Ajker Patrika

নিউজিল্যান্ডের প্রস্তাবে সায় দিল বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজিল্যান্ডের প্রস্তাবে সায় দিল বিসিবি

বিশ্বকাপের পরপরই টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। তবে দলের অনেক ক্রিকেটারই খেলছেন বিশ্বকাপে। তাই দুই টেস্ট সিরিজের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচটি খেলতে চায় না নিউজিল্যান্ড। টানা লম্বা সময়ের বিশ্বকাপ শেষে ক্লান্তি বাড়াতে চায় না কিউইরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) প্রস্তুতি ম্যাচটি বাদ দেওয়ার অনুরোধ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। ২১ নভেম্বর বাংলাদেশে আসার কথা কেন উইলিয়ামসনদের। ২৩ ও ২৪ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তাঁদের দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল।

বিসিবি সূত্র জানিয়েছে, নিউজিল্যান্ডের প্রস্তাবে সায় দিয়েছে তারা। বাতিল করেছে প্রস্তুতি ম্যাচ। ২৮ নভেম্বর সিলেটে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম টেস্ট। ৬ ডিসেম্বর থেকে মিরপুরে হবে দ্বিতীয় টেস্ট। ২০১৩ সালের পর প্রথমবার বাংলাদেশ সফরে টেস্ট খেলবে নিউজিল্যান্ড। ১০ বছর আগের সিরিজে ড্র হয়েছিল দুটি টেস্টই।

আগামী পরশু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড। বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর আহমেদাবাদে। যদি ফাইনালে ওঠে কিউইরা, সে ক্ষেত্রে বাংলাদেশে এসে প্রস্তুতি ম্যাচ খেলা কার্যত কঠিনই হাওয়ার কথা তাদের।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের প্রথম সিরিজ এটি। এরপর তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে ডিসেম্বরে ফিরতি সফরে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত