নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়েছে শ্রীলঙ্কা। বিশ্বকাপের মূল লড়াইয়ে আগে ভারতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ সব দলের জন্য। যার জন্য প্রস্তুতি ম্যাচ হলো আদর্শ।
গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ দিয়ে অনেক বিতর্ক পেছনে ফেলে বিশ্বকাপে মনোযোগ রাখার সুযোগ সাকিব আল হাসানের দলের। গা গরম কিংবা ড্রেস রিহার্সালের ম্যাচ হওয়ায় নির্ধারিত একাদশ নিয়ে খেলার বাধ্যবাধকতা নেই।
মাঠে ১১ জন খেলবেন, ব্যাটিংও করবেন ১১ জনই। তবে দলগুলো প্রস্তুতি ম্যাচে চাইলে বোলারদের ব্যাটিং না করিয়ে ব্যাটারদের ওই সুযোগ দিতে পারে। আবার কোনো ব্যাটার আত্মবিশ্বাস পাওয়ার মতো রান করেতে চাইলে স্বেচ্ছায় ব্যাটিং ছেড়ে অন্যকে সুযোগ দিতে পারবেন।
কদিন আগে শেষ হওয়া এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে দুবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দুটি ম্যাচেই হেরেছেন সাকিবরা।
এই ম্যাচে একাদশে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। একাদশে নেই নাজমুল হোসেন শান্ত, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। তবে দলের যদি প্রয়োজনে নিয়ম অনুযায়ী বোলিং করতে পারবেন তাঁরা। অধিনায়কত্ব করছেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশের বিশ্বকাপ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (সহ অধিনায়ক), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান, তানজিম হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।
শ্রীলঙ্কার বিশ্বকাপ দল:
দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস, কুশল পেরেরা, পাতুম নিসাঙ্কা, দিমুত করুণারত্নে, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুশান হেমন্ত, দুনিথ ভেল্ললাগে, মাহিশ তিকশানা, কাসুন রাজিথা, মাতিশা পাতিরানা, লাহিরু কুমারা, দিলশান মাদুশাঙ্কা।

বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়েছে শ্রীলঙ্কা। বিশ্বকাপের মূল লড়াইয়ে আগে ভারতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ সব দলের জন্য। যার জন্য প্রস্তুতি ম্যাচ হলো আদর্শ।
গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ দিয়ে অনেক বিতর্ক পেছনে ফেলে বিশ্বকাপে মনোযোগ রাখার সুযোগ সাকিব আল হাসানের দলের। গা গরম কিংবা ড্রেস রিহার্সালের ম্যাচ হওয়ায় নির্ধারিত একাদশ নিয়ে খেলার বাধ্যবাধকতা নেই।
মাঠে ১১ জন খেলবেন, ব্যাটিংও করবেন ১১ জনই। তবে দলগুলো প্রস্তুতি ম্যাচে চাইলে বোলারদের ব্যাটিং না করিয়ে ব্যাটারদের ওই সুযোগ দিতে পারে। আবার কোনো ব্যাটার আত্মবিশ্বাস পাওয়ার মতো রান করেতে চাইলে স্বেচ্ছায় ব্যাটিং ছেড়ে অন্যকে সুযোগ দিতে পারবেন।
কদিন আগে শেষ হওয়া এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে দুবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দুটি ম্যাচেই হেরেছেন সাকিবরা।
এই ম্যাচে একাদশে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। একাদশে নেই নাজমুল হোসেন শান্ত, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। তবে দলের যদি প্রয়োজনে নিয়ম অনুযায়ী বোলিং করতে পারবেন তাঁরা। অধিনায়কত্ব করছেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশের বিশ্বকাপ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (সহ অধিনায়ক), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান, তানজিম হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।
শ্রীলঙ্কার বিশ্বকাপ দল:
দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস, কুশল পেরেরা, পাতুম নিসাঙ্কা, দিমুত করুণারত্নে, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুশান হেমন্ত, দুনিথ ভেল্ললাগে, মাহিশ তিকশানা, কাসুন রাজিথা, মাতিশা পাতিরানা, লাহিরু কুমারা, দিলশান মাদুশাঙ্কা।

দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
১৬ মিনিট আগে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১৩ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৩ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৪ ঘণ্টা আগে