Ajker Patrika

ভারতের হিন্দু মহাসভার হুমকির জবাব দিল বিসিবি

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৮: ২৫
ভারতের হিন্দু মহাসভার হুমকির জবাব দিল বিসিবি

পাকিস্তানকে ধবলধোলাই করে চনমনে নাজমুল হোসেন শান্তরা প্রস্তুতি নিতে শুরু করেছেন এবার ভারত সিরিজের। ১৫ সেপ্টেম্বর ভারতের উদ্দেশে উড়ান ধরার কথা তাঁদের। তার ঠিক আগ মুহূর্তে বিতর্কের ডালপালা মেলেছে। ভারতের রাজনৈতিক সংগঠন হিন্দু মহাসভা কানপুরে বাংলাদেশ-ভারতের দ্বিতীয় টেস্ট ও গোয়ালিয়রের টি-টোয়েন্টি ম্যাচটি না হতে দেওয়ার হুমকি দিয়েছে। 

মূলত বাংলাদেশে হিন্দুদের ওপর সহিংসতার অভিযোগ এবং এর প্রতিবাদে হিন্দু মহাসভা ম্যাচ না হতে দেওয়ার হুমকি দিয়েছে বলে প্রতিবেদন করেছে ভারতীয় সংবাদমাধ্যম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য হুমকির বিষয়টি নিয়ে চিন্তিত নয়। আজ এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, ‘না এ রকম সব সময় সব দেশের খেলাতে প্রায় থাকে। আমার মনে হয় না, এটা বড় কোনো  হুমকি। আমাদের সফরের যেভাবে পরিকল্পনা করা আছে, সেভাবেই আমরা করব।’ 

সেপ্টেম্বর-অক্টোবরে ভারত সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবেন শান্ত-লিটন দাসরা। ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইতে শুরু হবে বাংলাদেশ-ভারতের প্রথম টেস্ট। ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট। বিসিসিআইয়ের ঘনিষ্ঠ সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভ জানিয়েছে, কানপুরে দ্বিতীয় টেস্টে না হতে দেওয়ার হুমকি দিয়েছে হিন্দু মহাসভা। এমন হুমকিতে চিন্তায় ফেলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকেও (বিসিসিআই)। এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের কথা শোনা না গেলেও গুঞ্জন রয়েছে, পরিবর্তন হতে পারে ভেন্যু। সে ক্ষেত্রে কানপুর থেকে দ্বিতীয় টেস্ট মধ্যপ্রদেশের ইন্দোরে সরিয়ে নেওয়ার কথা ভাবছে বিসিসিআই। 

এর আগে হিন্দু মহাসভার হুমকি এসেছিল টি-টোয়েন্টি ম্যাচে। বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল ধর্মশালায়। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের স্টেডিয়ামের ড্রেসিংরুমের সংস্কারকাজের জন্য ম্যাচটি সরিয়ে নেওয়ার অনুরোধ করে। বিসিসিআই তাদের অনুরোধে ম্যাচটি ধর্মশালা থেকে সরিয়ে পরে গোয়ালিয়রে নিয়ে যায়। 

আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের বাড়ি কিংবা মন্দিরে হামলার অভিযোগে এমন হুমকি দেয় ভারতীয় হিন্দু সংগঠনটি। ৬ অক্টোবর গোয়ালিয়রে হতে যাওয়া প্রথম টি-টোয়েন্টির বিরোধিতা করবেন বলে জানিয়েছিলেন হিন্দু মহাসভার সহসভাপতি ডা. জয়বীর ভরদ্বাজ। 

গত ২৪ আগস্ট ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে ভরদ্বাজ বলেছিলেন, ‘বাংলাদেশে হিন্দুদের গণহত্যা করা হচ্ছে, মন্দির ধ্বংস করা হচ্ছে। তাই হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিয়েছে যে গোয়ালিয়রে ভারত-বাংলাদেশ ক্রিকেট ম্যাচের বিরোধিতা করা হবে। শান্তি বজায় রাখার জন্য ম্যাচটি বাতিল করা উচিত। কারণ, অন্যথায় দেশে অশান্তি হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত