নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাঠে ঢুকে বিতর্কিত ঘটনা ঘটিয়ে শাস্তি পাচ্ছেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। একই সঙ্গে শাস্তি পাচ্ছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। বিসিবি সূত্রে জানা গেছে, নিজেদের ভুল স্বীকার করায় অল্পতেই পার পাচ্ছেন দুজন।
সাকিব ও সোহানের জরিমানার অঙ্ক ম্যাচ ফির ১৫ শতাংশ হতে পারে বলে জানা গেছে। শাস্তি পেয়েছেন বরিশালের ওপেনার এনামুল হক বিজয়ও। তাঁর শাস্তি হচ্ছে আউট হয়েও মাঠ ছাড়তে অপারগতা এবং আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ানো। সাকিব ও সোহানের ঘটনা রংপুরের ইনিংসের প্রথম ওভারে।
রংপুর রাইডার্সের দেওয়া ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে ব্যাটিংয়ে নামেন বরিশালের দুই ওপেনার এনামুল হক বিজয় ও চতুরাঙ্গা ডি সিলভা। স্ট্রাইক নেওয়ার অপেক্ষায় ছিলেন ডি সিলভা। তবে অফ স্পিনার শেখ মেহেদীকে বোলিংয়ে দেখে সুবিধার জন্য বিজয়কে স্ট্রাইকে চেয়েছিলেন সাকিব। এ সময় রংপুরের অধিনায়ক সোহান 'ম্যাচ আপের' জন্য মেহেদীকে সরিয়ে বোলিংয়ে নিয়ে আসেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানকে।
বাঁহাতি স্পিনার দেখে আবার প্রান্ত বদল করে স্ট্রাইক নিতে চান চতুরাঙ্গা। ব্যাপারটা মানতে পারেননি সোহান। দুই ব্যাটার যখন প্রান্ত বদল করছেন, সোহান আম্পায়ারের কাছে যান। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে এই ঘটনা দেখছিলেন সাকিব। সেখানে কিছুক্ষণ চতুর্থ আম্পায়ারের সঙ্গে কথা বলে সমাধান না পেয়ে মাঠের ভেতরে ঢুকে পড়েন সাকিব।
মাঠেই আম্পায়ারের সঙ্গে খানিকক্ষণ তর্ক চলে সাকিবের। শেষ পর্যন্ত রাকিবুলকেই বোলিংয়ে রাখেন সোহান। স্ট্রাইকে থাকেন চতুরাঙ্গা। নিয়ম অনুযায়ী এভাবে মাঠে ঢুকতে পারেন না সাকিব। কোন বোলার বোলিং করবেন তা ঠিক হওয়ার পর ব্যাটাররা কে স্ট্রাইক নেবেন, সেটা ঠিক হয়। সাকিবের মতো নিয়ম মানেননি সোহানও। অন্যদিকে আউট হয়ে মাঠ ছাড়তে না চাওয়ার শাস্তি পাচ্ছেন বিজয়।

মাঠে ঢুকে বিতর্কিত ঘটনা ঘটিয়ে শাস্তি পাচ্ছেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। একই সঙ্গে শাস্তি পাচ্ছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। বিসিবি সূত্রে জানা গেছে, নিজেদের ভুল স্বীকার করায় অল্পতেই পার পাচ্ছেন দুজন।
সাকিব ও সোহানের জরিমানার অঙ্ক ম্যাচ ফির ১৫ শতাংশ হতে পারে বলে জানা গেছে। শাস্তি পেয়েছেন বরিশালের ওপেনার এনামুল হক বিজয়ও। তাঁর শাস্তি হচ্ছে আউট হয়েও মাঠ ছাড়তে অপারগতা এবং আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ানো। সাকিব ও সোহানের ঘটনা রংপুরের ইনিংসের প্রথম ওভারে।
রংপুর রাইডার্সের দেওয়া ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে ব্যাটিংয়ে নামেন বরিশালের দুই ওপেনার এনামুল হক বিজয় ও চতুরাঙ্গা ডি সিলভা। স্ট্রাইক নেওয়ার অপেক্ষায় ছিলেন ডি সিলভা। তবে অফ স্পিনার শেখ মেহেদীকে বোলিংয়ে দেখে সুবিধার জন্য বিজয়কে স্ট্রাইকে চেয়েছিলেন সাকিব। এ সময় রংপুরের অধিনায়ক সোহান 'ম্যাচ আপের' জন্য মেহেদীকে সরিয়ে বোলিংয়ে নিয়ে আসেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানকে।
বাঁহাতি স্পিনার দেখে আবার প্রান্ত বদল করে স্ট্রাইক নিতে চান চতুরাঙ্গা। ব্যাপারটা মানতে পারেননি সোহান। দুই ব্যাটার যখন প্রান্ত বদল করছেন, সোহান আম্পায়ারের কাছে যান। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে এই ঘটনা দেখছিলেন সাকিব। সেখানে কিছুক্ষণ চতুর্থ আম্পায়ারের সঙ্গে কথা বলে সমাধান না পেয়ে মাঠের ভেতরে ঢুকে পড়েন সাকিব।
মাঠেই আম্পায়ারের সঙ্গে খানিকক্ষণ তর্ক চলে সাকিবের। শেষ পর্যন্ত রাকিবুলকেই বোলিংয়ে রাখেন সোহান। স্ট্রাইকে থাকেন চতুরাঙ্গা। নিয়ম অনুযায়ী এভাবে মাঠে ঢুকতে পারেন না সাকিব। কোন বোলার বোলিং করবেন তা ঠিক হওয়ার পর ব্যাটাররা কে স্ট্রাইক নেবেন, সেটা ঠিক হয়। সাকিবের মতো নিয়ম মানেননি সোহানও। অন্যদিকে আউট হয়ে মাঠ ছাড়তে না চাওয়ার শাস্তি পাচ্ছেন বিজয়।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৭ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৮ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৯ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১৩ ঘণ্টা আগে