নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ, সেটাও আবার টানা তিন ম্যাচ জিতে। অবিশ্বাস্য এই সিরিজ জয়ের পর পর অভিনন্দনের জোয়ারে ভাসছে বাংলাদেশ দল। মাঠের দুর্দান্ত পারফরম্যান্সে খুশি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচসেরার পুরস্কার পাওয়া রিয়াদ বিশেষ কৃতিত্ব দিলেন মোস্তাফিজুর রহমানকে।
অস্ট্রেলিয়াকে হারানোর মূল কারিগর ছিলেন মোস্তাফিজ। ৪ ওভারে দিয়েছেন মাত্র ৯ রান। উইকেট না পেলেও তাঁর এই কৃপণ বোলিংই বাংলাদেশের জয়ে রেখেছে গুরুত্বপূর্ণ অবদান। বিশেষ করে ১৯তম ওভারে মাত্র এক রান দিয়ে ম্যাচের চিত্র বদলে দিয়েছেন বাঁহাতি পেসার। মাহমুদউল্লাহ জানিয়েছেন, মোস্তাফিজ কোনো উইকেট না পেলেও তাঁর বোলিং স্পেলটা ছিল ৫ উইকেট নেওয়ার মতো। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘মোস্তাফিজের যে স্পেল করেছে, সেটা ছিল ৫ উইকেট পাওয়ার মতো। অনেক গুরুত্বপূর্ণ ছিল এটা। বিশেষ করে শেষে ওভারটা (১৯তম) এসে মাত্র একটা রান দেওয়া পাঁচটা ডট বল করা সহজ না। সে চ্যাম্পিয়ন বোলার এবং বিশ্বমানের বোলার। ইনশাআল্লাহ আরও অনেক বছর সার্ভিস দেবে এবং ম্যাচে জেতাবে।’
গতকাল বাংলাদেশ দলের দেওয়া ১২৮ রানের লক্ষ্য অস্ট্রেলিয়া ৬ উইকেট হাতে রেখেও জিততে পারেনি। বাংলাদেশ তাদের টি–টোয়েন্টি ইতিহাসে কম লক্ষ্য দিয়ে ম্যাচ জেতার রেকর্ড গড়েছে। মাহদুউল্লাহ জানিয়েছেন, এই জয়ে দলের সবার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ম্যাচের পরিস্থিতি বুঝে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁকে। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে অনেক সময় পরিকল্পনা থেকে সরে একটু ভিন্নভাবে চিন্তা করতে হয়। সাকিবকে যখন তার শেষ ওভারে আনা হলো তখন আমাদের উইকেটটা খুব দরকার ছিল। সাকিব সেটা এনে দিয়েছে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ, সেটাও আবার টানা তিন ম্যাচ জিতে। অবিশ্বাস্য এই সিরিজ জয়ের পর পর অভিনন্দনের জোয়ারে ভাসছে বাংলাদেশ দল। মাঠের দুর্দান্ত পারফরম্যান্সে খুশি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচসেরার পুরস্কার পাওয়া রিয়াদ বিশেষ কৃতিত্ব দিলেন মোস্তাফিজুর রহমানকে।
অস্ট্রেলিয়াকে হারানোর মূল কারিগর ছিলেন মোস্তাফিজ। ৪ ওভারে দিয়েছেন মাত্র ৯ রান। উইকেট না পেলেও তাঁর এই কৃপণ বোলিংই বাংলাদেশের জয়ে রেখেছে গুরুত্বপূর্ণ অবদান। বিশেষ করে ১৯তম ওভারে মাত্র এক রান দিয়ে ম্যাচের চিত্র বদলে দিয়েছেন বাঁহাতি পেসার। মাহমুদউল্লাহ জানিয়েছেন, মোস্তাফিজ কোনো উইকেট না পেলেও তাঁর বোলিং স্পেলটা ছিল ৫ উইকেট নেওয়ার মতো। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘মোস্তাফিজের যে স্পেল করেছে, সেটা ছিল ৫ উইকেট পাওয়ার মতো। অনেক গুরুত্বপূর্ণ ছিল এটা। বিশেষ করে শেষে ওভারটা (১৯তম) এসে মাত্র একটা রান দেওয়া পাঁচটা ডট বল করা সহজ না। সে চ্যাম্পিয়ন বোলার এবং বিশ্বমানের বোলার। ইনশাআল্লাহ আরও অনেক বছর সার্ভিস দেবে এবং ম্যাচে জেতাবে।’
গতকাল বাংলাদেশ দলের দেওয়া ১২৮ রানের লক্ষ্য অস্ট্রেলিয়া ৬ উইকেট হাতে রেখেও জিততে পারেনি। বাংলাদেশ তাদের টি–টোয়েন্টি ইতিহাসে কম লক্ষ্য দিয়ে ম্যাচ জেতার রেকর্ড গড়েছে। মাহদুউল্লাহ জানিয়েছেন, এই জয়ে দলের সবার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ম্যাচের পরিস্থিতি বুঝে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁকে। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে অনেক সময় পরিকল্পনা থেকে সরে একটু ভিন্নভাবে চিন্তা করতে হয়। সাকিবকে যখন তার শেষ ওভারে আনা হলো তখন আমাদের উইকেটটা খুব দরকার ছিল। সাকিব সেটা এনে দিয়েছে।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদে
৩ ঘণ্টা আগে
টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন মনে করা হয় স্টিভ স্মিথকে। এই সংস্করণে প্রায় ১১০০০ রানের মালিক তিনি। যেভাবে এগোচ্ছেন তাতে ব্যাট-প্যাড তুলে রাখার পর কিংবদন্তির তকমা পাবেন সেটা বলাই যায়। রিশাদ হোসেনের চোখেও তাই স্মিথ একজন কিংবদন্তি।
৪ ঘণ্টা আগে
টুর্নামেন্টের প্রথম অংশটা কী দারুণ ছিল রংপুর রাইডার্সের। প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে রংপুর। যার মধ্যে ছিল হ্যাটট্রিক জয়ের কীর্তিও। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর এবার চোখে সর্ষেফুল দেখছে। সিলেট স্টেডিয়ামে আজ রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স।
৪ ঘণ্টা আগে