নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রায় তিন বছর পর সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। করোনা পরিস্থিতিতে ‘এ’ দলের বিদেশ সফর বন্ধের পর জাতীয় দলের পাইপলাইনও ছোট হয়ে আসে। তবে এখন থেকে ‘এ’ দলের নিয়মিত বিদেশ সফর হবে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান তানভীর আহমেদ টিটু।
আজ এ দলের সঙ্গে উইন্ডিজ সফরে রওনা দেওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন টিটু। তিনি বলেছেন, ‘এই ট্যুর ওয়েস্ট ইন্ডিজে হচ্ছে, উইন্ডিজও কিছুদিন পর আমাদের এখানে আসবে। এরপর আরও কিছু ট্যুর আছে। আয়ারল্যান্ডে একটা ট্যুর আছে যতটুকু আমি জানি এবং আরও কিছু ট্যুরের ব্যাপারে কথা হচ্ছে।’
২০১৯ সালের পর ‘এ’ দলের সফর নিয়মিত হয়নি। তবে ভবিষ্যতে এ দলের সফর নিয়মিত করতে কাজ করে যাচ্ছে ক্রিকেট পরিচালনা বিভাগ। এ বিষয়ে বিসিবির এই পরিচালক বলেছেন, ‘নিয়মিত সূচিতে ‘এ’ দলের সফরগুলো যেন হয়, সে ব্যাপারে ক্রিকেট পরিচালনা বিভাগ এই পদক্ষেপগুলো নিয়েছে। আশা করি এখন থেকে এই সফরগুলো নিয়মিত সূচিতে আগে যেরকম হতো, ঠিক ওই রকমভাবে বা তার চেয়ে বেশি আকারে হবে।’
‘এ’ দলের সফর জাতীয় দলের পাইপলাইন তৈরিতে ভূমিকা রাখবে জানিয়ে টিটু বলেছেন, ‘এ ব্যাপারগুলোতে (ছায়া দলের বিদেশ সফর) আমরা এখন ক্রিকেট বোর্ড যেভাবে প্ল্যান করে এগোচ্ছি, আমাদের ভবিষ্যতে ক্রিকেট পাইপলাইন এবং জাতীয় দলের জন্য খেলোয়াড় তৈরি রাখার যে কার্যক্রমগুলো, সেগুলো আমরা যেন পুঙ্খানুপুঙ্খভাবে করতে পারি, সে জন্য এ ধরনের কর্মকাণ্ড সব সময় থাকবে।’

প্রায় তিন বছর পর সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। করোনা পরিস্থিতিতে ‘এ’ দলের বিদেশ সফর বন্ধের পর জাতীয় দলের পাইপলাইনও ছোট হয়ে আসে। তবে এখন থেকে ‘এ’ দলের নিয়মিত বিদেশ সফর হবে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান তানভীর আহমেদ টিটু।
আজ এ দলের সঙ্গে উইন্ডিজ সফরে রওনা দেওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন টিটু। তিনি বলেছেন, ‘এই ট্যুর ওয়েস্ট ইন্ডিজে হচ্ছে, উইন্ডিজও কিছুদিন পর আমাদের এখানে আসবে। এরপর আরও কিছু ট্যুর আছে। আয়ারল্যান্ডে একটা ট্যুর আছে যতটুকু আমি জানি এবং আরও কিছু ট্যুরের ব্যাপারে কথা হচ্ছে।’
২০১৯ সালের পর ‘এ’ দলের সফর নিয়মিত হয়নি। তবে ভবিষ্যতে এ দলের সফর নিয়মিত করতে কাজ করে যাচ্ছে ক্রিকেট পরিচালনা বিভাগ। এ বিষয়ে বিসিবির এই পরিচালক বলেছেন, ‘নিয়মিত সূচিতে ‘এ’ দলের সফরগুলো যেন হয়, সে ব্যাপারে ক্রিকেট পরিচালনা বিভাগ এই পদক্ষেপগুলো নিয়েছে। আশা করি এখন থেকে এই সফরগুলো নিয়মিত সূচিতে আগে যেরকম হতো, ঠিক ওই রকমভাবে বা তার চেয়ে বেশি আকারে হবে।’
‘এ’ দলের সফর জাতীয় দলের পাইপলাইন তৈরিতে ভূমিকা রাখবে জানিয়ে টিটু বলেছেন, ‘এ ব্যাপারগুলোতে (ছায়া দলের বিদেশ সফর) আমরা এখন ক্রিকেট বোর্ড যেভাবে প্ল্যান করে এগোচ্ছি, আমাদের ভবিষ্যতে ক্রিকেট পাইপলাইন এবং জাতীয় দলের জন্য খেলোয়াড় তৈরি রাখার যে কার্যক্রমগুলো, সেগুলো আমরা যেন পুঙ্খানুপুঙ্খভাবে করতে পারি, সে জন্য এ ধরনের কর্মকাণ্ড সব সময় থাকবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৪ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৬ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
৯ ঘণ্টা আগে