নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বন্ধের ঘোষণা দিয়েছিলেন ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। আজও তাঁর দাবি একটাই। নাজমুল পদত্যাগ না করলে মাঠে না নামার ঘোষণা দিয়েছেন তিনি।
বনানীতে আজ দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছিলেন মিঠুন। লিটন দাস, তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজরা ছিলেন এই সভায়। সম্মিলিত আলোচনা করেই ক্রিকেট না চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিঠুন। সংবাদ সম্মেলনে মিঠুন বলেন, ‘এই নিয়ে আমাদের ক্রিকেটারদের মধ্যে আলাপ-আলোচনা হয়েছে। কাল রাত থেকে বিভিন্ন সময়ে শুধু প্রসিডিউর, প্রসিডিউর, প্রসিডিউর শব্দটা শুনছি। একটা পর্যায়ে তারা ওএসডি করতে চেয়েছিল (নাজমুলকে)। সেটা আমরা মেনে নেইনি। তাঁর (নাজমুল) জন্য ৪৮ ঘণ্টা সময় চেয়েছিল। তাদের (বিসিবি) প্রসিডিউর অনুযায়ী নাকি ৪৮ ঘণ্টা সময় লাগবে। আমি ক্রিকেটারদের সঙ্গে আলাপ-আলোচনা করেছি। আলোচনার পরে আমাদের প্রশ্ন হচ্ছে ৪৮ ঘণ্টা পরে যদি তিনি এখান (বিসিবি) থেকে পদত্যাগ না করেন, তারপরও তো আমাদের খেলা বন্ধ করতে হচ্ছে।’
কদিন আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলায় তোপের মুখে পড়েন এম নাজমুল ইসলাম। তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন, মুমিনুল হকরা তখন নাজমুলের পেশাদারত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। মিঠুনও গত রাতে নাজমুলের শব্দচয়ন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া—গতকাল এমন বক্তব্য দেওয়ায় নাজমুলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বিসিবি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
মিঠুনের সোজাসাপটা উত্তর নাজমুল থাকলে কোনোমতেই ক্রিকেটাররা মাঠে নামবেন না। এটার দায় ক্রিকেটাররা কোনোভাবেই নেবেন না বলে জানিয়েছেন। এর পুরো দায়ভার বিসিবিকে নিতে হবে বলে উল্লেখ করেছেন তিনি। কোয়াব সভাপতি বলেন, ‘তারা (বিসিবি) এখন অনুরোধ করছে আমাদের খেলতে। আমরা যদি মাঠে আজ ধরেন প্রতিবাদস্বরূপ প্রথম ম্যাচ বর্জন করলাম। প্রথম ম্যাচ হলো না। দ্বিতীয় ম্যাচ থেকে যদি আমরা খেলতেও যাই, তারা ৪৮ ঘণ্টার যে সময় চেয়েছে, ৪৮ ঘণ্টা পরে যদি তাঁকে (নাজমুল) না সরানো হয়, তাহলে খেলা বন্ধই রাখতে হচ্ছে। আমরা মাঠে যাব একটাই শর্তে। বিসিবি থেকে তারা এসে আপনাদের সামনে এসে যদি প্রতিশ্রুতি দেন, ঠিক আছে আমরা নিশ্চয়তা দিচ্ছি। ৪৮ ঘণ্টার মধ্যে এই লোক থাকবে না। যদি (নাজমুল) থাকেন, তখন ক্রিকেটাররা যদি খেলা বন্ধ করে, সেটার জন্য তাদের ওপরে কোনো দায়ভার যাবে না। তার সম্পূর্ণ দায়িত্ব বিসিবি নেবে। এই শর্তে মাঠে ফিরতে পারি, যদি আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসে। এটা নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু কোনো নিশ্চয়তা পাইনি।’
মিরপুরে আজ সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা রাজশাহী ওয়ারিয়র্স-সিলেট টাইটানস ম্যাচ। এই ম্যাচও মাঠে গড়ায় কি না, তা নিয়ে রয়েছে সন্দেহ। সে যা-ই হোক, মিঠুনের চাওয়া আজকের প্রথম ম্যাচ (চট্টগ্রাম রয়্যালস-নোয়াখালী এক্সপ্রেস) এরপর যখনই হবে দর্শকেরা যেন ফ্রিতে খেলা দেখতে পারেন। বনানীর শেরাটন হোটেলে কোয়াব সভাপতি বলেন, ‘আজকের যে প্রথম ম্যাচটা বাতিল হলো, জানি না দ্বিতীয় ম্যাচটা হবে কি না। কিন্তু আমাদের বোর্ডের কাছে অনুরোধ থাকবে আজ যে দর্শকেরা টিকিট কেটে এসেছেন, এটা তো অবশ্যই ভবিষ্যতে পুষিয়ে দেওয়া হবে। সে সময় যেন তারা ফ্রিতে খেলা দেখতে পারেন, আজকের টিকিট দিয়ে যেন খেলাটা দেখতে পারেন, সেটা আমাদের একটা শর্ত ছিল।’

এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বন্ধের ঘোষণা দিয়েছিলেন ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। আজও তাঁর দাবি একটাই। নাজমুল পদত্যাগ না করলে মাঠে না নামার ঘোষণা দিয়েছেন তিনি।
