি একজন কোচ খুঁজে পাননি। বিদেশিদের পছন্দ বলে একজন অনলাইন কোচ নিয়োগ করেছেন। নিজেদের সিস্টেমেও ঘন ঘন পরিবর্তন এনেছেন। সবকিছুর ফলই আমরা দেখতে পাচ্ছি বিশ্বকাপে দলের পারফরম্যান্সে।’

রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তান সিরিজ হচ্ছে না ১৩ বছর ধরে। শুধু তাই নয়, পাকিস্তানেও ভারতীয় ক্রিকেট দল অনেক দিন ধরে খেলছে না। এমনকি পাকিস্তান কোনো টুর্নামেন্টের আয়োজক হলে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কঠোর আপত্তি জানায়। সাঈদ আজমল এটার কোনো মানে খুঁজে পান না।
৬ মিনিট আগে
দীর্ঘ বিরতির পর ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়। সে নিলামে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন নাঈম শেখ। এই ব্যাটারকে কিনে তাঁক লাগিয়ে দিয়েছিল চট্টগ্রাম রয়্যালস। নোয়াখালী এক্সপ্রেস ও সিলেট টাইটানসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার পর শেষ পর্যন্ত ১ কোটি ১০ লাখ টাকায় নাঈমকে পেয়েছে দলটি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল লো স্কোরিং ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এদিন মাত্র ৫ রান করেই সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। মোহাম্মদ মিঠুনের দলের বিপক্ষে ব্যাটিং দেখে এই বাঁ হাতিকে বিবেচনা করার সুযোগ থাকছে না। কারণ বিপিএলের সিলেট পর্ব শেষে রান সংগ্রাহকদের ত
২ ঘণ্টা আগে
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অ্যালিসা হিলির অর্জনের খাতাটা বেশ ভারী। মেয়েদের ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটার মনে করা হয় তাঁকে। এবার বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে বাইশ গজ থেকে বিদায়ের ঘোষণা দিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। হিলি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
৩ ঘণ্টা আগে