Ajker Patrika

রড মার্শের বিদায়ে শোক জানিয়ে নিজেই বিদায় নিলেন ওয়ার্ন

আপডেট : ০৪ মার্চ ২০২২, ২৩: ১৯
রড মার্শের বিদায়ে শোক জানিয়ে নিজেই বিদায় নিলেন ওয়ার্ন

ফক্স স্পোর্টসের এক খবর মুহূর্তেই ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিল আজ। সন্ধ্যা ৮টায় তাদের দেওয়া ব্রেকিং নিউজ সত্যিকার অর্থেই ক্রিকেটভক্তদের হৃদয় ভেঙে দিয়েছে। যে শেন ওয়ার্নের বিদায় সংবাদ নিয়ে এল শোকের আবহ, সেই কিংবদন্তি লেগিই মৃত্যুর কিছুক্ষণ আগে সত্তর দশকের অস্ট্রেলিয়ার উইকেটকিপার রড মার্শের বিদায়ে শোক জানিয়ে টুইট করেছিলেন। 

নিজের করা শেষ টুইটে রড মার্শকে উদ্দেশ্য করে শেন ওয়ার্ন লেখেন, ‘রড মার্শের চলে যাওয়ার খবরে ভীষণ দুঃখ পেয়েছি। এই খেলার একজন কিংবদন্তি যেমন ছিলেন, তেমনি ছিলেন বহু ছেলে-মেয়ের অনুপ্রেরণার উৎস। রড ক্রিকেটকে গভীরভাবে অনুভব করতেন, বিশেষত অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের (ক্রিকেট) খেলোয়াড়দের জন্য তিনি অনেক কিছু দিয়ে গেছেন। রড ও তাঁর পরিবারের জন্য অনেক অনেক ভালোবাসা।’সদ্যবিদায়ী সতীর্থের আত্মার শান্তি কামনা করে শেন নিজের টুইটটি শেষ করেন। 

শেন ওয়ার্ন এই টুইট করেছিলেন আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে। আর সন্ধ্যা ৮টার দিকে আসে তাঁর মৃত্যুর খবর। 

মৃত্যুর কিছুক্ষণ আগেই সাবেক সতীর্থ রড মার্শের বিদায়ে শোক জানিয়ে টুইট করেছিলেন শেন ওয়ার্ননিঃসন্দেহে আজ অস্ট্রেলিয়া ক্রিকেটের জন্য অনেক বড় শোকের দিন। এত কম সময়ের ব্যবধানে রড মার্শ ও শেন ওয়ার্নের মতো ক্রিকেট কিংবদন্তিকে হারানো শুধু অস্ট্রেলিয়া নয়, গোটা বিশ্বকেই স্তম্ভিত করে দিয়েছে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান, বিক্ষোভকারীরা ট্রাম্পতুষ্টি করছে বললেন খামেনি

খামেনির ছবিতে আগুন দিয়ে সিগারেট ধরাচ্ছেন ইরানি নারীরা—নেপথ্যে কী?

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত