Ajker Patrika

প্রথম সেশনে প্রোটিয়াদের দাপট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রথম সেশনে প্রোটিয়াদের দাপট

টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক। কারণ হিসেবে বলেছিলেন, উইকেটের ওপর থাকা হালকা ঘাস ও আর্দ্রতার ফায়দা তুলতে চান তাঁরা। কিন্তু দিনের প্রথম সেশনে তার কোনো আভাসই মেলেনি। পুরো এক সেশনে দাপট ছিল প্রোটিয়াদের।

আজ ডারবানের সিরিজের প্রথম টেস্টের সকালের সেশনে কোনো উইকেট না হারিয়ে ৯৫ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে ব্যাটিংয়ে আসা ডিন এলগার ৬০ এবং সারেল আরউই ৩২ রানে অপরাজিত আছেন। 

ম্যাচ শুরু হওয়ার কথা ছিল সকাল ১০টায়। কিন্তু সাইড স্ক্রিন জটিলতায় আধা ঘণ্টা পর শুরু হয় খেলা। এতেই বাংলাদেশের অধিনায়কের আশা খানিকটা হতাশায় রূপ নেওয়ার কথা। এরপর অনিয়ন্ত্রিত বোলিং শুরু করেন তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন। ইনিংসের প্রথম বলে তাসকিনকে বাউন্ডারি হাঁকান এলগার। 

নিজের প্রথম স্পেলের তাসকিন ৪ ওভার দেন ১৭ রান, নেই কোনো মেডেন। অন্যপ্রান্ত থেকে বল করা আরেক পেসার ইবাদত ৬ ওভারে দিয়েছেন ৩০ রান। উইকেটের লেংথ বুঝে উঠতে পারলে হয়তো প্রতিপক্ষকে চেপেই রাখতে পারতেন তারা। ১৯ তম ওভার প্রথম স্পিনার হিসেবে মেহেদী হাসান মিরাজকে বোলিংয়ে আনে বাংলাদেশ। ওই ওভারেই ব্যক্তিগত ফিফটি করেন এলগার। ২৫ ওভারের এই সেশনে এককভাবে দাপট দেখিয়েছে স্বাগতিকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এস আলম-নাভানার বিলাসবহুল বাস চুক্তি: ঝুঁকিতে ইসলামী ব্যাংকের ৮০ কোটি

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

আজকের রাশিফল: নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন, পুরোনো প্রেমের স্মৃতি তাজা হবে

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত