
আন্তর্জাতিকে ক্রিকেট থেকে বিদায় নিলেন কলিন ডি গ্র্যান্ডহোম। নিউজিল্যান্ড অলরাউন্ডার অবসর নেওয়ার কারণ জানিয়েছেন, চোট ও সব সংস্করণে জাতীয় দলের প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যাওয়ায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।
এক বিবৃতি দিয়ে গ্র্যান্ডহোমের অবসর নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। তিন সংস্করণে প্রচুর খেলা, জাতীয় দলের প্রতিদ্বন্দ্বিতা, বয়স, চোট ও পরিবারকে সময় দেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন এই কিউই অলরাউন্ডার। তিনি বলেছেন, ‘মানতে হবে যে আমার বয়স কমছে না। দিনে দিনে অনুশীলনটা কঠিন হয়ে উঠছে। বিশেষ করে চোটের কারণে। আমার পরিবারও বৃদ্ধি পাচ্ছে। তাই ক্রিকেট-পরবর্তী ভবিষ্যৎ কেমন হবে তা বোঝার চেষ্টা করছি। গত কয়েক সপ্তাহ ধরে এসব নিয়েই ভাবছিলাম।’
জিম্বাবুয়ের হারারেতে জন্ম নেওয়া গ্র্যান্ডহোমের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ২০১২ সালে নিউজিল্যান্ডের হয়ে। জিম্বাবুয়ের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও খেলেছেন তিনি। সে যাই হোক, কিউইদের হয়ে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের বয়স ১০ বছরের। নিউজিল্যান্ডের হয়ে খেলতে পারাকে ভাগ্যবান হিসেবে মনে করেছেন তিনি। ৩৬ বছর বয়সী অলরাউন্ডার বলেছেন, ‘ব্ল্যাক ক্যাপসদের হয়ে খেলার সুযোগ পাওয়ায় আমি যথেষ্ট ভাগ্যবান। আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে খুবই গর্বিত। তবে মনে করি, বিদায় নেওয়ার এটিই সঠিক সময়।’
গ্র্যান্ডহোমের বিদায় নেওয়াতে হতাশা প্রকাশ করেছেন দলটির প্রধান কোচ গ্যারি স্টিড। তিনি বলেছেন, ‘ব্ল্যাক ক্যাপসদের অনেক বড় অর্জনে কলিনের বিশাল অবদান রয়েছে। ব্যাটিংয়ে অসীম শক্তি ও বোলিং দক্ষতায় সে নিজেকে ম্যাচ বিজয়ী হিসেবে তুলে ধরেছিল। যেকোনো দলের জন্যই সে বড় সম্পদ।’
কিছুদিন আগে বিগ ব্যাশে সুযোগ পাওয়ার সময় গ্রান্ডহোমের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে আলোচনা হচ্ছিল। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে তাঁকে অনাওপত্তি দেওয়া হতো না বলে এমনটা শোনা যাচ্ছিল। কেননা, দলের কেন্দ্রীয় চুক্তিতে থাকা অবস্থায় কোনো ক্রিকেটার জাতীয় দল ও নিজ দেশের ঘরোয়া ক্রিকেটের বাইরে খেলতে পারবে না। তবে সব জল্পনা-কল্পনা দূরে ঠেলে বিদায় জানালেন আন্তর্জাতিক ক্রিকেটকে। এখন থেকে নিশ্চিন্তে খেলতে পারবেন ফ্র্যাঞ্চাইজি লিগগুলো। সে হিসাবে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে বিগ ব্যাশ খেলতে আর কোনো বাধা থাকল না।
২৯ টেস্টে ১৪৩২ রানের সঙ্গে ৪৯ উইকেট নিয়েছেন গ্র্যান্ডহোম। তিনি দুটি সেঞ্চুরির বিপরীতে করেছেন আট ফিফটি। গত বছর ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী সদস্য ছিলেন তিনি। কিউই অলরাউন্ডার ৪৫ ওয়ানডেতে করছেন ৭৪২ রান। সঙ্গে বোলিংয়ে ৩০ উইকেট নিয়েছেন তিনি। আর সংক্ষিপ্ত সংস্করণে করেছেন ৫০৫ রান ৪১ টি-টোয়েন্টিতে। উইকেট নিয়েছেন ৩০টি।

আন্তর্জাতিকে ক্রিকেট থেকে বিদায় নিলেন কলিন ডি গ্র্যান্ডহোম। নিউজিল্যান্ড অলরাউন্ডার অবসর নেওয়ার কারণ জানিয়েছেন, চোট ও সব সংস্করণে জাতীয় দলের প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যাওয়ায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।
এক বিবৃতি দিয়ে গ্র্যান্ডহোমের অবসর নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। তিন সংস্করণে প্রচুর খেলা, জাতীয় দলের প্রতিদ্বন্দ্বিতা, বয়স, চোট ও পরিবারকে সময় দেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন এই কিউই অলরাউন্ডার। তিনি বলেছেন, ‘মানতে হবে যে আমার বয়স কমছে না। দিনে দিনে অনুশীলনটা কঠিন হয়ে উঠছে। বিশেষ করে চোটের কারণে। আমার পরিবারও বৃদ্ধি পাচ্ছে। তাই ক্রিকেট-পরবর্তী ভবিষ্যৎ কেমন হবে তা বোঝার চেষ্টা করছি। গত কয়েক সপ্তাহ ধরে এসব নিয়েই ভাবছিলাম।’
জিম্বাবুয়ের হারারেতে জন্ম নেওয়া গ্র্যান্ডহোমের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ২০১২ সালে নিউজিল্যান্ডের হয়ে। জিম্বাবুয়ের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও খেলেছেন তিনি। সে যাই হোক, কিউইদের হয়ে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের বয়স ১০ বছরের। নিউজিল্যান্ডের হয়ে খেলতে পারাকে ভাগ্যবান হিসেবে মনে করেছেন তিনি। ৩৬ বছর বয়সী অলরাউন্ডার বলেছেন, ‘ব্ল্যাক ক্যাপসদের হয়ে খেলার সুযোগ পাওয়ায় আমি যথেষ্ট ভাগ্যবান। আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে খুবই গর্বিত। তবে মনে করি, বিদায় নেওয়ার এটিই সঠিক সময়।’
গ্র্যান্ডহোমের বিদায় নেওয়াতে হতাশা প্রকাশ করেছেন দলটির প্রধান কোচ গ্যারি স্টিড। তিনি বলেছেন, ‘ব্ল্যাক ক্যাপসদের অনেক বড় অর্জনে কলিনের বিশাল অবদান রয়েছে। ব্যাটিংয়ে অসীম শক্তি ও বোলিং দক্ষতায় সে নিজেকে ম্যাচ বিজয়ী হিসেবে তুলে ধরেছিল। যেকোনো দলের জন্যই সে বড় সম্পদ।’
কিছুদিন আগে বিগ ব্যাশে সুযোগ পাওয়ার সময় গ্রান্ডহোমের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে আলোচনা হচ্ছিল। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে তাঁকে অনাওপত্তি দেওয়া হতো না বলে এমনটা শোনা যাচ্ছিল। কেননা, দলের কেন্দ্রীয় চুক্তিতে থাকা অবস্থায় কোনো ক্রিকেটার জাতীয় দল ও নিজ দেশের ঘরোয়া ক্রিকেটের বাইরে খেলতে পারবে না। তবে সব জল্পনা-কল্পনা দূরে ঠেলে বিদায় জানালেন আন্তর্জাতিক ক্রিকেটকে। এখন থেকে নিশ্চিন্তে খেলতে পারবেন ফ্র্যাঞ্চাইজি লিগগুলো। সে হিসাবে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে বিগ ব্যাশ খেলতে আর কোনো বাধা থাকল না।
২৯ টেস্টে ১৪৩২ রানের সঙ্গে ৪৯ উইকেট নিয়েছেন গ্র্যান্ডহোম। তিনি দুটি সেঞ্চুরির বিপরীতে করেছেন আট ফিফটি। গত বছর ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী সদস্য ছিলেন তিনি। কিউই অলরাউন্ডার ৪৫ ওয়ানডেতে করছেন ৭৪২ রান। সঙ্গে বোলিংয়ে ৩০ উইকেট নিয়েছেন তিনি। আর সংক্ষিপ্ত সংস্করণে করেছেন ৫০৫ রান ৪১ টি-টোয়েন্টিতে। উইকেট নিয়েছেন ৩০টি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৫ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৫ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৭ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১০ ঘণ্টা আগে