নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ওয়ানডে সংস্করণে ভালো করেই দলে ফিরেছিলেন এনামুল হক বিজয়। সুযোগ পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। সেই সিরিজে অবশ্য ভালো করতে পারেননি তিনি। জায়গা পাননি উইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে। যে সংস্করণে ভালো করে দলে জায়গা পেয়েছেন সেখানে বিজয় সুযোগ না পাওয়ায় বিস্মিত হয়েছেন অনেকেই। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালকেও শুনতে হয়েছে একই প্রশ্ন। তামিম অবশ্য বিজয়ের জায়গায় নাজমুল হোসেন শান্ত রাখার পক্ষে যুক্তি দিয়েছেন।
১৫০ রান তাড়া করতে নেমে ৩৭ রানের ইনিংস খেলেছেন শান্ত। তাঁকে দলে রাখা নিয়ে তামিম বলেছেন, ‘আমার মনে হয় আমাদের সিদ্ধান্ত সঠিক ছিল। যদিও এনামুল (বিজয়) ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলে সম্প্রতি দলে এসেছে। তবে আমি যদি শান্তর জায়গায় বিজয়কে খেলাতাম এর মানে হতো শেষ তিন সিরিজে আমরা ভুল ছিলাম। কেন তাহলে আমরা শেষ তিন সিরিজে শান্তকে টেনেছি? কাউকে দলে খেলাচ্ছি এর মধ্যে হঠাৎ করে একজন আসল তাকে আমরা খেলিয়ে দিলাম, এভাবে আমি ব্যক্তিগতভাবে চিন্তা করি না। আমার মনে হয় আমরা সঠিক সিদ্ধান্তই নিয়েছি।’
শান্তকে দলে টানলেও তাঁর জন্যও সতর্ক বার্তা দিয়েছেন তামিম। তিনি আরও বলেছেন, ‘এমন সুযোগ সব সময় আসবে। সাকিব, মুশফিক, ইয়াসির ফিরলে তো ওর সম্ভাবনা কমে যাবে। তাই সুযোগ কাজে লাগানো জরুরি।’
দারুণ জয়ে সিরিজ শুরু করলেও নিজেদের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন তামিম। বাংলাদেশ অধিনায়ক আরও যোগ করে বলেন, ‘ভালো দলের বিপক্ষে এই ধরনের ক্যাচ ছাড়াটা মূল্যবান হয়ে দাঁড়াবে। অধিনায়ক হওয়ার পর থেকেই এটা নিয়ে চিন্তার কথা বলেছি। এটা বন্ধ হতে হবে। এই ধরনের ভুল কমাতে হবে। ক্যাচগুলো ধরতে পারলে হয়তো এ ম্যাচে ১১৫ রান তাড়া করতে হতো। সমস্যা কোথায় খুঁজে বের করতে হবে।’

ওয়ানডে সংস্করণে ভালো করেই দলে ফিরেছিলেন এনামুল হক বিজয়। সুযোগ পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। সেই সিরিজে অবশ্য ভালো করতে পারেননি তিনি। জায়গা পাননি উইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে। যে সংস্করণে ভালো করে দলে জায়গা পেয়েছেন সেখানে বিজয় সুযোগ না পাওয়ায় বিস্মিত হয়েছেন অনেকেই। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালকেও শুনতে হয়েছে একই প্রশ্ন। তামিম অবশ্য বিজয়ের জায়গায় নাজমুল হোসেন শান্ত রাখার পক্ষে যুক্তি দিয়েছেন।
১৫০ রান তাড়া করতে নেমে ৩৭ রানের ইনিংস খেলেছেন শান্ত। তাঁকে দলে রাখা নিয়ে তামিম বলেছেন, ‘আমার মনে হয় আমাদের সিদ্ধান্ত সঠিক ছিল। যদিও এনামুল (বিজয়) ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলে সম্প্রতি দলে এসেছে। তবে আমি যদি শান্তর জায়গায় বিজয়কে খেলাতাম এর মানে হতো শেষ তিন সিরিজে আমরা ভুল ছিলাম। কেন তাহলে আমরা শেষ তিন সিরিজে শান্তকে টেনেছি? কাউকে দলে খেলাচ্ছি এর মধ্যে হঠাৎ করে একজন আসল তাকে আমরা খেলিয়ে দিলাম, এভাবে আমি ব্যক্তিগতভাবে চিন্তা করি না। আমার মনে হয় আমরা সঠিক সিদ্ধান্তই নিয়েছি।’
শান্তকে দলে টানলেও তাঁর জন্যও সতর্ক বার্তা দিয়েছেন তামিম। তিনি আরও বলেছেন, ‘এমন সুযোগ সব সময় আসবে। সাকিব, মুশফিক, ইয়াসির ফিরলে তো ওর সম্ভাবনা কমে যাবে। তাই সুযোগ কাজে লাগানো জরুরি।’
দারুণ জয়ে সিরিজ শুরু করলেও নিজেদের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন তামিম। বাংলাদেশ অধিনায়ক আরও যোগ করে বলেন, ‘ভালো দলের বিপক্ষে এই ধরনের ক্যাচ ছাড়াটা মূল্যবান হয়ে দাঁড়াবে। অধিনায়ক হওয়ার পর থেকেই এটা নিয়ে চিন্তার কথা বলেছি। এটা বন্ধ হতে হবে। এই ধরনের ভুল কমাতে হবে। ক্যাচগুলো ধরতে পারলে হয়তো এ ম্যাচে ১১৫ রান তাড়া করতে হতো। সমস্যা কোথায় খুঁজে বের করতে হবে।’

অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
৭ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
১ ঘণ্টা আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
১ ঘণ্টা আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
২ ঘণ্টা আগে