
দ্রুত উইকেট নিয়ে বাংলাদেশ শুরুতে চাপে রেখেছিল দক্ষিণ আফ্রিকাকে। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে শুরুর ধাক্কা বেশ ভালোভাবেই সামলে ওঠে প্রোটিয়ারা। বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার কুইন্টন ডি কক ও এইডেন মার্করাম। বিপজ্জনক হওয়া এই জুটি ভাঙলেন সাকিব আল হাসান।
ফিট হয়ে না ওঠায় আজও বাংলাদেশের বিপক্ষে নেই টেম্বা বাভুমা। বাভুমার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিচ্ছেন এইডেন মার্করাম। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছেন প্রোটিয়াদের ভারপ্রাপ্ত অধিনায়ক মার্করাম। ব্যাটিং নেওয়ার অল্প সময়ের মধ্যেই প্রথম উইকেট পড়তে পারত দক্ষিণ আফ্রিকার। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে মেহেদী হাসান মিরাজকে ডিফেন্স করতে যান রিজা হেনড্রিকস। আউটসাইড এজ হয়ে যাওয়া বল চলে যায় প্রথম স্লিপে। তুলনামূলক কঠিন ক্যাচ হলেও তা ধরতে পারতেন তানজিদ হাসান তামিম। তখন দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৬ রান। হেনড্রিকস তখনও রানের খাতা খুলতে পারেননি।
জীবন পেলেও ইনিংস বড় করতে পারেননি হেনড্রিকস। সপ্তম ওভারের প্রথম বলে শরীফুল ইসলামের অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে যান হেনড্রিকস। দক্ষিণ আফ্রিকার ওপেনারকে বোল্ড করে নাচলেন শরীফুল। ১৯ বলে ১ চারে ১২ রান করেন দক্ষিণ আফ্রিকার ওপেনার। দক্ষিণ আফ্রিকার স্কোর তখন ৬.১ ওভারে ১ উইকেটে ৩৩ রান। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে এসেও ইনিংস বড় করতে পারলেন না রাসি ফন ডার ডুসেন। অষ্টম ওভারের পঞ্চম বলে দক্ষিণ আফ্রিকার ব্যাটারকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন মিরাজ। ৭ বলে ১ রান করেছেন ডুসেন।
হেনড্রিকস, ডুসেনের বিদায়ে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ৭.৫ ওভারে ২ উইকেটে ৩৬ রান। এরপর চার নম্বরে ব্যাটিংয়ে আসেন মার্করাম। ওপেনার ডি কক ও মার্করাম বেশ সাবলীলভাবেই এগোতে থাকেন। যেখানে ডি কক আজ খেলছেন ১৫০ তম ওয়ানডে। মাইলফলকের ম্যাচ দক্ষিণ আফ্রিকার বাঁহাতি ব্যাটার রাঙাচ্ছেন নিজের মতো করে। মার্করামকে নিয়ে বাংলাদেশের বোলারদের বেধড়ক পেটাতে থাকেন ডি কক। তৃতীয় উইকেটে ডি কক-মার্করাম গড়েছেন ১৩৭ বলে ১৩১ রানের জুটি। বিপজ্জনক হওয়া এই জুটি ভাঙলেন সাকিব। ৩১ তম ওভারের চতুর্থ বলে সাকিবকে তুলে মারতে যান মার্করাম। লং অফে সহজ ক্যাচ ধরেছেন লিটন দাস। ৬৯ বলে ৭ চারে ৬০ রান করেন প্রোটিয়া ভারপ্রাপ্ত অধিনায়ক।
মার্করামের বিদায়ে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ৩০.৪ ওভারে ৩ উইকেটে ১৬৭ রান। এরপর ব্যাটিংয়ে আসেন হেনরিখ ক্লাসেন। মার্করাম আউট হওয়ার পরই সেঞ্চুরির দেখা পেয়েছেন ডি কক। ৩৫ তম ওভারের প্রথম বলে নাসুম আহমেদকে কাভারে ঠেলে এক রান নিয়েছেন ডি কক। প্রোটিয়া বাঁহাতি ব্যাটারের এটা ওয়ানডে ক্যারিয়ারের ২০ তম সেঞ্চুরি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভারে ৩ উইকেটে প্রোটিয়ারা করেছে ১৯৬ রান। ডি কক ১০২ বলে ১০১ রানে ব্যাটিং করছেন। অন্যদিকে হেনরিখ ক্লাসেন ১২ বলে অপরাজিত আছেন ১৯ রান করে।

দ্রুত উইকেট নিয়ে বাংলাদেশ শুরুতে চাপে রেখেছিল দক্ষিণ আফ্রিকাকে। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে শুরুর ধাক্কা বেশ ভালোভাবেই সামলে ওঠে প্রোটিয়ারা। বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার কুইন্টন ডি কক ও এইডেন মার্করাম। বিপজ্জনক হওয়া এই জুটি ভাঙলেন সাকিব আল হাসান।
