Ajker Patrika

মোস্তাফিজ যোগ দিয়েছেন, সাকিবের একটু দেরি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১১: ৫৪
মোস্তাফিজ যোগ দিয়েছেন, সাকিবের একটু দেরি

আইপিএলে রাজস্থানের দৌড় থেমেছে লিগ পর্বেই। রাজস্থানের হয়ে আলো ছড়ানো মোস্তাফিজুর রহমানকে বাংলাদেশ তাই পেয়ে যাচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে। গতকাল শুক্রবার সবার আগে আরব আমিরাতে বাংলাদেশ দলের জন্য নির্ধারিত টিম হোটেল উঠেছেন ফিজ। 

রাজস্থান শেষ চারে জায়গা করে নিতে না পারলেও এবারের আইপিএলে দুর্দান্ত খেলেছেন মোস্তাফিজ। দারুণ বোলিংয়ে সবার বেশ প্রশংসাও কুড়িয়েছেন বাংলাদেশ পেসার। হোটেল ছাড়ার সময় ফিজকে তাই এক অন্যরকম বিদায়ই দিয়েছে রাজস্থান! সামাজিক যোগাযোগমাধ্যমে মোস্তাফিজের হোটেল ছাড়ার মুহূর্ত নিয়ে একটি ভিডিও পোস্ট করে রাজস্থান। ভিডিওতে দেখা যায় এবারের মতো সবার থেকে বিদায় নিচ্ছেন তিনি। 

ফিজ যোগ দিলেও আইপিএলে বাংলাদেশের আরেক প্রতিনিধি সাকিব আল হাসান কবে দলের সঙ্গে যোগ দেবেন এখনো নিশ্চিত নয়। এটি নির্ভর করছে প্লে অফে ওঠা কলকাতা কত দূর যায়, সেটার ওপর। বিসিবির নবনির্বাচিত পরিচালক আকরাম খানও ইঙ্গিত দিলেন সেটি। আইপিএলের শেষ চারে পরশু সোমবার কলকাতার খেলা আছে। এই ম্যাচ শেষে সাকিব দলের সঙ্গে যোগ দিলেও অবশ্য প্রথম প্রস্তুতি ম্যাচ খেলার সম্ভাবনা তাঁর ক্ষীণ। পরদিন ১২ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। 

ফিজের পাশাপাশি গতকাল টিম হোটেলে যোগ দেওয়ার কথা কম্পিউটার বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখরনেরও। আইপিএলে তিনি ছিলেন হায়দরাবাদ দলে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজায় ট্রাম্প বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে জানালেন খলিলুর

দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, মোদির প্রত্যাশা

রাইস কুকার ব্যবহারের ভুল ও সতর্কতা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত