নিজস্ব প্রতিবেদক, কানপুর থেকে

বিরামহীন বৃষ্টি অবশেষে থামল কানপুরে। তাতে দেড় দিনের বেশি সময় পর গ্রিন পার্কের উইকেটের ওপর থেকে কাভার সরিয়ে নেওয়া হলো। আজ বৃষ্টির সম্ভাবনা ৬২ শতাংশ থাকলেও এই মুহূর্তে বৃষ্টি নেই। তবে আকাশ মেঘলা রয়েছে। আগের দিনের মতো কোনো বল না গড়িয়ে খেলা পরিত্যক্ত হওয়ার সুযোগ নেই। মাঠ প্রস্তুতিতে কিছু সময় লাগায় বাংলাদেশ-ভারত দুই দলই কিছুটা দেরিতে মাঠে এসেছে।
কানপুরের স্থানীয় সময় সকাল ১০টায় ম্যাচ কর্মকর্তারা মাঠ পরিদর্শন করেছেন। মাঠের মধ্যে তিনটি সুপারসোপার মেশিন দিয়ে মাঠের ভেতরের অবশিষ্টাংশ পানি নিষ্কাশনের শেষ মুহূর্তের কাজ চলছে। ধারাভাষ্যকারের দায়িত্বে থাকা মুরালি কার্তিক ও বাংলাদেশি আতহার আলী খানকে নিয়ে উইকেট দেখে তথ্যচিত্র ধারণ করতে ব্যস্ত ম্যাচ সম্প্রচারের দায়িত্ব থাকা কর্মীরা। ম্যাচের রিজার্ভ আম্পায়ার বীরেন্দ্র শর্মা উইকেটে ও মাঠ প্রস্তুতির কাজ তত্ত্বাবধান করছেন। দ্বিতীয় দফায় স্থানীয় সময় দুপুর ১২টা মাঠের অবস্থা পর্যবেক্ষণ করতে আসবেন ম্যাচ কর্মকর্তারা।
উল্লেখ্য, কানপুর টেস্টে বেরসিক বৃষ্টিতে প্রথম ও দ্বিতীয় দিনের ছয় সেশনের প্রায় পাঁচ সেশন পুরো নষ্ট হয়েছে। খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। তাতে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করতে পেরেছে ১০৭ রান। উইকেটে মুমিনুল হক ৪০* ও মুশফিকুর রহিম ৬* নিয়ে অপরাজিত রয়েছেন।
সবশেষ খবর আজকের খেলাও পরিত্যক্ত। তৃতীয় দিনে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। দুপুরে রোদও উঠেছে। রোদ উঠলেও হ্যান্ডমাইকে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে দিনের খেলা পরিত্যক্ত হওয়ার বিষয় জানানো হয়। আউটফিল্ড ভেজা থাকলেও কেন ম্যাচ কর্মকর্তারা এত আগেভাগে এই সিদ্ধান্ত নিয়েছেন, সেটি খোলাসা করেননি। এটা নিয়েই অনেক ধোঁয়াশা তৈরি হয়েছে।

বিরামহীন বৃষ্টি অবশেষে থামল কানপুরে। তাতে দেড় দিনের বেশি সময় পর গ্রিন পার্কের উইকেটের ওপর থেকে কাভার সরিয়ে নেওয়া হলো। আজ বৃষ্টির সম্ভাবনা ৬২ শতাংশ থাকলেও এই মুহূর্তে বৃষ্টি নেই। তবে আকাশ মেঘলা রয়েছে। আগের দিনের মতো কোনো বল না গড়িয়ে খেলা পরিত্যক্ত হওয়ার সুযোগ নেই। মাঠ প্রস্তুতিতে কিছু সময় লাগায় বাংলাদেশ-ভারত দুই দলই কিছুটা দেরিতে মাঠে এসেছে।
কানপুরের স্থানীয় সময় সকাল ১০টায় ম্যাচ কর্মকর্তারা মাঠ পরিদর্শন করেছেন। মাঠের মধ্যে তিনটি সুপারসোপার মেশিন দিয়ে মাঠের ভেতরের অবশিষ্টাংশ পানি নিষ্কাশনের শেষ মুহূর্তের কাজ চলছে। ধারাভাষ্যকারের দায়িত্বে থাকা মুরালি কার্তিক ও বাংলাদেশি আতহার আলী খানকে নিয়ে উইকেট দেখে তথ্যচিত্র ধারণ করতে ব্যস্ত ম্যাচ সম্প্রচারের দায়িত্ব থাকা কর্মীরা। ম্যাচের রিজার্ভ আম্পায়ার বীরেন্দ্র শর্মা উইকেটে ও মাঠ প্রস্তুতির কাজ তত্ত্বাবধান করছেন। দ্বিতীয় দফায় স্থানীয় সময় দুপুর ১২টা মাঠের অবস্থা পর্যবেক্ষণ করতে আসবেন ম্যাচ কর্মকর্তারা।
উল্লেখ্য, কানপুর টেস্টে বেরসিক বৃষ্টিতে প্রথম ও দ্বিতীয় দিনের ছয় সেশনের প্রায় পাঁচ সেশন পুরো নষ্ট হয়েছে। খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। তাতে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করতে পেরেছে ১০৭ রান। উইকেটে মুমিনুল হক ৪০* ও মুশফিকুর রহিম ৬* নিয়ে অপরাজিত রয়েছেন।
সবশেষ খবর আজকের খেলাও পরিত্যক্ত। তৃতীয় দিনে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। দুপুরে রোদও উঠেছে। রোদ উঠলেও হ্যান্ডমাইকে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে দিনের খেলা পরিত্যক্ত হওয়ার বিষয় জানানো হয়। আউটফিল্ড ভেজা থাকলেও কেন ম্যাচ কর্মকর্তারা এত আগেভাগে এই সিদ্ধান্ত নিয়েছেন, সেটি খোলাসা করেননি। এটা নিয়েই অনেক ধোঁয়াশা তৈরি হয়েছে।

বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
২৪ মিনিট আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৩৮ মিনিট আগে
দারুণ ছুটছিলেন কিলিয়ান এমবাপ্পে। একের পর এক গোল করে রেকর্ড গড়ে যাচ্ছিলেন ফরাসি ফরোয়ার্ড। তাঁর এই সুসময়ে বাদ সাধল হাঁটুর চোট। এমবাপ্পের চোটে বড় দুশিন্তায় পড়ল রিয়াল মাদ্রিদ।
৩ ঘণ্টা আগে
দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল এক মাস। আইসিসির এই ইভেন্ট সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ চূড়ান্ত দল, কেউবা আবার প্রাথমিক দল ঘোষণা করেছে। একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
৪ ঘণ্টা আগে