
পাকিস্তানি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার আজিম রফিকের সঙ্গে বর্ণবিদ্বেষী আচরণের কারণে ভালোই সমালোচনা সইছে কাউন্টি দল ইয়র্কশায়ার। এরই মধ্যে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে দলটির, সরে দাঁড়িয়েছেন সভাপতিসহ একাধিক কর্মকর্তা। এবার একই কারণে বিবিসি রেডিওর ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনকেও।
গত পরশু বৃহস্পতিবার ইংলিশ পত্রিকা দ্য টেলিগ্রাফের এক কলামে বলা হয়েছে, কয়েক বছর আগে ম্যাচ চলাকালীন আজিম রফিকসহ তিন এশিয়ান ক্রিকেটারকে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষী মন্তব্য করেন ভন। টেলিগ্রাফ লিখেছে, একসঙ্গে মাঠ ছাড়ার সময় তিন এশিয়ান ক্রিকেটারকে লক্ষ্য করে ভন ধারাভাষ্য প্যানেলে বলেছিলেন, ‘এদের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। আমাদের একটা ব্যবস্থা নেওয়া উচিত।’
টেলিগ্রাফের এই কলামের পর গতকাল ভনকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় বিবিসি। বিবিসির পক্ষ থেকে বলা হয়েছে, ‘বর্ণবৈষম্যের বিরুদ্ধে যেকোনো অভিযোগ আমরা গুরুত্বের সঙ্গে নিই। ভনের বিরুদ্ধে যে অভিযোগটা এসেছে তা পুরোনো। মাইকেল বিষয়টি জোরের সঙ্গে অস্বীকার করেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি। আমাদের সম্পাদকমণ্ডলীর সিদ্ধান্ত, মাইকেল এখন থেকে বিবিসি ফাইভের সরাসরি অনুষ্ঠান ও ভন’স শোয়ে আর উপস্থাপক হিসেবে থাকছেন না।’
ইয়র্কশায়ারের বিরুদ্ধে ২০২০ সালের শুরুতে ‘জাতিগত বিদ্বেষের’ অভিযোগ তুলেছিলেন ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক আজিম রফিক। বিদ্বেষমূলক মন্তব্যে লজ্জায় আত্মহত্যার চেষ্টাও করেছিলেন বলে অভিযোগ করেছিলেন রফিক। অভিযোগ আমলে নিয়ে গত বছর থেকে তদন্ত শুরু করে ইয়র্কশায়ার। অভিযোগ মাথায় নিয়ে গতকাল পদত্যাগ করেছেন ক্লাবটির সভাপতি রজার হাটনসহ তিন কর্মকর্তা। দলটি হারাচ্ছে একের পর এক পৃষ্ঠপোষক। একই অভিযোগ আছে সাবেক ইংলিশ ক্রিকেটার গ্যারি ব্যালেন্সের দিকেও। ব্যালেন্স নিজেও স্বীকার করেছেন যে কিছু কিছু সময় সতীর্থদের দিকে বৈষম্যমূলক মন্তব্য করতেন এবং এ নিয়ে তিনি অনুতপ্তও।

পাকিস্তানি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার আজিম রফিকের সঙ্গে বর্ণবিদ্বেষী আচরণের কারণে ভালোই সমালোচনা সইছে কাউন্টি দল ইয়র্কশায়ার। এরই মধ্যে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে দলটির, সরে দাঁড়িয়েছেন সভাপতিসহ একাধিক কর্মকর্তা। এবার একই কারণে বিবিসি রেডিওর ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনকেও।
গত পরশু বৃহস্পতিবার ইংলিশ পত্রিকা দ্য টেলিগ্রাফের এক কলামে বলা হয়েছে, কয়েক বছর আগে ম্যাচ চলাকালীন আজিম রফিকসহ তিন এশিয়ান ক্রিকেটারকে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষী মন্তব্য করেন ভন। টেলিগ্রাফ লিখেছে, একসঙ্গে মাঠ ছাড়ার সময় তিন এশিয়ান ক্রিকেটারকে লক্ষ্য করে ভন ধারাভাষ্য প্যানেলে বলেছিলেন, ‘এদের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। আমাদের একটা ব্যবস্থা নেওয়া উচিত।’
টেলিগ্রাফের এই কলামের পর গতকাল ভনকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় বিবিসি। বিবিসির পক্ষ থেকে বলা হয়েছে, ‘বর্ণবৈষম্যের বিরুদ্ধে যেকোনো অভিযোগ আমরা গুরুত্বের সঙ্গে নিই। ভনের বিরুদ্ধে যে অভিযোগটা এসেছে তা পুরোনো। মাইকেল বিষয়টি জোরের সঙ্গে অস্বীকার করেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি। আমাদের সম্পাদকমণ্ডলীর সিদ্ধান্ত, মাইকেল এখন থেকে বিবিসি ফাইভের সরাসরি অনুষ্ঠান ও ভন’স শোয়ে আর উপস্থাপক হিসেবে থাকছেন না।’
ইয়র্কশায়ারের বিরুদ্ধে ২০২০ সালের শুরুতে ‘জাতিগত বিদ্বেষের’ অভিযোগ তুলেছিলেন ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক আজিম রফিক। বিদ্বেষমূলক মন্তব্যে লজ্জায় আত্মহত্যার চেষ্টাও করেছিলেন বলে অভিযোগ করেছিলেন রফিক। অভিযোগ আমলে নিয়ে গত বছর থেকে তদন্ত শুরু করে ইয়র্কশায়ার। অভিযোগ মাথায় নিয়ে গতকাল পদত্যাগ করেছেন ক্লাবটির সভাপতি রজার হাটনসহ তিন কর্মকর্তা। দলটি হারাচ্ছে একের পর এক পৃষ্ঠপোষক। একই অভিযোগ আছে সাবেক ইংলিশ ক্রিকেটার গ্যারি ব্যালেন্সের দিকেও। ব্যালেন্স নিজেও স্বীকার করেছেন যে কিছু কিছু সময় সতীর্থদের দিকে বৈষম্যমূলক মন্তব্য করতেন এবং এ নিয়ে তিনি অনুতপ্তও।

শেষ হয়েছে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বের ম্যাচ। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৪২ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। লিগ পর্বের ম্যাচ শেষে এখন প্লে অফের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা।
৪ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে একটি ট্রেন্ড চলছে—১০ বছর আগে-পরে কার কেমন পরিবর্তন। বিরাট কোহলি যেন একটুও বদলাননি। ১০ বছর আগেও যেমন খ্যাপাটে ছিলেন, এখনো তা-ই। এখনো তিনি উইকেটে থাকা মানে ভারতের আশা জিইয়ে রাখা। আজ তেমনই এক ইনিংস খেললেন তিনি। তুলে নিয়েছেন ওয়ানডেতে ৫৪তম সেঞ্চুরি। কিন্তু এড়াতে পারেননি ভা
৪ ঘণ্টা আগে
রংপুর রাইডার্সের কাছে হারের পরই নিশ্চিত হয়েছিল– ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফে খেলছে না ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম কিংসের বিপক্ষে আজ তাদের ম্যাচটি ছিল কেবলমাত্র নিয়মরক্ষার। সেই ম্যাচে ৪২ রানের জয় তুলে নিয়ে বিপিএল শেষ করল মোহাম্মদ মিঠুনের দল।
৪ ঘণ্টা আগে
কয়েক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের আলোচিত সমালোচিত নাম এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। সেই উত্তর দিয়েছেন নাজমুল। বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান ফয়জুর রহমান মিতু আজকের পত্র
৫ ঘণ্টা আগে