
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও দাপট দেখিয়ে জয় তুলে নিল বাংলাদেশ। ৯ উইকেটের এই জয়ে এক মুহূর্তের জন্যও মনে হয়নি ম্যাচটা হারতে পারে বাংলাদেশ। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করল তামিম ইকবালের দল। একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দশম ওয়ানডে জিতল বাংলাদেশ।
গায়ানায় উইন্ডিজের দেওয়া ১০৯ রানের লক্ষ্য সহজেই উতরে গেছে বাংলাদেশ। তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তর উদ্বোধনী জুটি থেকে আসে ৪৮ রান। এরপর শান্ত ব্যক্তিগত ২০ রানে ফিরলে লিটন দাসকে নিয়ে স্বাচ্ছন্দ্যে বাকি পথ পারি দেন তামিম। তামিম শেষ পর্যন্ত ৫০ রানে ও লিটন ৩২ রানে অপরাজিত থাকেন।
এর আগে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিতের লক্ষ্যে খেলতে নেমে বোলাররা তাঁদের কাজ সফলভাবেই করেছেন। ম্যাচের শুরু থেকেই উইন্ডিজকে চাপে রেখেছিলেন মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদরা। এক বছর পর ওয়ানডে দলে সুযোগ পাওয়া মোসাদ্দেক এনে দিয়েছেন প্রথম ব্রেক থ্রু। ২৭ রানে উদ্বোধনী জুটি ভাঙেন এই অলরাউন্ডার। এরপর নাসুম আহমেদের ঘূর্ণিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে উইন্ডিজের টপ অর্ডার।
টানা তিন ব্যাটারকে ফিরিয়ে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপের মেরুদণ্ডই ভেঙে দেন নাসুম। ৪৫ রানে ৪ উইকেট হারানো উইন্ডিজকে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ দেননি মিরাজ-শরিফুলরা। নাসুম যদি উইন্ডিজ ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড ভেঙে দেন তবে লেজ মুড়িয়ে দেওয়ার কাজ করেছেন মিরাজ। ২৯ রান দিয়ে ৪ উইকেট নেন মিরাজ। আর ১৯ রান খরচায় নাসুমের শিকার ৩ উইকেট। স্পিনারদের ঘূর্ণিতে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ এক শর আগেই অলআউটের শঙ্কা জাগিয়েছিল। শেষ পর্যন্ত কিমো পলের অপরাজিত ২৫ রানের সুবাদে টেনেটুনে এক শ পার করে নিকোলাস পুরানের দল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও দাপট দেখিয়ে জয় তুলে নিল বাংলাদেশ। ৯ উইকেটের এই জয়ে এক মুহূর্তের জন্যও মনে হয়নি ম্যাচটা হারতে পারে বাংলাদেশ। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করল তামিম ইকবালের দল। একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দশম ওয়ানডে জিতল বাংলাদেশ।
গায়ানায় উইন্ডিজের দেওয়া ১০৯ রানের লক্ষ্য সহজেই উতরে গেছে বাংলাদেশ। তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তর উদ্বোধনী জুটি থেকে আসে ৪৮ রান। এরপর শান্ত ব্যক্তিগত ২০ রানে ফিরলে লিটন দাসকে নিয়ে স্বাচ্ছন্দ্যে বাকি পথ পারি দেন তামিম। তামিম শেষ পর্যন্ত ৫০ রানে ও লিটন ৩২ রানে অপরাজিত থাকেন।
এর আগে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিতের লক্ষ্যে খেলতে নেমে বোলাররা তাঁদের কাজ সফলভাবেই করেছেন। ম্যাচের শুরু থেকেই উইন্ডিজকে চাপে রেখেছিলেন মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদরা। এক বছর পর ওয়ানডে দলে সুযোগ পাওয়া মোসাদ্দেক এনে দিয়েছেন প্রথম ব্রেক থ্রু। ২৭ রানে উদ্বোধনী জুটি ভাঙেন এই অলরাউন্ডার। এরপর নাসুম আহমেদের ঘূর্ণিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে উইন্ডিজের টপ অর্ডার।
টানা তিন ব্যাটারকে ফিরিয়ে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপের মেরুদণ্ডই ভেঙে দেন নাসুম। ৪৫ রানে ৪ উইকেট হারানো উইন্ডিজকে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ দেননি মিরাজ-শরিফুলরা। নাসুম যদি উইন্ডিজ ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড ভেঙে দেন তবে লেজ মুড়িয়ে দেওয়ার কাজ করেছেন মিরাজ। ২৯ রান দিয়ে ৪ উইকেট নেন মিরাজ। আর ১৯ রান খরচায় নাসুমের শিকার ৩ উইকেট। স্পিনারদের ঘূর্ণিতে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ এক শর আগেই অলআউটের শঙ্কা জাগিয়েছিল। শেষ পর্যন্ত কিমো পলের অপরাজিত ২৫ রানের সুবাদে টেনেটুনে এক শ পার করে নিকোলাস পুরানের দল।

ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না—গতকাল এমন বিতর্কিত মন্তব্যের পর তোপের মুখে পড়েন পরিচালক এম নাজমুল ইসলাম। তাঁর পদত্যাগের দাবিতে আজ মেহেদী হাসান মিরাজ-মোহাম্মদ মিঠুনরা খেলা বয়কট করেছেন।
১০ মিনিট আগে
দিনের প্রথম ম্যাচের মতো আজ বিপিএলের দ্বিতীয় ম্যাচও মাঠে গড়ানোর কোনো ইঙ্গিত নেই। সন্ধ্যা ৬টায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানসের ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও টসের সময় (সাড়ে ৫টা) ইতোমধ্যেই পেরিয়েছে। দুই দলের কেউই এখনো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসে পৌঁছায়নি।
২৬ মিনিট আগে
এম নাজমুল ইসলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) থাকলে মাঠে ফিরবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা। বনানীর শেরাটন হোটেলে ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াবের সভাপতি মিঠুন সংবাদ সম্মেলন শেষে এমনটা জানানোর অল্প কিছুক্ষণ পরেই তাঁকে অব্যহতি দিয়েছে বিসিবি। তবে তাঁকে পরিচালক পদ থেকে সরানোর সুযো
৪৪ মিনিট আগে
বিতর্কিত পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানসহ সব কর্মকাণ্ড থেকে সরিয়ে দিয়েছে বিসিবি। আজ অনলাইনে এক জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবির এক সূত্র।
২ ঘণ্টা আগে