
পাকিস্তানের মেয়েদের ২০২ রানের জবাবে ১৬০ রানেই নেই বাংলাদেশের সাত উইকেট। এখান থেকে ম্যাচটা জেতা কঠিনই ছিল বাংলাদেশের জন্য। সেই কঠিন কাজটাই কী দারুণভাবেই না করলেন রোমানা আহমেদ আর সালমা খাতুন। দুজনের অমীমাংসিত ৪২ রানের জুটিতে হারারেতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পাকিস্তান নারী দলকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
পাকিস্তানের ২০২ রানের জবাব দিতে নেমে ১০ রানেই মুর্শিদা খাতুনের উইকেট হারায় বাংলাদেশ। ৯ রান আসে মুর্শিদার ব্যাট থেকে। দ্রুত উইকেট হারানোত পর বাংলাদেশকে স্বপ্ন দেখান শারমিন আকতার ও ফারজানা আকতার। তবে উইকেট ধরে রাখলেও রানের চাকা সচল রাখতে পারেননি তাঁরা। ৮০ রানে শারমিনের বিদায়ে ভাঙে এই জুটি। ৩১ রান করে আউট হন তিনি। দ্রুত ফিরে যান নিগার ও ফারজানা। ফেরার আগে ফারজানা করেন ৪৫ রান। নিগার আউট হন ৪ রান করে।
তবে সপ্তম উইকেট জুটিতে বাংলাদেশের আশা হয়ে ছিলেন রুমানা আর সালমা। ম্যাচজয়ী ইনিংসে রুমানা ৪৪ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। ১১৩.৬৩ স্ট্রাইক রেটে তাঁর ইনিংসটি সাজানো ছিল ছয়টি চারে। রুমানার সঙ্গী সালমা অপরাজিত থাকেন ১৩ বলে ১৮ রান করে। তাঁর ইনিংসটি সাজানো ছিল দুই চারে।
এর আগে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার। দলীয় ১৪ রানেই প্রথম ধাক্কা খায় পাকিস্তান। ৬ রান করা আয়েশা জাফরকে রানআউটের ফাঁদে পেলেন ফাহিমা খাতুন। তবে পাকিস্তানের ইনিংসে বাংলাদেশের বোলাররা বড় ধস নামান ৪২-৪৯ রানের মধ্যে। পাকিস্তানকে ৪২ রানে রেখে তিন ব্যাটারকে ফিরিয়ে দেয় বাংলাদেশ। ২২ রান করা মুনিবা আলী ও কোনো রান না করা ওমামিয়া সোহাইলকে ফেরান রিতু মনি। আর ১২ রান করা অধিনায়ক জাভেরিয়া খানকে জাহানারার হাতে ক্যাচে পরিণত করেন নাহিদা আকতার। দলীয় ৪৯ রানে ফিরেন ইরাম জাভেদ। তাঁর ব্যাট থেকে আসে ৩ রান। ৪৯ রান ৫ উইকেট হারিয়ে পাকিস্তান তখন কাঁপছে।
এই বিপর্যয়ে পাকিস্তানের হাল ধরেন নিদা দার ও আলিয়া রিয়াজ। বাংলাদেশের বোলারদের সামলে দলকে ১৮৬ রানে নিয়ে যান তাঁরা। সালমার বলে ৮৭ রান করা নিদার বিদায়ে ভাঙে এ জুটি। ১১১ বলে ৮ চার ও ২ ছক্কায় এ রান করেন তিনি। ফাতিমা সানাকে দ্রুত ফিরিয়ে দেন রুমানা আহম্মেদ। ৬১ রানে অপরাজিত থাকেন আলিয়া। পাকিস্তান থামে ২০১ রানে।

পাকিস্তানের মেয়েদের ২০২ রানের জবাবে ১৬০ রানেই নেই বাংলাদেশের সাত উইকেট। এখান থেকে ম্যাচটা জেতা কঠিনই ছিল বাংলাদেশের জন্য। সেই কঠিন কাজটাই কী দারুণভাবেই না করলেন রোমানা আহমেদ আর সালমা খাতুন। দুজনের অমীমাংসিত ৪২ রানের জুটিতে হারারেতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পাকিস্তান নারী দলকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
