ক্রীড়া ডেস্ক

লিটন দাস খেলবেন কি খেলবেন না—ভারতের বিপক্ষে ম্যাচ শুরুর আগেই এমন অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় বাংলাদেশ। পাঁজরের চোটে ভোগা লিটনকে ছাড়াই ভারতের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক ছাড়া খেলে বাংলাদেশ ম্যাচটা হেরেছে ৪১ রানে।
এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় সেরা আটে আছেন তিন বাংলাদেশি। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি ১৬০ রান করেছেন সাইফ হাসান। তাওহিদ হৃদয় ও লিটন করেছেন ১৩৪ ও ১১৯ রান। সাইফ-হৃদয়ের তুলনায় লিটন একটু পিছিয়ে রয়েছেন ঠিকই। কিন্তু লিটন টপ অর্ডারে ইমপ্যাক্ট রাখার মতো ইনিংস খেলেছেন। টুর্নামেন্টে তাঁর একটা ফিফটিও রয়েছে। বাসিত আলীর মতে লিটন থাকলে বাংলাদেশ-ভারত ম্যাচের ফল ভিন্ন হতে পারত।
দুবাইয়ে গত রাতে সুপার ফোরে ভারতের বিপক্ষে সাইফ হাসান খেলেছেন নিঃসঙ্গ শেরপার মতো। চারবার জীবন পাওয়া এই ক্রিকেটার করেছেন ৫১ বলে ৬৯ রান। মেরেছেন ৩ চার ও ৫ ছক্কা। ‘প্রিয়’ প্রতিপক্ষ ভারতকে পেলে যে লিটন জ্বলে ওঠেন, তাঁকে ভারত ম্যাচ দেখতে হয়েছে ডাগআউটে বসে। বাংলাদেশ-ভারত ম্যাচ শেষে নিজের ইউটিউব চ্যানেলে বাসিত বলেন, ‘যদি লিটন খেলত, তাহলে ম্যাচটা খুব জমজমাট হতো। বাংলাদেশ হয়তো এই ম্যাচটা জিততে পারত।’
লিটন না খেলায় ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন জাকের আলী অনিক। পাকিস্তানের বিপক্ষে আজ লিটনকে পাওয়া যাবে তো—দুবাইয়ে গত রাতে ভারতের কাছে ৪১ রানে হারের পর সংবাদ সম্মেলনে জাকের বলেন, ‘তিনি পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যেই আছেন। কালকের (পাকিস্তান) ম্যাচ পর্যন্ত অপেক্ষা করা হবে। অবশ্যই শেষ মুহূর্ত পর্যন্ত দেখব।’ বাংলাদেশ-ভারত ম্যাচ শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। লিটনের প্রসঙ্গ এলে দুবাইয়ে সাংবাদিকদের ফাহিম বলেছেন, ‘লিটন দাসের একটু শারীরিক সমস্যা ছিল। পর্যবেক্ষণে আছে। তার ব্যাপার ভালো খবর পাব বলে আশা করছি।’
ভারত গত রাতে ৪১ রানে জিতে উঠে গেছে ফাইনালে। তাতে আজ দুবাইয়ে হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি হয়ে গেছে ভার্চুয়াল সেমিফাইনাল। এই ম্যাচে বাসিত পাকিস্তানকে এগিয়ে রাখলেও তাঁর মতে বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আজ বিকেলে নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘কাগজে কলমে তো পাকিস্তান এগিয়ে। কিন্তু যে কন্ডিশনে খেলা হচ্ছে, তাতে যেকোনো কিছু হতে পারে। পাওয়ার প্লে পার্থক্য করে দিতে পারে এখানে। সাইফ হাসান দারুণ খেলছে। তার কাছে ছক্কা মারা যেন কোনো ব্যাপার নয়। তানজিদ হাসান তামিম, লিটন দাস অনেক দারুণ ক্রিকেটার। হৃদয় অনেক পরিণত ক্রিকেট খেলছে। মোস্তাফিজ, রিশাদ, তাসকিন দারুণ বোলিং করছে।’
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২৫ বারের দেখায় মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। বাংলাদেশ জিতেছে ৫ ম্যাচ। পাকিস্তান জয় পেয়েছে ২০ ম্যাচে। আজ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে জয়ী দল ফাইনালে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে হবে ফাইনাল।
আরও পড়ুন:

