
দুপুর দেড়টায় মিরপুরে শুরু হয়েছে বিপিএলে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের হাইভোল্টেজ ম্যাচ। সেই ম্যাচে মুখোমুখি তামিম ইকবাল ও সাকিব আল হাসান। একদিকে দুই দলের সমর্থকের স্লোগানে মুখরিত স্টেডিয়াম প্রাঙ্গণ। পাশাপাশি আরেক পাশে চলছে বকেয়া বেতনের দাবিতে ক্রিকেটারদের মানববন্ধন। সেটিও আবার বিপিএলের মাঝেই।
মূলত ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ক্লাব ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা ঠিকভাবে বেতন না পাওয়ার অভিযোগে এই মানববন্ধন করেছেন আজ। গত দুই বছর ধরে ৮০ শতাংশের বেশি বেতন বকেয়ার অভিযোগ তাঁদের।
সর্বশেষ ডিপিএলে ব্রাদার্সের হয়ে খেলা পেসার মানিক খান আজকের পত্রিকাকে বলেছেন, ‘আমাদের সব ক্রিকেটারের ৮০ শতাংশের বেশি বেতন বকেয়া। এর মধ্যে এক চুক্তি অনুযায়ী ৭০ শতাংশ পরিশোধ করার কথা ছিল ফরচুনের (বরিশাল) মালিক মিজানুর রহমানের। তিনি টাকা না দেওয়ায় মূলত ক্লাব টাকা বুঝিয়ে দিতে পারছে না আমাদের।’
ফরচুনের মালিক মিজানুর রহমান ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের বর্তমান বিসিবির কাউন্সিলর। মানববন্ধনে এক ক্রিকেটার বলেছেন, ‘আমরা ক্রিকেটটা পেশাদার জায়গা থেকে খেলি। আমরা যদি এখান আর্থিকভাবে স্বাবলম্বী না হই, এটা আমাদের জন্য সত্যি দুঃখজনক। আমাদের দুই বছর বেতন বকেয়া। বছরপ্রতি ৭০ শতাংশ হিসেবে দুই বছর মিলিয়ে ১৪০ শতাংশ বেতন বকেয়া।’
মানববন্ধনে উপস্থিত ছিলেন ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার মোহাম্মদ আমিন খান, অধিনায়ক মিজানুর রহমান, মইন খান, মাইশুকুর রহমানরা। অধিনায়ক মিজানও আহ্বান জানিয়েছেন, চুক্তি অনুযায়ী বকেয়া বেতন পরিশোধ করা হয়।

হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রায় দেড় ঘণ্টার সভা শেষে বিষণ্ন চেহারায় বিকেল পৌনে ৫টার দিকে সংবাদ সম্মেলনে এলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাঁর সামনে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। পেছনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
১ ঘণ্টা আগে
বড় হারে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজ ৫-১ গোলে হেরেছে সাঈদ খোদারাহমির দল।
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
৯ ঘণ্টা আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১০ ঘণ্টা আগে