Ajker Patrika

বিশ্বকাপের চেয়ে সাকিবের ভাবনায় এখন চ্যাম্পিয়নস ট্রফি

বিশ্বকাপের চেয়ে সাকিবের ভাবনায় এখন চ্যাম্পিয়নস ট্রফি

বাংলাদেশের বিশ্বকাপ কার্যত শেষ। সেমিফাইনালের সম্ভাবনা একরকম শেষ হয়ে যাওয়ায় প্রথম পর্বের বাকি তিন ম্যাচ এক অর্থে নিছক আনুষ্ঠানিকতা। কিন্তু এসব ম্যাচ থেকেও দলের অর্জনের বাকি আছে মনে করেন সাকিব আল হাসান।

সেই ‘অর্জন’টা কী? বাকি তিন ম্যাচে ভালো করে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার জায়গা করে নেওয়া। কলকাতার ইডেন গার্ডেনসে পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ে নামার আগে আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব। সেখানে ম্যাচটিকে ‘গুরুত্বপূর্ণ’ আখ্যা দিয়ে বললেন, ‘আমাদের কাছে এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করা। আর এ জন্য আমাদের কাছে জয়ের বিকল্প নেই। আমরা এদিকেই মনোযোগ রাখছি।’

চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যতা অর্জনের জন্য বিশ্বকাপের পয়েন্ট টেবিলের ৮ নম্বরে থাকা লাগবে বাংলাদেশের। কিন্তু ৬ ম্যাচে ৫ হার নিয়ে পয়েন্ট টেবিলের ৯-এ অবস্থান দলের। সাকিব বলে গেলেন, ‘কত উপরের দিকে শেষ করা যায়, সেটাও তো একটা লক্ষ্য। আমরা যেভাবে প্রত্যাশা করেছিলাম, সেভাবে করতে পারিনি। তবে এখান থেকেও যদি যে কয়টা ম্যাচ আছে ভালোভাবে খেলতে পারি, ভালো ফলাফল আসে, তাহলে হয়তো স্বস্তি নিয়ে ফিরতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

শৈত্যপ্রবাহ বইতে পারে কয়েক দিন, কোথায় জানাল আবহাওয়া অফিস

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত