
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কিউরেটরের চাকরি কদিন আগে ছেড়েছেন টনি হেমিং। এক সপ্তাহ যেতে না যেতেই এবার পাকিস্তানে প্রধান কিউরেটর হিসেবে নিয়োগ পেলেন অস্ট্রেলিয়ার এই কিউরেটর।
হেমিংকে নিয়োগ দেওয়ার কথা পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে। অস্ট্রেলিয়ার কিউরেটরের সঙ্গে চুক্তিটা দুই বছরের বলে জানিয়েছে পিসিবি। তিনি আগামীকাল লাহোরে পৌঁছাবেন বলে পিসিবি জানিয়েছে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের পিচ তৈরি করার মধ্য দিয়ে হেমিংয়ের পাকিস্তান পর্ব শুরু হচ্ছে। আগস্ট-সেপ্টেম্বরে রাওয়ালপিন্ডি ও করাচিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ-পাকিস্তান। অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য পিচ তৈরির দায়িত্বও হেমিংয়ের কাঁধে। তখন তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান-ইংল্যান্ড। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পিচ তত্ত্বাবধানের ব্যাপারটিও দেখবেন তিনি। প্রস্তাবিত সূচি অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত হবে মিনি বিশ্বকাপ নামে খ্যাত এই টুর্নামেন্ট।
কিউরেটর হিসেবে দারুণ সুখ্যাতি রয়েছে হেমিংয়ের। আইসিসি ক্রিকেট একাডেমি এবং দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এ ছাড়া পার্থের ওয়াকা ক্রিকেট গ্রাউন্ডের সয়েল অ্যাডভাইজর ও কনসালটেন্ট ছিলেন হেমিং। ওমান ক্রিকেট একাডেমির আইসিসি পিচ কনসালটেন্টও ছিলেন এই অস্ট্রেলিয়ান কিউরেটর। পার্থের অপটাস স্টেডিয়াম ও রিয়াদের কিং ফাহাদ আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম—এ দুই স্টেডিয়ামের এরেনা ম্যানেজার ছিলেন। আইসিসি ক্রিকেট একাডেমির উপস্থাপক ও শিক্ষাবিদ ছিলেন তিনি।
২০২৩ সালের জুলাইয়ে দুই বছরের চুক্তিতে হেমিংকে নিয়োগ দিয়েছিল বিসিবি। সেখানে এক বছর না হতেই সেই দায়িত্ব ছাড়লেন তিনি। হেমিংয়ের ভবিষ্যতের জন্য শুভকামনা জানায় বিসিবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কিউরেটরের চাকরি কদিন আগে ছেড়েছেন টনি হেমিং। এক সপ্তাহ যেতে না যেতেই এবার পাকিস্তানে প্রধান কিউরেটর হিসেবে নিয়োগ পেলেন অস্ট্রেলিয়ার এই কিউরেটর।
হেমিংকে নিয়োগ দেওয়ার কথা পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে। অস্ট্রেলিয়ার কিউরেটরের সঙ্গে চুক্তিটা দুই বছরের বলে জানিয়েছে পিসিবি। তিনি আগামীকাল লাহোরে পৌঁছাবেন বলে পিসিবি জানিয়েছে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের পিচ তৈরি করার মধ্য দিয়ে হেমিংয়ের পাকিস্তান পর্ব শুরু হচ্ছে। আগস্ট-সেপ্টেম্বরে রাওয়ালপিন্ডি ও করাচিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ-পাকিস্তান। অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য পিচ তৈরির দায়িত্বও হেমিংয়ের কাঁধে। তখন তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান-ইংল্যান্ড। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পিচ তত্ত্বাবধানের ব্যাপারটিও দেখবেন তিনি। প্রস্তাবিত সূচি অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত হবে মিনি বিশ্বকাপ নামে খ্যাত এই টুর্নামেন্ট।
কিউরেটর হিসেবে দারুণ সুখ্যাতি রয়েছে হেমিংয়ের। আইসিসি ক্রিকেট একাডেমি এবং দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এ ছাড়া পার্থের ওয়াকা ক্রিকেট গ্রাউন্ডের সয়েল অ্যাডভাইজর ও কনসালটেন্ট ছিলেন হেমিং। ওমান ক্রিকেট একাডেমির আইসিসি পিচ কনসালটেন্টও ছিলেন এই অস্ট্রেলিয়ান কিউরেটর। পার্থের অপটাস স্টেডিয়াম ও রিয়াদের কিং ফাহাদ আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম—এ দুই স্টেডিয়ামের এরেনা ম্যানেজার ছিলেন। আইসিসি ক্রিকেট একাডেমির উপস্থাপক ও শিক্ষাবিদ ছিলেন তিনি।
২০২৩ সালের জুলাইয়ে দুই বছরের চুক্তিতে হেমিংকে নিয়োগ দিয়েছিল বিসিবি। সেখানে এক বছর না হতেই সেই দায়িত্ব ছাড়লেন তিনি। হেমিংয়ের ভবিষ্যতের জন্য শুভকামনা জানায় বিসিবি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৯ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৯ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
১১ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১৪ ঘণ্টা আগে