ফিট হয়ে না ওঠায় আজও বাংলাদেশের বিপক্ষে নেই টেম্বা বাভুমা। বাভুমার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিচ্ছেন এইডেন মার্করাম। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছেন প্রোটিয়াদের ভারপ্রাপ্ত অধিনায়ক মার্করাম। ব্যাটিং নেওয়ার অল্প সময়ের মধ্যেই প্রথম উইকেট পড়তে পারত দক্ষিণ আফ্রিকার। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে মেহেদী হাসান মিরাজকে ডিফেন্স করতে যান রিজা হেনড্রিকস। আউটসাইড এজ হয়ে যাওয়া বল চলে যায় প্রথম স্লিপে। তুলনামূলক কঠিন ক্যাচ হলেও তা ধরতে পারতেন তানজিদ হাসান তামিম। তখন দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৬ রান। হেনড্রিকস তখনও রানের খাতা খুলতে পারেননি।
জীবন পেলেও ইনিংস বড় করতে পারেননি হেনড্রিকস। সপ্তম ওভারের প্রথম বলে শরীফুল ইসলামের অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে যান হেনড্রিকস। দক্ষিণ আফ্রিকার ওপেনারকে বোল্ড করে নাচলেন শরীফুল। ১৯ বলে ১ চারে ১২ রান করেন দক্ষিণ আফ্রিকার ওপেনার। দক্ষিণ আফ্রিকার স্কোর তখন ৬.১ ওভারে ১ উইকেটে ৩৩ রান। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে এসেও ইনিংস বড় করতে পারলেন না রাসি ফন ডার ডুসেন। অষ্টম ওভারের পঞ্চম বলে দক্ষিণ আফ্রিকার ব্যাটারকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন মিরাজ। ৭ বলে ১ রান করেছেন ডুসেন।
হেনড্রিকস, ডুসেনের বিদায়ে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ৭.৫ ওভারে ২ উইকেটে ৩৬ রান। এরপর চার নম্বরে ব্যাটিংয়ে আসেন মার্করাম। ওপেনার ডি কক ও মার্করাম বেশ সাবলীলভাবেই এগোতে থাকেন। যেখানে ডি কক আজ খেলছেন ১৫০ তম ওয়ানডে। মাইলফলকের ম্যাচ দক্ষিণ আফ্রিকার বাঁহাতি ব্যাটার রাঙাচ্ছেন নিজের মতো করে। মার্করামকে নিয়ে বাংলাদেশের বোলারদের বেধড়ক পেটাতে থাকেন ডি কক। তৃতীয় উইকেটে ডি কক-মার্করাম গড়েছেন ১৩৭ বলে ১৩১ রানের জুটি। বিপজ্জনক হওয়া এই জুটি ভাঙলেন সাকিব। ৩১ তম ওভারের চতুর্থ বলে সাকিবকে তুলে মারতে যান মার্করাম। লং অফে সহজ ক্যাচ ধরেছেন লিটন দাস। ৬৯ বলে ৭ চারে ৬০ রান করেন প্রোটিয়া ভারপ্রাপ্ত অধিনায়ক।
মার্করামের বিদায়ে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ৩০.৪ ওভারে ৩ উইকেটে ১৬৭ রান। এরপর ব্যাটিংয়ে আসেন হেনরিখ ক্লাসেন। মার্করাম আউট হওয়ার পরই সেঞ্চুরির দেখা পেয়েছেন ডি কক। ৩৫ তম ওভারের প্রথম বলে নাসুম আহমেদকে কাভারে ঠেলে এক রান নিয়েছেন ডি কক। প্রোটিয়া বাঁহাতি ব্যাটারের এটা ওয়ানডে ক্যারিয়ারের ২০ তম সেঞ্চুরি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভারে ৩ উইকেটে প্রোটিয়ারা করেছে ১৯৬ রান। ডি কক ১০২ বলে ১০১ রানে ব্যাটিং করছেন। অন্যদিকে হেনরিখ ক্লাসেন ১২ বলে অপরাজিত আছেন ১৯ রান করে।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের মূল ফটক দিয়ে ঢুকলেই চোখে পড়বে ঝালমুড়ি-ভেলপুরির অস্থায়ী দোকান। সেসব খাবার আবার সানন্দে খাচ্ছে নারী ফুটবলাররা। হোক সেটা ম্যাচের আগে কিংবা পরে।
১০ মিনিট আগে
চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সঙ্গে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
৩৬ মিনিট আগে
রিয়াল মাদ্রিদে কেন টিকতে পারলেন না জাভি আলোনসো। রিয়ালের ‘ঘরের ছেলে’ জাবি আলোনসো কোচ হিসেবে যদি টিকতে না পারেন, তাহলে বাইরে থেকে আসা কোচ কীভাবে কাজ করবেন বার্নাব্যুতে!
১ ঘণ্টা আগে
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১৩ ঘণ্টা আগে