
ফর্মটা পক্ষে কথা বলছিল না চেতেশ্বর পূজারার। সদ্য শেষ হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি। ফর্মহীনতায় ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়লেন পূজারা। অন্যদিকে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এবারের আইপিএলে খেলা মুকেশ কুমার।
ওয়েস্ট ইন্ডিজ সফরকে সামনে রেখে টেস্ট ও ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ভারত। টেস্টের দল ১৬ সদস্যের আর ওয়ানডে দলে আছেন ১৭ ক্রিকেটার। টেস্টে প্রথমবারের মতো ডাক পেয়েছেন মুকেশ, রুতুরাজ গায়কোয়াড ও যশস্বী জয়সওয়াল। দিল্লি ক্যাপিটালসের হয়ে এবারের আইপিএলে ১০ ম্যাচ খেলেন মুকেশ। আইপিএলে প্রথমবার খেলে ১০.৫২ ইকোনমিতে নিয়েছেন ৭ উইকেট।
টেস্ট দল থেকে মোহাম্মদ শামিকে দেওয়া হয়েছে বিশ্রাম। উমেশ যাদবকেও বাদ দেওয়া হয়েছে। দলে ফিরেছেন নবদীপ সাইনি। টেস্টের সহ অধিনায়ক আজিঙ্কা রাহানে। মুকেশ ডাক পেয়েছেন ওয়ানডে দলেও। ওয়ানডেতে ফিরেছেন সঞ্জু স্যামসন ও গায়কোয়াড। ওয়ানডেতে একমাত্র ম্যাচ গায়কোয়াড খেলেন গত বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ওয়ানডে দলের সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া। টেস্ট, ওয়ানডে-দুই দলেরই অধিনায়ক রোহিত শর্মা। রোহিত, মুকেশ, গায়কোয়াড তো টেস্ট, ওয়ানডে দুটি দলে আছেনই, এদের সঙ্গে বিরাট কোহলি, গায়কোয়াড, ইশান কিষাণ, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, জয়দেব উনাদকাট আছেন দুই দলে। ১২ ও ২০ জুলাই হবে ওয়েস্ট ইন্ডিজ-ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজ। আর ২৭ জুলাই, ২৯ জুলাই ও ১ আগস্ট হবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
ভারতের টেস্ট দল:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, ইশান কিষাণ, আজিঙ্কা রাহানে, রুতুরাজ গায়কোয়াড, যশস্বী জয়সওয়াল, শ্রীকর ভরত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট, নবদীপ সাইনি।
ভারতের ওয়ানডে দল:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, যুজভেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জয়দেব উনাদকাট, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক ও মুকেশ কুমার।

ফর্মটা পক্ষে কথা বলছিল না চেতেশ্বর পূজারার। সদ্য শেষ হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি। ফর্মহীনতায় ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়লেন পূজারা। অন্যদিকে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এবারের আইপিএলে খেলা মুকেশ কুমার।
ওয়েস্ট ইন্ডিজ সফরকে সামনে রেখে টেস্ট ও ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ভারত। টেস্টের দল ১৬ সদস্যের আর ওয়ানডে দলে আছেন ১৭ ক্রিকেটার। টেস্টে প্রথমবারের মতো ডাক পেয়েছেন মুকেশ, রুতুরাজ গায়কোয়াড ও যশস্বী জয়সওয়াল। দিল্লি ক্যাপিটালসের হয়ে এবারের আইপিএলে ১০ ম্যাচ খেলেন মুকেশ। আইপিএলে প্রথমবার খেলে ১০.৫২ ইকোনমিতে নিয়েছেন ৭ উইকেট।
টেস্ট দল থেকে মোহাম্মদ শামিকে দেওয়া হয়েছে বিশ্রাম। উমেশ যাদবকেও বাদ দেওয়া হয়েছে। দলে ফিরেছেন নবদীপ সাইনি। টেস্টের সহ অধিনায়ক আজিঙ্কা রাহানে। মুকেশ ডাক পেয়েছেন ওয়ানডে দলেও। ওয়ানডেতে ফিরেছেন সঞ্জু স্যামসন ও গায়কোয়াড। ওয়ানডেতে একমাত্র ম্যাচ গায়কোয়াড খেলেন গত বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ওয়ানডে দলের সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া। টেস্ট, ওয়ানডে-দুই দলেরই অধিনায়ক রোহিত শর্মা। রোহিত, মুকেশ, গায়কোয়াড তো টেস্ট, ওয়ানডে দুটি দলে আছেনই, এদের সঙ্গে বিরাট কোহলি, গায়কোয়াড, ইশান কিষাণ, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, জয়দেব উনাদকাট আছেন দুই দলে। ১২ ও ২০ জুলাই হবে ওয়েস্ট ইন্ডিজ-ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজ। আর ২৭ জুলাই, ২৯ জুলাই ও ১ আগস্ট হবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
ভারতের টেস্ট দল:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, ইশান কিষাণ, আজিঙ্কা রাহানে, রুতুরাজ গায়কোয়াড, যশস্বী জয়সওয়াল, শ্রীকর ভরত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট, নবদীপ সাইনি।
ভারতের ওয়ানডে দল:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, যুজভেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জয়দেব উনাদকাট, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক ও মুকেশ কুমার।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১২ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১২ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৭ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৭ ঘণ্টা আগে