
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আয় নেই এমন নয়। বিশ্বের ধনী ক্রিকেট বোর্ডের তালিকায় ওপরের দিকেই আছে তারা। তারপরও ঠিক মতো বেতন পাচ্ছেন না পাকিস্তান নারী দলের ক্রিকেটাররা। এক-দুই মাস নয়, চার মাসের বেতন বকেয়া পড়েছে তাঁদের।
সেই বেতনের অপেক্ষায় থেকে আজ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল পাকিস্তান। আজ শারজায় টুর্নামেন্টের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছেন ফাতিমা সানারা। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
পাকিস্তান নারী ক্রিকেটারদের বেতন বকেয়া থাকার বিষয়টি আজ এক প্রতিবেদনে প্রকাশ করেছে ক্রিকবাজ। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইটটি জানিয়েছে, বোর্ডের সঙ্গে বর্তমানে ২৩ মাসের চুক্তিতে থাকলেও গত চার মাসের বেতন পাননি পাকিস্তানের মেয়েরা। এই চুক্তি শুরু হয় গত বছরের ১ আগস্ট থেকে। তবে গত বছরের এ বছরের জুন থেকে বেতন পরিশোধ করা হয়নি তাদের। এই চুক্তি শেষ হওয়ার কথা ২০২৫ সালের ৩০ জুনে।
বেতন পরিশোধের ব্যাপারে পিসিবি ক্রিকবাজকে বলেছে, ‘এ নিয়ে কাজ চলছে। তালিকা চূড়ান্ত এবং অনুমোদিত হওয়ার সঙ্গে সঙ্গে চুক্তি ১ জুলাই থেকে কার্যকর হবে।
কবে বেতন পরিশোধ করা হবে—এ নিয়ে ক্রিকবাজকে পিসিবির এক সূত্র বলেছে, ‘খুব বেশি বিলম্ব হয়ে গেছে এবং সমস্ত বিষয়ে সমাধানের জন্য সময়ের অভাব রয়েছে।’
পিসিবি ছেলে ও মেয়েদের ভিন্ন ভিন্ন বেতন দিয়ে থাকে। কেন্দ্রীয় চুক্তিতে থাকা পাকিস্তান পুরুষ ক্রিকেট দলেরও বেতন গত চার মাসের জন্য বাকি পড়েছিল।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আয় নেই এমন নয়। বিশ্বের ধনী ক্রিকেট বোর্ডের তালিকায় ওপরের দিকেই আছে তারা। তারপরও ঠিক মতো বেতন পাচ্ছেন না পাকিস্তান নারী দলের ক্রিকেটাররা। এক-দুই মাস নয়, চার মাসের বেতন বকেয়া পড়েছে তাঁদের।
সেই বেতনের অপেক্ষায় থেকে আজ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল পাকিস্তান। আজ শারজায় টুর্নামেন্টের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছেন ফাতিমা সানারা। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
পাকিস্তান নারী ক্রিকেটারদের বেতন বকেয়া থাকার বিষয়টি আজ এক প্রতিবেদনে প্রকাশ করেছে ক্রিকবাজ। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইটটি জানিয়েছে, বোর্ডের সঙ্গে বর্তমানে ২৩ মাসের চুক্তিতে থাকলেও গত চার মাসের বেতন পাননি পাকিস্তানের মেয়েরা। এই চুক্তি শুরু হয় গত বছরের ১ আগস্ট থেকে। তবে গত বছরের এ বছরের জুন থেকে বেতন পরিশোধ করা হয়নি তাদের। এই চুক্তি শেষ হওয়ার কথা ২০২৫ সালের ৩০ জুনে।
বেতন পরিশোধের ব্যাপারে পিসিবি ক্রিকবাজকে বলেছে, ‘এ নিয়ে কাজ চলছে। তালিকা চূড়ান্ত এবং অনুমোদিত হওয়ার সঙ্গে সঙ্গে চুক্তি ১ জুলাই থেকে কার্যকর হবে।
কবে বেতন পরিশোধ করা হবে—এ নিয়ে ক্রিকবাজকে পিসিবির এক সূত্র বলেছে, ‘খুব বেশি বিলম্ব হয়ে গেছে এবং সমস্ত বিষয়ে সমাধানের জন্য সময়ের অভাব রয়েছে।’
পিসিবি ছেলে ও মেয়েদের ভিন্ন ভিন্ন বেতন দিয়ে থাকে। কেন্দ্রীয় চুক্তিতে থাকা পাকিস্তান পুরুষ ক্রিকেট দলেরও বেতন গত চার মাসের জন্য বাকি পড়েছিল।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৪ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৪ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৪ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৭ ঘণ্টা আগে