Ajker Patrika

দুই বছর পর ফিরেছেন ইবাদত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইবাদত হোসেন ফিরছেন শ্রীলঙ্কা সিরিজে। ফাইল ছবি
ইবাদত হোসেন ফিরছেন শ্রীলঙ্কা সিরিজে। ফাইল ছবি

দুই বছর পর জাতীয় দলে ফিরলেন ইবাদত হোসেন। ২০২৩ সালের জুলাইয়ে চোটে পড়ার পর লম্বা সময় আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন ৩১ বছর বয়সী পেসার। বিসিবি আজ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে।

গত এপ্রিলের জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাঠে টেস্ট সিরিজের দলটাই প্রায় রাখা হয়েছে আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য। গত সিরিজের মতো এবারও নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, সহঅধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দলের পেস আক্রমণে আছেন ইবাদত, হাসান মাহমুদ, নাহিদ রানা ও সৈয়দ খালেদ আহমেদ। লঙ্কান কন্ডিশন বিবেচনায় রেখে স্পিনার আছেন চারজন। অভিজ্ঞ মিরাজ-তাইজুলের সঙ্গে নাঈম আর হাসান মুরাদ। টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ শ্রীলঙ্কায় রওনা দেবে ১৩ জুন। ঈদের আগে শুধু টেস্ট খেলা ক্রিকেটাররা শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

সিরিজের প্রথম টেস্ট গলে শুরু ১৭ জুন। দ্বিতীয় টেস্ট শুরু কলম্বোয় ২৫ জুন।

শ্রীলঙ্কা সফরের টেস্ট দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহিদুল ইসলাম ভূঁইয়া, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহঅধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা ও সৈয়দ খালেদ আহমেদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত