নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডারবান টেস্টের একাদশে ছিলেন না তাইজুল ইসলাম। পোর্ট এলিজাবেথেও হয়তো তাঁর দেখা মিলত না। চোটে পড়ে প্রথম টেস্টের সেরা একাদশে থাকা পেসার তাসকিন আহমেদ দেশে ফেরায় দ্বিতীয় টেস্টের একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন তাইজুল। সুযোগটা দুহাত পুরে নিয়েছেন তিনি।
আজ প্রথম দিনে বাংলাদেশ দলের সেরা বোলার তাইজুল। দক্ষিণ আফ্রিকার পতন হওয়া ৫ উইকেটের ৩টিই নিয়েছেন তিনি। ইবাদত হোসেন-মেহেদী হাসান মিরাজরা যখন অকাতরে রান বিলিয়েছেন একপ্রান্তে থেকে রান আটকানোর সঙ্গে উইকেটও নিয়েছেন তাইজুল। পোর্ট এলিজাবেথে শুরু থেকে লাইন-লেংথ ঠিক রেখে বল করতে পারেননি দুই পেসার আর অফ স্পিনার মিরাজ। প্রথম সেশনে তাই ১ হারিয়ে ১০৭ রান তুলে ফেলে স্বাগতিকেরা।
দিনের দ্বিতীয়-তৃতীয় সেশনে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। প্রথম দিনে ৫ উইকেটে ২৭৮ রান করেছে দক্ষিণ আফ্রিকা। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা তাইজুলের কণ্ঠে শুরুতে একটু বেশি রান দেওয়ার আক্ষেপ ঝরল, 'উইকেট প্রথম এক ঘণ্টার মতো বোলারদের পক্ষে ছিল। কিন্তু আস্তে আস্তে ব্যাটিং সহায়ক হয়ে যায়। আমরা যদি আরও একটু কম রানে তাদেরকে আটকে রাখতে পারতাম, হয়তো চাপে থাকত ওরা। চাপ বেশি থাকলে হয়তোবা ২-১টা উইকেট বেশি নেওয়ার সুযোগ থাকত। আমার মনে হয় রান একটু বেশি হয়ে গেছে।'
৩২ ওভারে ৭৭ রান দিয়ে তাইজুলের উইকেট তিনটি। প্রথম দিনের খেলায় দলের হয়ে সবচেয়ে বেশি ওভারের সঙ্গে সবচেয়ে কম ইকোনমি তাঁর। তাইজুল বললেন, 'আমি চেষ্টা করছি। আসলে এই উইকেটে বেশি জোরাজুরি করার কিছু নেই। দেখা যাচ্ছে বল একটু স্টাম্পের বাইরে বা ওপরে হলে রান হয়ে যাচ্ছে। লাইন ঠিকঠাক রাখা গুরুত্বপূর্ণ ছিল। আমি সেটা ধরে রাখার চেষ্টা করেছি।'
ডারবান টেস্টের মতো পোর্ট এলিজাবেথও চার বোলার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একজন বোলার কম খেলানোর কারণে অন্যদের ওপর চাপ পড়ছে কি না—এমন প্রশ্নে তাইজুলের জবাব, 'উইকেটের ওপর অনেক কিছু নির্ভর করে। উইকেটের আচরণের কারণে চাইলেই তিনজন পেসার বা চারজন পেসার খেলাতে পারবেন না। আবার তিনজন স্পিনারও খেলাতে পারবেন না। সবারই একটু চাপ নিয়ে চ্যালেঞ্জটা নিতে হবে।'

ডারবান টেস্টের একাদশে ছিলেন না তাইজুল ইসলাম। পোর্ট এলিজাবেথেও হয়তো তাঁর দেখা মিলত না। চোটে পড়ে প্রথম টেস্টের সেরা একাদশে থাকা পেসার তাসকিন আহমেদ দেশে ফেরায় দ্বিতীয় টেস্টের একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন তাইজুল। সুযোগটা দুহাত পুরে নিয়েছেন তিনি।
আজ প্রথম দিনে বাংলাদেশ দলের সেরা বোলার তাইজুল। দক্ষিণ আফ্রিকার পতন হওয়া ৫ উইকেটের ৩টিই নিয়েছেন তিনি। ইবাদত হোসেন-মেহেদী হাসান মিরাজরা যখন অকাতরে রান বিলিয়েছেন একপ্রান্তে থেকে রান আটকানোর সঙ্গে উইকেটও নিয়েছেন তাইজুল। পোর্ট এলিজাবেথে শুরু থেকে লাইন-লেংথ ঠিক রেখে বল করতে পারেননি দুই পেসার আর অফ স্পিনার মিরাজ। প্রথম সেশনে তাই ১ হারিয়ে ১০৭ রান তুলে ফেলে স্বাগতিকেরা।
দিনের দ্বিতীয়-তৃতীয় সেশনে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। প্রথম দিনে ৫ উইকেটে ২৭৮ রান করেছে দক্ষিণ আফ্রিকা। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা তাইজুলের কণ্ঠে শুরুতে একটু বেশি রান দেওয়ার আক্ষেপ ঝরল, 'উইকেট প্রথম এক ঘণ্টার মতো বোলারদের পক্ষে ছিল। কিন্তু আস্তে আস্তে ব্যাটিং সহায়ক হয়ে যায়। আমরা যদি আরও একটু কম রানে তাদেরকে আটকে রাখতে পারতাম, হয়তো চাপে থাকত ওরা। চাপ বেশি থাকলে হয়তোবা ২-১টা উইকেট বেশি নেওয়ার সুযোগ থাকত। আমার মনে হয় রান একটু বেশি হয়ে গেছে।'
৩২ ওভারে ৭৭ রান দিয়ে তাইজুলের উইকেট তিনটি। প্রথম দিনের খেলায় দলের হয়ে সবচেয়ে বেশি ওভারের সঙ্গে সবচেয়ে কম ইকোনমি তাঁর। তাইজুল বললেন, 'আমি চেষ্টা করছি। আসলে এই উইকেটে বেশি জোরাজুরি করার কিছু নেই। দেখা যাচ্ছে বল একটু স্টাম্পের বাইরে বা ওপরে হলে রান হয়ে যাচ্ছে। লাইন ঠিকঠাক রাখা গুরুত্বপূর্ণ ছিল। আমি সেটা ধরে রাখার চেষ্টা করেছি।'
ডারবান টেস্টের মতো পোর্ট এলিজাবেথও চার বোলার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একজন বোলার কম খেলানোর কারণে অন্যদের ওপর চাপ পড়ছে কি না—এমন প্রশ্নে তাইজুলের জবাব, 'উইকেটের ওপর অনেক কিছু নির্ভর করে। উইকেটের আচরণের কারণে চাইলেই তিনজন পেসার বা চারজন পেসার খেলাতে পারবেন না। আবার তিনজন স্পিনারও খেলাতে পারবেন না। সবারই একটু চাপ নিয়ে চ্যালেঞ্জটা নিতে হবে।'

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
১০ মিনিট আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
১২ মিনিট আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
৪১ মিনিট আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটিতে তিন দিনের ভ্রমণ শেষে আজ ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানে কাচঘেরা ট্রফির ওপর কালো কাপড় সরিয়ে উপস্থিত সবাইকে ট্রফি দেখার সুযোগ করে দেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। সেখানে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের
১ ঘণ্টা আগে