Ajker Patrika

এশিয়া কাপ তবে ৫ সেপ্টেম্বর শুরু

ক্রীড়া ডেস্ক    
এশিয়া কাপ তবে ৫ সেপ্টেম্বর শুরু
২০২৩ এশিয়া কাপে ভারতকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। ছবি: ক্রিকইনফো

২০২৫ এশিয়া কাপ নিয়ে ধীরে ধীরে কাটছে অনিশ্চয়তা। আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ না করা হলেও ভারতীয় সংবাদমাধ্যম থেকে শোনা যাচ্ছে আশার খবর। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই শুরু হতে যাচ্ছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর।

টাইমস অব ইন্ডিয়া এশিয়া কাপ নিয়ে আজ এক প্রতিবেদন প্রকাশ করেছে।ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ১৭ দিনের সূচি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) চূড়ান্ত করে ফেলেছে। ৫ সেপ্টেম্বর শুরু হতে পারে এশিয়া কাপ। শিরোপা নির্ধারণী ম্যাচ হতে পারে ২১ সেপ্টেম্বর। টুর্নামেন্টের আয়োজক ভারত হলেও টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরাতে হওয়ার সম্ভাবনা বেশি।

দ্বিপক্ষীয় সিরিজ না হওয়ায় ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার সুযোগ পায় শুধু এশিয়া কাপ ও আইসিসি ইভেন্টে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ তাই বেশি। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ভারত–পাকিস্তান ম্যাচ হতে পারে ৭ সেপ্টেম্বর। এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। কারণ, আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত,আফগানিস্তান—এই ছয় দল নিয়ে হবে এশিয়া কাপ। গ্রুপ পর্ব থেকে শীর্ষ দলগুলো সুপার ফোরে উঠবে। সুপার ফোর থেকে পয়েন্ট তালিকার প্রথম দুইয়ে থাকা দল দুটি খেলবে ফাইনাল। সেক্ষেত্রে ভারত-পাকিস্তান ম্যাচ দুইবার হতে পারে।

এ বছরের এপ্রিল মাসে কাশ্মীরের পেহেলগামে হামলার কারণে দুই প্রতিবেশী ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। এমনকি এশিয়া কাপ থেকে ভারত নিজেদের নাম প্রত্যাহার করতে পারে বলে শোনা গিয়েছিল। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সেটাকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছিল। পরবর্তীতে স্টার স্পোর্টস নাজমুল হোসেন শান্ত, সূর্যকুমার যাদব, চারিথ আসালাঙ্কাকে নিয়ে একটি প্রোমো বানিয়েছে। ধীরে ধীরে এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তার কালো মেঘও দূর হতে থাকে।

মূল আয়োজক হিসেবে ২০২৫ এশিয়া কাপে এখনো ভারতের নাম রয়েছে। তবে এই টুর্নামেন্ট ‘হাইব্রিড মডেলে’ আয়োজনের কথাবার্তা চলছে। ২০২৪-এর ডিসেম্বরে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে একে অপরের দেশে দল না পাঠানোর সমঝোতা হয়েছে। যার ভিত্তিতে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হয়েছে। এর আগে ২০২৩ এশিয়া কাপও হয়েছিল হাইব্রিড মডেলে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের ম্যাচগুলো ভারত তখন শ্রীলঙ্কায় খেলেছিল। স্বাগতিক লঙ্কানদের কাঁদিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছিল ভারত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত