ক্রীড়া ডেস্ক

মাঠের লড়াই তো রয়েছেই, ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে চলে স্নায়ুযুদ্ধ। ২০২৪-২৫ মৌসুমের বোর্ডার-গাভাস্কার ট্রফিও বাদ যায় কী করে। রবীন্দ্র জাদেজার এক হিন্দি ভাষার সংবাদ সম্মেলনের পর এবার ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
ভারত ও অস্ট্রেলিয়ার সাংবাদিকদের নিয়ে একটি টি–টোয়েন্টি ম্যাচের আয়োজন করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সাংবাদিকদের ব্যস্ততার মাঝে ভিন্নতা আনতে এবং সম্প্রীতির প্রতীক হিসেবে মেলবোর্নের জাংশন ওভালে আজ এই ম্যাচটি হওয়ার কথা ছিল। তবে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা যায়, দুই দেশের সাংবাদিকদের এই প্রীতি ম্যাচটি বাতিল হয়েছে। এনডিটিভি প্রতিবেদনটি করেছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘দ্য এজ’-এর ওপর ভিত্তি করে। দ্য এজকে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ভারতের টিম ম্যানেজমেন্ট ম্যাচটি বয়কট করেছে।
জাদেজার আলোচিত সংবাদ সম্মেলনের ঘটনাটি ঘটেছে গতকাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)। সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, এমসিজিতে গতকাল সংবাদমাধ্যমের সামনে এসে শুধুমাত্র নির্বাচিত ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের হিন্দিতে উত্তর দেন। যদিও ভারতীয় সাংবাদিকরা দাবি করছেন, সংবাদ সম্মেলনটি শুধুমাত্র অস্ট্রেলিয়া সফররত ভারতীয় সাংবাদিকদের জন্যই ছিল। কিন্তু সে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ান টেলিভিশন ও পত্রিকার সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল।
অস্ট্রেলিয়ার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের ঝামেলাটা বাড়ে মেলবোর্নে যাওয়ার পর। ব্রিসবেন থেকে মেলবোর্নে পৌঁছানোর পর বিমানবন্দরে নাইন নিউজের এক ক্যামেরাপারসনের সঙ্গে কথা কাটাকাটি হয় বিরাট কোহলির। সাংবাদিক অনুমতি না নিয়ে সন্তানদের ছবি তুলেছেন বলে কোহলির অভিযোগ ছিল। তবে সেই ক্যামেরাপারসন তা অস্বীকার করেন।
ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এখন ১-১ সমতায়। পার্থে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারায় ভারত। অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ায় দ্বিতীয় টেস্টেই। অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে অস্ট্রেলিয়া পায় ১০ উইকেটের জয়। এরপর বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেনের গ্যাবায় সিরিজের তৃতীয় টেস্ট ড্র হয়েছে।
২৬ ডিসেম্বর এমসিজিতে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের চতুর্থ টেস্ট। বক্সিং ডে টেস্টের পর ভেন্যু বদলাতে হবে দুই দলকেই। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) ৩ জানুয়ারি সিরিজের পঞ্চম টেস্ট শুরু হচ্ছে।

মাঠের লড়াই তো রয়েছেই, ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে চলে স্নায়ুযুদ্ধ। ২০২৪-২৫ মৌসুমের বোর্ডার-গাভাস্কার ট্রফিও বাদ যায় কী করে। রবীন্দ্র জাদেজার এক হিন্দি ভাষার সংবাদ সম্মেলনের পর এবার ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
ভারত ও অস্ট্রেলিয়ার সাংবাদিকদের নিয়ে একটি টি–টোয়েন্টি ম্যাচের আয়োজন করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সাংবাদিকদের ব্যস্ততার মাঝে ভিন্নতা আনতে এবং সম্প্রীতির প্রতীক হিসেবে মেলবোর্নের জাংশন ওভালে আজ এই ম্যাচটি হওয়ার কথা ছিল। তবে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা যায়, দুই দেশের সাংবাদিকদের এই প্রীতি ম্যাচটি বাতিল হয়েছে। এনডিটিভি প্রতিবেদনটি করেছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘দ্য এজ’-এর ওপর ভিত্তি করে। দ্য এজকে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ভারতের টিম ম্যানেজমেন্ট ম্যাচটি বয়কট করেছে।
জাদেজার আলোচিত সংবাদ সম্মেলনের ঘটনাটি ঘটেছে গতকাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)। সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, এমসিজিতে গতকাল সংবাদমাধ্যমের সামনে এসে শুধুমাত্র নির্বাচিত ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের হিন্দিতে উত্তর দেন। যদিও ভারতীয় সাংবাদিকরা দাবি করছেন, সংবাদ সম্মেলনটি শুধুমাত্র অস্ট্রেলিয়া সফররত ভারতীয় সাংবাদিকদের জন্যই ছিল। কিন্তু সে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ান টেলিভিশন ও পত্রিকার সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল।
অস্ট্রেলিয়ার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের ঝামেলাটা বাড়ে মেলবোর্নে যাওয়ার পর। ব্রিসবেন থেকে মেলবোর্নে পৌঁছানোর পর বিমানবন্দরে নাইন নিউজের এক ক্যামেরাপারসনের সঙ্গে কথা কাটাকাটি হয় বিরাট কোহলির। সাংবাদিক অনুমতি না নিয়ে সন্তানদের ছবি তুলেছেন বলে কোহলির অভিযোগ ছিল। তবে সেই ক্যামেরাপারসন তা অস্বীকার করেন।
ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এখন ১-১ সমতায়। পার্থে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারায় ভারত। অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ায় দ্বিতীয় টেস্টেই। অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে অস্ট্রেলিয়া পায় ১০ উইকেটের জয়। এরপর বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেনের গ্যাবায় সিরিজের তৃতীয় টেস্ট ড্র হয়েছে।
২৬ ডিসেম্বর এমসিজিতে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের চতুর্থ টেস্ট। বক্সিং ডে টেস্টের পর ভেন্যু বদলাতে হবে দুই দলকেই। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) ৩ জানুয়ারি সিরিজের পঞ্চম টেস্ট শুরু হচ্ছে।

ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
৩৬ মিনিট আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ছোট সংস্করণে বিশ্বকাপের দশম পর্ব। তার আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
২ ঘণ্টা আগে