
জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজকে সামনে রেখে তিন সংস্করণের জন্য তিন ভিন্ন অধিনায়কের নাম ঘোষণা করেছে শ্রীলঙ্কা। আজ এই ঘোষণা দেন শ্রীলঙ্কা ক্রিকেটের নির্বাচকেরা।
টেস্টে নেতৃত্ব পেয়েছেন ৩২ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডার ধনাঞ্জয়া ডি সিলভা। ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে ২৮ বছর বয়সী কুশল মেন্ডিসকে। টি-টোয়েন্টির নেতৃত্বে এসেছেন ২৬ বছর বয়সী ওয়ানিন্দু হাসারাঙ্গা।
এবারই প্রথম তিন ভিন্ন সংস্করণের জন্য ভিন্ন তিন অধিনায়ককে বেছে নিল শ্রীলঙ্কা। এ প্রসঙ্গে কলম্বোতে আজ লঙ্কানদের প্রধান নির্বাচক উপুল থারাঙ্গা সাংবাদিকদের বলেছেন, ‘তিন ফরম্যাটে একই অধিনায়ক থাকলে ভালো হতো। তবে আমরা এই মুহূর্তে সেটা করতে পারছি না।’
নির্বাচকেরা মেন্ডিসকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে কথা চিন্তা করে নেতৃত্বে রেখেছেন। তবে তাঁর অধিনায়কত্বে লঙ্কানরা ভারতে ২০২৩ বিশ্বকাপ শেষ করেছিল তালিকার শেষ থেকে দুইয়ে থেকে। দাসুন শানাকা চোট পড়ায় বিশ্বকাপে এই উইকেটরক্ষেকর কাঁধে উঠে নেতৃত্বের ভার। থারাঙ্গা জানিয়েছেন, গত দুই বছরের পারফরম্যান্স বিবেচনায় শানাকাকে ওয়ানডে নেতৃত্ব ফিরিয়ে দেওয়া হচ্ছে না।
আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন হাসারাঙ্গা। আগামী শনিবার থেকে জিম্বাবুয়ের বিপক্ষে শুরু সাদা বলের সিরিজের জন্য স্কোয়াডও ঘোষণা করেছে শ্রীলঙ্কা। এর পর আফগানদের বিপক্ষে নিজেদের মাটিতে সমান তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি ও একটি টেস্ট খেলবে।
জিম্বাবুয়ের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে দল: কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, পাথুম নিশাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, শাহান আরাচিগে, মহীশ তিকশানা, দিলশান মাধুশঙ্ক, দুষ্মন্ত চামিরা, দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মাধুশান, জেফ্রি ভ্যান্ডারসে, আকিলা ধনাঞ্জয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা।

জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজকে সামনে রেখে তিন সংস্করণের জন্য তিন ভিন্ন অধিনায়কের নাম ঘোষণা করেছে শ্রীলঙ্কা। আজ এই ঘোষণা দেন শ্রীলঙ্কা ক্রিকেটের নির্বাচকেরা।
টেস্টে নেতৃত্ব পেয়েছেন ৩২ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডার ধনাঞ্জয়া ডি সিলভা। ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে ২৮ বছর বয়সী কুশল মেন্ডিসকে। টি-টোয়েন্টির নেতৃত্বে এসেছেন ২৬ বছর বয়সী ওয়ানিন্দু হাসারাঙ্গা।
এবারই প্রথম তিন ভিন্ন সংস্করণের জন্য ভিন্ন তিন অধিনায়ককে বেছে নিল শ্রীলঙ্কা। এ প্রসঙ্গে কলম্বোতে আজ লঙ্কানদের প্রধান নির্বাচক উপুল থারাঙ্গা সাংবাদিকদের বলেছেন, ‘তিন ফরম্যাটে একই অধিনায়ক থাকলে ভালো হতো। তবে আমরা এই মুহূর্তে সেটা করতে পারছি না।’
নির্বাচকেরা মেন্ডিসকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে কথা চিন্তা করে নেতৃত্বে রেখেছেন। তবে তাঁর অধিনায়কত্বে লঙ্কানরা ভারতে ২০২৩ বিশ্বকাপ শেষ করেছিল তালিকার শেষ থেকে দুইয়ে থেকে। দাসুন শানাকা চোট পড়ায় বিশ্বকাপে এই উইকেটরক্ষেকর কাঁধে উঠে নেতৃত্বের ভার। থারাঙ্গা জানিয়েছেন, গত দুই বছরের পারফরম্যান্স বিবেচনায় শানাকাকে ওয়ানডে নেতৃত্ব ফিরিয়ে দেওয়া হচ্ছে না।
আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন হাসারাঙ্গা। আগামী শনিবার থেকে জিম্বাবুয়ের বিপক্ষে শুরু সাদা বলের সিরিজের জন্য স্কোয়াডও ঘোষণা করেছে শ্রীলঙ্কা। এর পর আফগানদের বিপক্ষে নিজেদের মাটিতে সমান তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি ও একটি টেস্ট খেলবে।
জিম্বাবুয়ের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে দল: কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, পাথুম নিশাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, শাহান আরাচিগে, মহীশ তিকশানা, দিলশান মাধুশঙ্ক, দুষ্মন্ত চামিরা, দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মাধুশান, জেফ্রি ভ্যান্ডারসে, আকিলা ধনাঞ্জয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলছে ঘোর অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে আইসিসি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী আসে সেটা পরের বিষয়। তার আগে আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
২৯ মিনিট আগে
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যেন দিন আর রাত এক হয়ে গেছে! সারা রাত তাঁকে যোগাযোগ করতে হচ্ছে বিভিন্ন টাইম জোনে থাকা ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে অচলাবস্থা এখনো কাটেনি। এরই মধ্যে এবার লিটন দাস, তাসকিন আহমেদদের সমর্থনে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটি জানিয়েছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
৩ ঘণ্টা আগে