নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডারবান টেস্টের একাদশে ছিলেন না তাইজুল ইসলাম। পোর্ট এলিজাবেথেও হয়তো তাঁর দেখা মিলত না। চোটে পড়ে প্রথম টেস্টের সেরা একাদশে থাকা পেসার তাসকিন আহমেদ দেশে ফেরায় দ্বিতীয় টেস্টের একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন তাইজুল। সুযোগটা দুহাত পুরে নিয়েছেন তিনি।
আজ প্রথম দিনে বাংলাদেশ দলের সেরা বোলার তাইজুল। দক্ষিণ আফ্রিকার পতন হওয়া ৫ উইকেটের ৩টিই নিয়েছেন তিনি। ইবাদত হোসেন-মেহেদী হাসান মিরাজরা যখন অকাতরে রান বিলিয়েছেন একপ্রান্তে থেকে রান আটকানোর সঙ্গে উইকেটও নিয়েছেন তাইজুল। পোর্ট এলিজাবেথে শুরু থেকে লাইন-লেংথ ঠিক রেখে বল করতে পারেননি দুই পেসার আর অফ স্পিনার মিরাজ। প্রথম সেশনে তাই ১ হারিয়ে ১০৭ রান তুলে ফেলে স্বাগতিকেরা।
দিনের দ্বিতীয়-তৃতীয় সেশনে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। প্রথম দিনে ৫ উইকেটে ২৭৮ রান করেছে দক্ষিণ আফ্রিকা। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা তাইজুলের কণ্ঠে শুরুতে একটু বেশি রান দেওয়ার আক্ষেপ ঝরল, 'উইকেট প্রথম এক ঘণ্টার মতো বোলারদের পক্ষে ছিল। কিন্তু আস্তে আস্তে ব্যাটিং সহায়ক হয়ে যায়। আমরা যদি আরও একটু কম রানে তাদেরকে আটকে রাখতে পারতাম, হয়তো চাপে থাকত ওরা। চাপ বেশি থাকলে হয়তোবা ২-১টা উইকেট বেশি নেওয়ার সুযোগ থাকত। আমার মনে হয় রান একটু বেশি হয়ে গেছে।'
৩২ ওভারে ৭৭ রান দিয়ে তাইজুলের উইকেট তিনটি। প্রথম দিনের খেলায় দলের হয়ে সবচেয়ে বেশি ওভারের সঙ্গে সবচেয়ে কম ইকোনমি তাঁর। তাইজুল বললেন, 'আমি চেষ্টা করছি। আসলে এই উইকেটে বেশি জোরাজুরি করার কিছু নেই। দেখা যাচ্ছে বল একটু স্টাম্পের বাইরে বা ওপরে হলে রান হয়ে যাচ্ছে। লাইন ঠিকঠাক রাখা গুরুত্বপূর্ণ ছিল। আমি সেটা ধরে রাখার চেষ্টা করেছি।'
ডারবান টেস্টের মতো পোর্ট এলিজাবেথও চার বোলার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একজন বোলার কম খেলানোর কারণে অন্যদের ওপর চাপ পড়ছে কি না—এমন প্রশ্নে তাইজুলের জবাব, 'উইকেটের ওপর অনেক কিছু নির্ভর করে। উইকেটের আচরণের কারণে চাইলেই তিনজন পেসার বা চারজন পেসার খেলাতে পারবেন না। আবার তিনজন স্পিনারও খেলাতে পারবেন না। সবারই একটু চাপ নিয়ে চ্যালেঞ্জটা নিতে হবে।'

ডারবান টেস্টের একাদশে ছিলেন না তাইজুল ইসলাম। পোর্ট এলিজাবেথেও হয়তো তাঁর দেখা মিলত না। চোটে পড়ে প্রথম টেস্টের সেরা একাদশে থাকা পেসার তাসকিন আহমেদ দেশে ফেরায় দ্বিতীয় টেস্টের একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন তাইজুল। সুযোগটা দুহাত পুরে নিয়েছেন তিনি।
আজ প্রথম দিনে বাংলাদেশ দলের সেরা বোলার তাইজুল। দক্ষিণ আফ্রিকার পতন হওয়া ৫ উইকেটের ৩টিই নিয়েছেন তিনি। ইবাদত হোসেন-মেহেদী হাসান মিরাজরা যখন অকাতরে রান বিলিয়েছেন একপ্রান্তে থেকে রান আটকানোর সঙ্গে উইকেটও নিয়েছেন তাইজুল। পোর্ট এলিজাবেথে শুরু থেকে লাইন-লেংথ ঠিক রেখে বল করতে পারেননি দুই পেসার আর অফ স্পিনার মিরাজ। প্রথম সেশনে তাই ১ হারিয়ে ১০৭ রান তুলে ফেলে স্বাগতিকেরা।
দিনের দ্বিতীয়-তৃতীয় সেশনে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। প্রথম দিনে ৫ উইকেটে ২৭৮ রান করেছে দক্ষিণ আফ্রিকা। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা তাইজুলের কণ্ঠে শুরুতে একটু বেশি রান দেওয়ার আক্ষেপ ঝরল, 'উইকেট প্রথম এক ঘণ্টার মতো বোলারদের পক্ষে ছিল। কিন্তু আস্তে আস্তে ব্যাটিং সহায়ক হয়ে যায়। আমরা যদি আরও একটু কম রানে তাদেরকে আটকে রাখতে পারতাম, হয়তো চাপে থাকত ওরা। চাপ বেশি থাকলে হয়তোবা ২-১টা উইকেট বেশি নেওয়ার সুযোগ থাকত। আমার মনে হয় রান একটু বেশি হয়ে গেছে।'
৩২ ওভারে ৭৭ রান দিয়ে তাইজুলের উইকেট তিনটি। প্রথম দিনের খেলায় দলের হয়ে সবচেয়ে বেশি ওভারের সঙ্গে সবচেয়ে কম ইকোনমি তাঁর। তাইজুল বললেন, 'আমি চেষ্টা করছি। আসলে এই উইকেটে বেশি জোরাজুরি করার কিছু নেই। দেখা যাচ্ছে বল একটু স্টাম্পের বাইরে বা ওপরে হলে রান হয়ে যাচ্ছে। লাইন ঠিকঠাক রাখা গুরুত্বপূর্ণ ছিল। আমি সেটা ধরে রাখার চেষ্টা করেছি।'
ডারবান টেস্টের মতো পোর্ট এলিজাবেথও চার বোলার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একজন বোলার কম খেলানোর কারণে অন্যদের ওপর চাপ পড়ছে কি না—এমন প্রশ্নে তাইজুলের জবাব, 'উইকেটের ওপর অনেক কিছু নির্ভর করে। উইকেটের আচরণের কারণে চাইলেই তিনজন পেসার বা চারজন পেসার খেলাতে পারবেন না। আবার তিনজন স্পিনারও খেলাতে পারবেন না। সবারই একটু চাপ নিয়ে চ্যালেঞ্জটা নিতে হবে।'

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৮ মিনিট আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
২ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
২ ঘণ্টা আগে