বনানীতে আজ দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছিলেন মিঠুন। লিটন দাস, তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজরা ছিলেন এই সভায়। সম্মিলিত আলোচনা করেই ক্রিকেট না চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিঠুন। সংবাদ সম্মেলনে মিঠুন বলেন, ‘এই নিয়ে আমাদের ক্রিকেটারদের মধ্যে আলাপ-আলোচনা হয়েছে। কাল রাত থেকে বিভিন্ন সময়ে শুধু প্রসিডিউর, প্রসিডিউর, প্রসিডিউর শব্দটা শুনছি। একটা পর্যায়ে তারা ওএসডি করতে চেয়েছিল (নাজমুলকে)। সেটা আমরা মেনে নেইনি। তাঁর (নাজমুল) জন্য ৪৮ ঘণ্টা সময় চেয়েছিল। তাদের (বিসিবি) প্রসিডিউর অনুযায়ী নাকি ৪৮ ঘণ্টা সময় লাগবে। আমি ক্রিকেটারদের সঙ্গে আলাপ-আলোচনা করেছি। আলোচনার পরে আমাদের প্রশ্ন হচ্ছে ৪৮ ঘণ্টা পরে যদি তিনি এখান (বিসিবি) থেকে পদত্যাগ না করেন, তারপরও তো আমাদের খেলা বন্ধ করতে হচ্ছে।’
কদিন আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলায় তোপের মুখে পড়েন এম নাজমুল ইসলাম। তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন, মুমিনুল হকরা তখন নাজমুলের পেশাদারত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। মিঠুনও গত রাতে নাজমুলের শব্দচয়ন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া—গতকাল এমন বক্তব্য দেওয়ায় নাজমুলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বিসিবি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
মিঠুনের সোজাসাপটা উত্তর নাজমুল থাকলে কোনোমতেই ক্রিকেটাররা মাঠে নামবেন না। এটার দায় ক্রিকেটাররা কোনোভাবেই নেবেন না বলে জানিয়েছেন। এর পুরো দায়ভার বিসিবিকে নিতে হবে বলে উল্লেখ করেছেন তিনি। কোয়াব সভাপতি বলেন, ‘তারা (বিসিবি) এখন অনুরোধ করছে আমাদের খেলতে। আমরা যদি মাঠে আজ ধরেন প্রতিবাদস্বরূপ প্রথম ম্যাচ বর্জন করলাম। প্রথম ম্যাচ হলো না। দ্বিতীয় ম্যাচ থেকে যদি আমরা খেলতেও যাই, তারা ৪৮ ঘণ্টার যে সময় চেয়েছে, ৪৮ ঘণ্টা পরে যদি তাঁকে (নাজমুল) না সরানো হয়, তাহলে খেলা বন্ধই রাখতে হচ্ছে। আমরা মাঠে যাব একটাই শর্তে। বিসিবি থেকে তারা এসে আপনাদের সামনে এসে যদি প্রতিশ্রুতি দেন, ঠিক আছে আমরা নিশ্চয়তা দিচ্ছি। ৪৮ ঘণ্টার মধ্যে এই লোক থাকবে না। যদি (নাজমুল) থাকেন, তখন ক্রিকেটাররা যদি খেলা বন্ধ করে, সেটার জন্য তাদের ওপরে কোনো দায়ভার যাবে না। তার সম্পূর্ণ দায়িত্ব বিসিবি নেবে। এই শর্তে মাঠে ফিরতে পারি, যদি আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসে। এটা নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু কোনো নিশ্চয়তা পাইনি।’
মিরপুরে আজ সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা রাজশাহী ওয়ারিয়র্স-সিলেট টাইটানস ম্যাচ। এই ম্যাচও মাঠে গড়ায় কি না, তা নিয়ে রয়েছে সন্দেহ। সে যা-ই হোক, মিঠুনের চাওয়া আজকের প্রথম ম্যাচ (চট্টগ্রাম রয়্যালস-নোয়াখালী এক্সপ্রেস) এরপর যখনই হবে দর্শকেরা যেন ফ্রিতে খেলা দেখতে পারেন। বনানীর শেরাটন হোটেলে কোয়াব সভাপতি বলেন, ‘আজকের যে প্রথম ম্যাচটা বাতিল হলো, জানি না দ্বিতীয় ম্যাচটা হবে কি না। কিন্তু আমাদের বোর্ডের কাছে অনুরোধ থাকবে আজ যে দর্শকেরা টিকিট কেটে এসেছেন, এটা তো অবশ্যই ভবিষ্যতে পুষিয়ে দেওয়া হবে। সে সময় যেন তারা ফ্রিতে খেলা দেখতে পারেন, আজকের টিকিট দিয়ে যেন খেলাটা দেখতে পারেন, সেটা আমাদের একটা শর্ত ছিল।’

বিতর্কিত পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানসহ সব কর্মকাণ্ড থেকে সরিয়ে দিয়েছে বিসিবি। আজ অনলাইনে এক জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবির এক সূত্র।
১৮ মিনিট আগে
সবকিছু ঠিকঠাক থাকলে এতক্ষণে মিরপুরে চট্টগ্রাম রয়্যালস-নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচের প্রথম ইনিংস শেষ হয়ে যেত। বেলা ১টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। তবে ক্রিকেটাররা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পরিবর্তে চলে গেছেন বনানি শেরাটন হোটেলে। নির্ধারিত সময়ে তাই দুপুরের ম্যাচ শুরু করা সম্ভব হয়নি।
২ ঘণ্টা আগে
ছেলেদের সাফে গতকাল লড়াই হলো বেশ। অথচ মেয়েদের সাফে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারল না ভারত। অধিনায়ক সাবিনা খাতুনের জোড়া গোলে দারুণ জয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতকে আজ ৩-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), আইপিএল, পাকিস্তান সুপার লিগ, আইএল টি-টোয়েন্টি, এসএ টোয়েন্টিসহ বিশ্বের প্রায় সব ধরনের টুর্নামেন্টেই দেখা যায় আফগানিস্তানের ক্রিকেটারদের। মোহাম্মদ নবি, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজল হক ফারুকিদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই টুর্নামেন্টগুলোতে
৩ ঘণ্টা আগে