
যে অন্ধকার গলির খবর আইসিসিকে না জানিয়ে বড় শাস্তি পেয়েছিলেন সাকিব আল হাসান, সেই গলিতে সন্ধান মিলল হিথ স্ট্রিকের! পরশু বাংলাদেশের সাবেক বোলিং কোচকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।
ক্রিকেট জুয়াড়ি দীপক আগারওয়ালের কাছে দলের ভেতরের তথ্য পাচারের অভিযোগ প্রমাণিত হয়েছে স্ট্রিকের বিরুদ্ধে। এই আগারওয়ালের ফাঁদে পা দিয়ে এক বছরের নিষেধাজ্ঞায় পড়েছিলেন সাকিব। সাকিব–আগারওয়াল–স্ট্রিক—সবই কি এক সুতোয় গাঁথা?
জানা গেছে, ২০১৭ সালের সেপ্টেম্বরে আগারওয়াল প্রথমে স্ট্রিকের সঙ্গে যোগাযোগ করেন। জিম্বাবুয়েতে একটি টি–টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের আলোচনা দিয়ে শুরু হয় যোগাযোগ। তাঁদের এই যোগাযোগ চলে আরও ১৫ মাস।
সাকিবের নিষেধাজ্ঞার সময়ই জানা গিয়েছিল, আগারওয়ালকে সাকিবের নাম্বার দিয়েছেন তাঁরই কাছের কেউ। তখন এ বিষয়ে কিছু জানায়নি আইসিসি।
বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে স্ট্রিকের নামটা খুব ভালোভাবেই জড়িয়ে। তাঁর অধীনেই বাংলাদেশের পেস বোলিং বিভাগটা ভালো করতে শুরু করে। স্ট্রিকের সঙ্গে বাংলাদেশের খেলোয়াড়দের ভালো সখ্য থাকা তাই অস্বাভাবিক নয়। সাকিবের নাম্বার দিয়েছেন কে, এটি খোঁজ করতে গিয়ে আইসিসির নজরে আসেন সাবেক এই অলরাউন্ডার।
২০১৭ বিপিএলে আগারওয়াল স্ট্রিকের কাছে দলের ভেতরের তথ্য, বিশেষ করে কোন দল জিততে পারে, অধিনায়ক, মালিক এবং খেলোয়াড়দের ব্যাপারে জানতে চান। স্ট্রিক তিনজন খেলোয়াড়ের ব্যাপারে বিস্তারিত তথ্য দেন। যদিও স্ট্রিক জানতেন আগারওয়াল এই খেলোয়াড়দের কাছে দলের ভেতরের তথ্য জানতে চাইবেন। তিনজনের ভেতর দুজনের সঙ্গে স্ট্রিক আগারওয়ালের ব্যাপারে নিজ থেকে কথা বলেন। যার মধ্যে একজন বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন।
বিপিএল চলার সময় ২০১৭ সালের নভেম্বরে আগারওয়াল প্রথম সাকিবের সঙ্গে যোগাযোগ করেন। তখন বিপিএলে ঢাকা ডাইনামাইটসের অধিনায়ক ছিলেন সাকিব। বিপিএল শেষ হতেই পরের বছর অর্থাৎ ২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশ, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু হয়। সেখানে জিম্বাবুয়ের কোচ ছিলেন স্ট্রিক। সে সিরিজে আগারওয়াল সাকিবকে দলের ভেতরের তথ্য চেয়ে মেসেজ পাঠান।
একই বছরের ২৬ এপ্রিল আবারও সাকিবকে মেসেজ পাঠান আগারওয়াল। ভারতীয় জুয়াড়ির সঙ্গে যোগাযোগের এসব তথ্য আইসিসিকে না জানিয়ে নিষিদ্ধ হন সাকিব।

যে অন্ধকার গলির খবর আইসিসিকে না জানিয়ে বড় শাস্তি পেয়েছিলেন সাকিব আল হাসান, সেই গলিতে সন্ধান মিলল হিথ স্ট্রিকের! পরশু বাংলাদেশের সাবেক বোলিং কোচকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।
ক্রিকেট জুয়াড়ি দীপক আগারওয়ালের কাছে দলের ভেতরের তথ্য পাচারের অভিযোগ প্রমাণিত হয়েছে স্ট্রিকের বিরুদ্ধে। এই আগারওয়ালের ফাঁদে পা দিয়ে এক বছরের নিষেধাজ্ঞায় পড়েছিলেন সাকিব। সাকিব–আগারওয়াল–স্ট্রিক—সবই কি এক সুতোয় গাঁথা?
জানা গেছে, ২০১৭ সালের সেপ্টেম্বরে আগারওয়াল প্রথমে স্ট্রিকের সঙ্গে যোগাযোগ করেন। জিম্বাবুয়েতে একটি টি–টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের আলোচনা দিয়ে শুরু হয় যোগাযোগ। তাঁদের এই যোগাযোগ চলে আরও ১৫ মাস।
সাকিবের নিষেধাজ্ঞার সময়ই জানা গিয়েছিল, আগারওয়ালকে সাকিবের নাম্বার দিয়েছেন তাঁরই কাছের কেউ। তখন এ বিষয়ে কিছু জানায়নি আইসিসি।
বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে স্ট্রিকের নামটা খুব ভালোভাবেই জড়িয়ে। তাঁর অধীনেই বাংলাদেশের পেস বোলিং বিভাগটা ভালো করতে শুরু করে। স্ট্রিকের সঙ্গে বাংলাদেশের খেলোয়াড়দের ভালো সখ্য থাকা তাই অস্বাভাবিক নয়। সাকিবের নাম্বার দিয়েছেন কে, এটি খোঁজ করতে গিয়ে আইসিসির নজরে আসেন সাবেক এই অলরাউন্ডার।
২০১৭ বিপিএলে আগারওয়াল স্ট্রিকের কাছে দলের ভেতরের তথ্য, বিশেষ করে কোন দল জিততে পারে, অধিনায়ক, মালিক এবং খেলোয়াড়দের ব্যাপারে জানতে চান। স্ট্রিক তিনজন খেলোয়াড়ের ব্যাপারে বিস্তারিত তথ্য দেন। যদিও স্ট্রিক জানতেন আগারওয়াল এই খেলোয়াড়দের কাছে দলের ভেতরের তথ্য জানতে চাইবেন। তিনজনের ভেতর দুজনের সঙ্গে স্ট্রিক আগারওয়ালের ব্যাপারে নিজ থেকে কথা বলেন। যার মধ্যে একজন বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন।
বিপিএল চলার সময় ২০১৭ সালের নভেম্বরে আগারওয়াল প্রথম সাকিবের সঙ্গে যোগাযোগ করেন। তখন বিপিএলে ঢাকা ডাইনামাইটসের অধিনায়ক ছিলেন সাকিব। বিপিএল শেষ হতেই পরের বছর অর্থাৎ ২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশ, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু হয়। সেখানে জিম্বাবুয়ের কোচ ছিলেন স্ট্রিক। সে সিরিজে আগারওয়াল সাকিবকে দলের ভেতরের তথ্য চেয়ে মেসেজ পাঠান।
একই বছরের ২৬ এপ্রিল আবারও সাকিবকে মেসেজ পাঠান আগারওয়াল। ভারতীয় জুয়াড়ির সঙ্গে যোগাযোগের এসব তথ্য আইসিসিকে না জানিয়ে নিষিদ্ধ হন সাকিব।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৮ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৯ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
১০ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১৩ ঘণ্টা আগে