Ajker Patrika

জাল সার্টিফিকেটে চাকরিও খুইয়েছিলেন ভারতীয় অধিনায়ক 

আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১৬: ১৪
জাল সার্টিফিকেটে চাকরিও খুইয়েছিলেন ভারতীয় অধিনায়ক 

মিরপুরের ঘটনার পর চরম আলোচিত-সমালোচিত হারমানপ্রীত কৌর। ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক আলোচনায় আছেন দুদিন আগে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডের পর বিতর্কিত আচরণে। অবশ্য তাঁকে নিয়ে আলোচনা-সমালোচনা নতুন নয়। পাঁচ বছর আগেও এক বির্তকিত ঘটনায় আলোচনায় এসেছিলেন হারমানপ্রীত। 

২০১৮ সালে পাঞ্জাব পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট (ডিএসপি) পদে চাকরি করতেন হারমানপ্রীত। ভুয়া সার্টিফিকেটের কারণে হঠাৎই তাঁর চাকরি চলে যায়। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, চাকরির সময় সার্টিফিকেটে হারমানপ্রীত দেখিয়েছিলেন যে তিনি উত্তর প্রদেশের মিরাটের চৌধুরী চরণ সিং ইউনিভার্সিটি থেকে স্নাতক পাশ করেছেন। পরে যাচাইবাছাইয়ে জানা যায়, মিরাটের বিশ্ববিদ্যালয় তাঁকে (হারমানপ্রীত) তাদের ছাত্রী হিসেবে মেনে নিতে অস্বীকার করে। এরপর পাঞ্জাব রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের নেতৃত্বে এই কেস যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় হারমানপ্রীতকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছিল। 

গত পরশু মিরপুরে হয়েছিল বাংলাদেশ-ভারত নারী ক্রিকেটের তৃতীয় ওয়ানডে। ভারতের ব্যাটিং ইনিংসের ৩৪ তম ওভারের ঘটনা। ওভারের চতুর্থ বলে নাহিদা আক্তারকে সুইপ করতে গিয়েছিলেন হারমানপ্রীত। ব্যাটের কানায় লেগে ফাহিমা খাতুনের ক্যাচ হন। ভারতীয় অধিনায়ক মাঠেই ক্ষোভে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেন। আউট হয়ে কড়া প্রতিক্রিয়া দেখানোও তাঁর নতুন নয়। সর্বশেষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে রানআউট হয়ে হতাশায় মাঠেই ব্যাট ছুড়ে মেরেছিলেন তিনি। 

বাংলাদেশের বিপক্ষে হারমানপ্রীতের সর্বশেষ আচরণ ও শিষ্টাচারবহির্ভূত মন্তব্য ইতিবাচকভাবে নেয়নি স্বয়ং ভারতীয়দেরও। সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সংবাদমাধ্যমে ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়কের বিরুদ্ধে নানা মন্তব্য করতে দেখা যাচ্ছে তাদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভিন্ন পরিচয়ে নির্বাচনে আ.লীগ

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

সাফল্য পেতে বছরের শুরু থেকে বাদ দিন এই ৭ অভ্যাস

জামায়াত আমিরের ‘গোপন বৈঠক’ নিয়ে সংবাদ, ক্ষোভ প্রকাশ সারজিসের

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত