আজকের পত্রিকা ডেস্ক

রাহকিম কর্ণওয়ালকে দেখে মনে হচ্ছে তিনি ক্রিকেট নয়, এসেছেন যুদ্ধ করতে। হাতে ‘মুগুর’ সদৃশ ব্যাট নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আজ ঢাকায় এসেছেন ক্যারিবীয় ক্রিকেটার। তাঁকে নিয়ে সামাজিক মাধ্যমে মজার এক পোস্ট করেছে তাঁর ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্স।
বাংলাদেশ সময় আজ সকাল ৮টা ৩০ মিনিটে হোটেলে এসে ঢাকায় পৌঁছেছেন কর্ণওয়াল। ১৪০ কেজি ওজনের ক্যারিবীয় এই ব্যাটার যখন হোটেল ওয়েস্টিনে চেক-ইন করছেন, তখন তাঁর হাতে ‘মুগুর’ সদৃশ একটি ব্যাট তুলে দেওয়া হয়েছে। মুগুরের মতো ব্যাটটি এমকেএস কোম্পানির। চ্যাম্পিয়ন লেখা সাদা রংয়ের একটি পোশাক পরে বিশাল বপুর কর্ণওয়াল সেই ব্যাট হাতে নিয়ে চেক-ইন করেছেন। ফিফটি বা সেঞ্চুরির পর ব্যাটার যেভাবে উদযাপন করেন, তেমনটা করেছেন ক্যারিবীয় এই ক্রিকেটার। কর্ণওয়ালের চেক-ইন নিয়ে আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি রিলস বানিয়েছে সিলেট। ফ্র্যাঞ্চাইজিটি ক্যাপশন দিয়েছে, ‘তৈরি থাকুন ভয়ংকর এক তুফানের জন্য।’
কর্ণওয়ালের সঙ্গেই আজ এসেছেন সিলেটের আরেক বিদেশি পল স্টার্লিং। নিজের দিনে কতটা ভয়ংকর হতে পারেন স্টার্লিং, আইরিশ এই ক্রিকেটারের আগের খেলা দেখলে সেটা বুঝে যাওয়ার কথা। বিদেশিদের তালিকায় আরও আছেন আফগানিস্তানের সামিউল্লাহ শেনওয়ারি ও ইংল্যান্ডের রিস টপলি। ফ্র্যাঞ্চাইজিটিতে জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, জাকির হাসান, আরাফাত সানির মতো বাংলাদেশি তারকা ক্রিকেটাররা থাকছেন। মাশরাফি বিন মর্তুজা এবার না খেললেও তাঁর নাম রেখে দিয়েছে সিলেট।
চেক-ইনের আগে কর্ণওয়ালকে নিয়ে আরও একটি পোস্ট করেছিল সিলেট। ১০ সেকেন্ডের সেই ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘আগুনের স্ফুলিঙ্গ থেকে শুরু হবে ঝড়।আর অপেক্ষা নয়—রাহকিম কর্নওয়াল আসছেন প্রথমবারের মতো স্ট্রাইকার্সের হয়ে সব উড়িয়ে দিতে। তৈরি থাকুন ভয়ংকর এক তুফানের জন্য।’ ক্রিকেট, আগুনের গোলা, ঝড়ের ইমোজি ব্যবহার করেছিল ফ্র্যাঞ্চাইজিটি।
| প্রতিপক্ষ | তারিখ | ভেন্যু | ম্যাচ শুরু (বাংলাদেশ সময়) |
|---|---|---|---|
| রংপুর রাইডার্স | ৩১ ডিসেম্বর,২০২৪ | মিরপুর | সন্ধ্যা ৭টা |
| রংপুর রাইডার্স | ৬ জানুয়ারি,২০২৫ | সিলেট | বেলা ১টা ৩০ মিনিট |
| ফরচুন বরিশাল | ৭ জানুয়ারি,২০২৫ | সিলেট | সন্ধ্যা ৭টা |
| ঢাকা ক্যাপিটাল | ১০ জানুয়ারি,২০২৫ | সিলেট | সন্ধ্যা ৭টা ৩০ মিনিট |
| খুলনা টাইগার্স | ১২ জানুয়ারি,২০২৫ | সিলেট | বেলা ১টা ৩০ মিনিট |
| চিটাগং কিংস | ১৩ জানুয়ারি,২০২৫ | সিলেট | বেলা ১টা ৩০ মিনিট |
| দুর্বার রাজশাহী | ১৭ জানুয়ারি,২০২৫ | চট্টগ্রাম | বেলা ২টা |
| ঢাকা ক্যাপিটাল | ২০ জানুয়ারি,২০২৫ | চট্টগ্রাম | বেলা ১টা ৩০ মিনিট |
| খুলনা টাইগার্স | ২৩ জানুয়ারি,২০২৫ | চট্টগ্রাম | সন্ধ্যা ৭টা |
| ফরচুন বরিশাল | ২৬ জানুয়ারি,২০২৫ | মিরপুর | বেলা ১টা ৩০ মিনিট |
| দুর্বার রাজশাহী | ২৭ জানুয়ারি,২০২৫ | মিরপুর | সন্ধ্যা ৭টা |
| চিটাগং কিংস | ৩০ জানুয়ারি,২০২৫ | মিরপুর | সন্ধ্যা ৭টা |

রাহকিম কর্ণওয়ালকে দেখে মনে হচ্ছে তিনি ক্রিকেট নয়, এসেছেন যুদ্ধ করতে। হাতে ‘মুগুর’ সদৃশ ব্যাট নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আজ ঢাকায় এসেছেন ক্যারিবীয় ক্রিকেটার। তাঁকে নিয়ে সামাজিক মাধ্যমে মজার এক পোস্ট করেছে তাঁর ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্স।
বাংলাদেশ সময় আজ সকাল ৮টা ৩০ মিনিটে হোটেলে এসে ঢাকায় পৌঁছেছেন কর্ণওয়াল। ১৪০ কেজি ওজনের ক্যারিবীয় এই ব্যাটার যখন হোটেল ওয়েস্টিনে চেক-ইন করছেন, তখন তাঁর হাতে ‘মুগুর’ সদৃশ একটি ব্যাট তুলে দেওয়া হয়েছে। মুগুরের মতো ব্যাটটি এমকেএস কোম্পানির। চ্যাম্পিয়ন লেখা সাদা রংয়ের একটি পোশাক পরে বিশাল বপুর কর্ণওয়াল সেই ব্যাট হাতে নিয়ে চেক-ইন করেছেন। ফিফটি বা সেঞ্চুরির পর ব্যাটার যেভাবে উদযাপন করেন, তেমনটা করেছেন ক্যারিবীয় এই ক্রিকেটার। কর্ণওয়ালের চেক-ইন নিয়ে আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি রিলস বানিয়েছে সিলেট। ফ্র্যাঞ্চাইজিটি ক্যাপশন দিয়েছে, ‘তৈরি থাকুন ভয়ংকর এক তুফানের জন্য।’
কর্ণওয়ালের সঙ্গেই আজ এসেছেন সিলেটের আরেক বিদেশি পল স্টার্লিং। নিজের দিনে কতটা ভয়ংকর হতে পারেন স্টার্লিং, আইরিশ এই ক্রিকেটারের আগের খেলা দেখলে সেটা বুঝে যাওয়ার কথা। বিদেশিদের তালিকায় আরও আছেন আফগানিস্তানের সামিউল্লাহ শেনওয়ারি ও ইংল্যান্ডের রিস টপলি। ফ্র্যাঞ্চাইজিটিতে জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, জাকির হাসান, আরাফাত সানির মতো বাংলাদেশি তারকা ক্রিকেটাররা থাকছেন। মাশরাফি বিন মর্তুজা এবার না খেললেও তাঁর নাম রেখে দিয়েছে সিলেট।
চেক-ইনের আগে কর্ণওয়ালকে নিয়ে আরও একটি পোস্ট করেছিল সিলেট। ১০ সেকেন্ডের সেই ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘আগুনের স্ফুলিঙ্গ থেকে শুরু হবে ঝড়।আর অপেক্ষা নয়—রাহকিম কর্নওয়াল আসছেন প্রথমবারের মতো স্ট্রাইকার্সের হয়ে সব উড়িয়ে দিতে। তৈরি থাকুন ভয়ংকর এক তুফানের জন্য।’ ক্রিকেট, আগুনের গোলা, ঝড়ের ইমোজি ব্যবহার করেছিল ফ্র্যাঞ্চাইজিটি।
| প্রতিপক্ষ | তারিখ | ভেন্যু | ম্যাচ শুরু (বাংলাদেশ সময়) |
|---|---|---|---|
| রংপুর রাইডার্স | ৩১ ডিসেম্বর,২০২৪ | মিরপুর | সন্ধ্যা ৭টা |
| রংপুর রাইডার্স | ৬ জানুয়ারি,২০২৫ | সিলেট | বেলা ১টা ৩০ মিনিট |
| ফরচুন বরিশাল | ৭ জানুয়ারি,২০২৫ | সিলেট | সন্ধ্যা ৭টা |
| ঢাকা ক্যাপিটাল | ১০ জানুয়ারি,২০২৫ | সিলেট | সন্ধ্যা ৭টা ৩০ মিনিট |
| খুলনা টাইগার্স | ১২ জানুয়ারি,২০২৫ | সিলেট | বেলা ১টা ৩০ মিনিট |
| চিটাগং কিংস | ১৩ জানুয়ারি,২০২৫ | সিলেট | বেলা ১টা ৩০ মিনিট |
| দুর্বার রাজশাহী | ১৭ জানুয়ারি,২০২৫ | চট্টগ্রাম | বেলা ২টা |
| ঢাকা ক্যাপিটাল | ২০ জানুয়ারি,২০২৫ | চট্টগ্রাম | বেলা ১টা ৩০ মিনিট |
| খুলনা টাইগার্স | ২৩ জানুয়ারি,২০২৫ | চট্টগ্রাম | সন্ধ্যা ৭টা |
| ফরচুন বরিশাল | ২৬ জানুয়ারি,২০২৫ | মিরপুর | বেলা ১টা ৩০ মিনিট |
| দুর্বার রাজশাহী | ২৭ জানুয়ারি,২০২৫ | মিরপুর | সন্ধ্যা ৭টা |
| চিটাগং কিংস | ৩০ জানুয়ারি,২০২৫ | মিরপুর | সন্ধ্যা ৭টা |

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১০ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১০ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১১ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১২ ঘণ্টা আগে