লিটন দাস খেলবেন কি খেলবেন না—ভারতের বিপক্ষে ম্যাচ শুরুর আগেই এমন অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় বাংলাদেশ। পাঁজরের চোটে ভোগা লিটনকে ছাড়াই ভারতের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক ছাড়া খেলে বাংলাদেশ ম্যাচটা হেরেছে ৪১ রানে।
এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় সেরা আটে আছেন তিন বাংলাদেশি। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি ১৬০ রান করেছেন সাইফ হাসান। তাওহিদ হৃদয় ও লিটন করেছেন ১৩৪ ও ১১৯ রান। সাইফ-হৃদয়ের তুলনায় লিটন একটু পিছিয়ে রয়েছেন ঠিকই। কিন্তু লিটন টপ অর্ডারে ইমপ্যাক্ট রাখার মতো ইনিংস খেলেছেন। টুর্নামেন্টে তাঁর একটা ফিফটিও রয়েছে। বাসিত আলীর মতে লিটন থাকলে বাংলাদেশ-ভারত ম্যাচের ফল ভিন্ন হতে পারত।
দুবাইয়ে গত রাতে সুপার ফোরে ভারতের বিপক্ষে সাইফ হাসান খেলেছেন নিঃসঙ্গ শেরপার মতো। চারবার জীবন পাওয়া এই ক্রিকেটার করেছেন ৫১ বলে ৬৯ রান। মেরেছেন ৩ চার ও ৫ ছক্কা। ‘প্রিয়’ প্রতিপক্ষ ভারতকে পেলে যে লিটন জ্বলে ওঠেন, তাঁকে ভারত ম্যাচ দেখতে হয়েছে ডাগআউটে বসে। বাংলাদেশ-ভারত ম্যাচ শেষে নিজের ইউটিউব চ্যানেলে বাসিত বলেন, ‘যদি লিটন খেলত, তাহলে ম্যাচটা খুব জমজমাট হতো। বাংলাদেশ হয়তো এই ম্যাচটা জিততে পারত।’
লিটন না খেলায় ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন জাকের আলী অনিক। পাকিস্তানের বিপক্ষে আজ লিটনকে পাওয়া যাবে তো—দুবাইয়ে গত রাতে ভারতের কাছে ৪১ রানে হারের পর সংবাদ সম্মেলনে জাকের বলেন, ‘তিনি পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যেই আছেন। কালকের (পাকিস্তান) ম্যাচ পর্যন্ত অপেক্ষা করা হবে। অবশ্যই শেষ মুহূর্ত পর্যন্ত দেখব।’ বাংলাদেশ-ভারত ম্যাচ শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। লিটনের প্রসঙ্গ এলে দুবাইয়ে সাংবাদিকদের ফাহিম বলেছেন, ‘লিটন দাসের একটু শারীরিক সমস্যা ছিল। পর্যবেক্ষণে আছে। তার ব্যাপার ভালো খবর পাব বলে আশা করছি।’
ভারত গত রাতে ৪১ রানে জিতে উঠে গেছে ফাইনালে। তাতে আজ দুবাইয়ে হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি হয়ে গেছে ভার্চুয়াল সেমিফাইনাল। এই ম্যাচে বাসিত পাকিস্তানকে এগিয়ে রাখলেও তাঁর মতে বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আজ বিকেলে নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘কাগজে কলমে তো পাকিস্তান এগিয়ে। কিন্তু যে কন্ডিশনে খেলা হচ্ছে, তাতে যেকোনো কিছু হতে পারে। পাওয়ার প্লে পার্থক্য করে দিতে পারে এখানে। সাইফ হাসান দারুণ খেলছে। তার কাছে ছক্কা মারা যেন কোনো ব্যাপার নয়। তানজিদ হাসান তামিম, লিটন দাস অনেক দারুণ ক্রিকেটার। হৃদয় অনেক পরিণত ক্রিকেট খেলছে। মোস্তাফিজ, রিশাদ, তাসকিন দারুণ বোলিং করছে।’
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২৫ বারের দেখায় মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। বাংলাদেশ জিতেছে ৫ ম্যাচ। পাকিস্তান জয় পেয়েছে ২০ ম্যাচে। আজ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে জয়ী দল ফাইনালে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে হবে ফাইনাল।
আরও পড়ুন:

ভারতকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে ব্যাংককের ননথাবুরি হলে ম্যাচটি ছিল নাটকীয়তায় ঠাসা। এক পর্যায়ে হারের শঙ্কায় থাকলেও ঘুরে দাঁড়িয়ে ৩-৩ গোলের স্বস্তির ড্র নিয়ে মাঠ ছেড়েছেন সাবিনা-মাসুরারা।
১২ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
২ ঘণ্টা আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
৩ ঘণ্টা আগে