পাকিস্তানের ২০২ রানের জবাব দিতে নেমে ১০ রানেই মুর্শিদা খাতুনের উইকেট হারায় বাংলাদেশ। ৯ রান আসে মুর্শিদার ব্যাট থেকে। দ্রুত উইকেট হারানোত পর বাংলাদেশকে স্বপ্ন দেখান শারমিন আকতার ও ফারজানা আকতার। তবে উইকেট ধরে রাখলেও রানের চাকা সচল রাখতে পারেননি তাঁরা। ৮০ রানে শারমিনের বিদায়ে ভাঙে এই জুটি। ৩১ রান করে আউট হন তিনি। দ্রুত ফিরে যান নিগার ও ফারজানা। ফেরার আগে ফারজানা করেন ৪৫ রান। নিগার আউট হন ৪ রান করে।
তবে সপ্তম উইকেট জুটিতে বাংলাদেশের আশা হয়ে ছিলেন রুমানা আর সালমা। ম্যাচজয়ী ইনিংসে রুমানা ৪৪ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। ১১৩.৬৩ স্ট্রাইক রেটে তাঁর ইনিংসটি সাজানো ছিল ছয়টি চারে। রুমানার সঙ্গী সালমা অপরাজিত থাকেন ১৩ বলে ১৮ রান করে। তাঁর ইনিংসটি সাজানো ছিল দুই চারে।
এর আগে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার। দলীয় ১৪ রানেই প্রথম ধাক্কা খায় পাকিস্তান। ৬ রান করা আয়েশা জাফরকে রানআউটের ফাঁদে পেলেন ফাহিমা খাতুন। তবে পাকিস্তানের ইনিংসে বাংলাদেশের বোলাররা বড় ধস নামান ৪২-৪৯ রানের মধ্যে। পাকিস্তানকে ৪২ রানে রেখে তিন ব্যাটারকে ফিরিয়ে দেয় বাংলাদেশ। ২২ রান করা মুনিবা আলী ও কোনো রান না করা ওমামিয়া সোহাইলকে ফেরান রিতু মনি। আর ১২ রান করা অধিনায়ক জাভেরিয়া খানকে জাহানারার হাতে ক্যাচে পরিণত করেন নাহিদা আকতার। দলীয় ৪৯ রানে ফিরেন ইরাম জাভেদ। তাঁর ব্যাট থেকে আসে ৩ রান। ৪৯ রান ৫ উইকেট হারিয়ে পাকিস্তান তখন কাঁপছে।
এই বিপর্যয়ে পাকিস্তানের হাল ধরেন নিদা দার ও আলিয়া রিয়াজ। বাংলাদেশের বোলারদের সামলে দলকে ১৮৬ রানে নিয়ে যান তাঁরা। সালমার বলে ৮৭ রান করা নিদার বিদায়ে ভাঙে এ জুটি। ১১১ বলে ৮ চার ও ২ ছক্কায় এ রান করেন তিনি। ফাতিমা সানাকে দ্রুত ফিরিয়ে দেন রুমানা আহম্মেদ। ৬১ রানে অপরাজিত থাকেন আলিয়া। পাকিস্তান থামে ২০১ রানে।

জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেসেখেলে জিতেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
বুলাওয়েতে গতকাল বিকেলে টসের সময় হাত মেলাননি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রে করমর্দন করেননি। সামাজিক মাধ্যমে মুহূর্তেই সেই ঘটনা ছড়িয়ে পড়ে। অনেকেই তখন গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের ‘নো হ্যান্ডশেক’ ঘটনার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।
২ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর নামের পাশে যুক্ত হতে পারত আরও একটি গোল। ১০০০ গোলের যে মিশনে তিনি নেমেছেন, তাতে এগিয়ে যেতে পারতেন আরও এক ধাপ। আল শাবাবের রক্ষণভাগে তিনি পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত গোলটা তিনি করতে পারেননি।
২ ঘণ্টা আগে
ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। ইন্দোরে আজ বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডে। আজ শেষ হবে বিপিএলের লিগ পর্ব। মিরপুরে বাংলাদেশ সময় বেলা ১টায় শুরু হবে রংপুর রাইডার্স-নোয়াখালী এক্সপ্রেস ম্যাচ।
৩ ঘণ্টা আগে