
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও দাপট দেখিয়ে জয় তুলে নিল বাংলাদেশ। ৯ উইকেটের এই জয়ে এক মুহূর্তের জন্যও মনে হয়নি ম্যাচটা হারতে পারে বাংলাদেশ। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করল তামিম ইকবালের দল। একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দশম ওয়ানডে জিতল বাংলাদেশ।
গায়ানায় উইন্ডিজের দেওয়া ১০৯ রানের লক্ষ্য সহজেই উতরে গেছে বাংলাদেশ। তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তর উদ্বোধনী জুটি থেকে আসে ৪৮ রান। এরপর শান্ত ব্যক্তিগত ২০ রানে ফিরলে লিটন দাসকে নিয়ে স্বাচ্ছন্দ্যে বাকি পথ পারি দেন তামিম। তামিম শেষ পর্যন্ত ৫০ রানে ও লিটন ৩২ রানে অপরাজিত থাকেন।
এর আগে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিতের লক্ষ্যে খেলতে নেমে বোলাররা তাঁদের কাজ সফলভাবেই করেছেন। ম্যাচের শুরু থেকেই উইন্ডিজকে চাপে রেখেছিলেন মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদরা। এক বছর পর ওয়ানডে দলে সুযোগ পাওয়া মোসাদ্দেক এনে দিয়েছেন প্রথম ব্রেক থ্রু। ২৭ রানে উদ্বোধনী জুটি ভাঙেন এই অলরাউন্ডার। এরপর নাসুম আহমেদের ঘূর্ণিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে উইন্ডিজের টপ অর্ডার।
টানা তিন ব্যাটারকে ফিরিয়ে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপের মেরুদণ্ডই ভেঙে দেন নাসুম। ৪৫ রানে ৪ উইকেট হারানো উইন্ডিজকে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ দেননি মিরাজ-শরিফুলরা। নাসুম যদি উইন্ডিজ ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড ভেঙে দেন তবে লেজ মুড়িয়ে দেওয়ার কাজ করেছেন মিরাজ। ২৯ রান দিয়ে ৪ উইকেট নেন মিরাজ। আর ১৯ রান খরচায় নাসুমের শিকার ৩ উইকেট। স্পিনারদের ঘূর্ণিতে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ এক শর আগেই অলআউটের শঙ্কা জাগিয়েছিল। শেষ পর্যন্ত কিমো পলের অপরাজিত ২৫ রানের সুবাদে টেনেটুনে এক শ পার করে নিকোলাস পুরানের দল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও দাপট দেখিয়ে জয় তুলে নিল বাংলাদেশ। ৯ উইকেটের এই জয়ে এক মুহূর্তের জন্যও মনে হয়নি ম্যাচটা হারতে পারে বাংলাদেশ। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করল তামিম ইকবালের দল। একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দশম ওয়ানডে জিতল বাংলাদেশ।
গায়ানায় উইন্ডিজের দেওয়া ১০৯ রানের লক্ষ্য সহজেই উতরে গেছে বাংলাদেশ। তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তর উদ্বোধনী জুটি থেকে আসে ৪৮ রান। এরপর শান্ত ব্যক্তিগত ২০ রানে ফিরলে লিটন দাসকে নিয়ে স্বাচ্ছন্দ্যে বাকি পথ পারি দেন তামিম। তামিম শেষ পর্যন্ত ৫০ রানে ও লিটন ৩২ রানে অপরাজিত থাকেন।
এর আগে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিতের লক্ষ্যে খেলতে নেমে বোলাররা তাঁদের কাজ সফলভাবেই করেছেন। ম্যাচের শুরু থেকেই উইন্ডিজকে চাপে রেখেছিলেন মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদরা। এক বছর পর ওয়ানডে দলে সুযোগ পাওয়া মোসাদ্দেক এনে দিয়েছেন প্রথম ব্রেক থ্রু। ২৭ রানে উদ্বোধনী জুটি ভাঙেন এই অলরাউন্ডার। এরপর নাসুম আহমেদের ঘূর্ণিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে উইন্ডিজের টপ অর্ডার।
টানা তিন ব্যাটারকে ফিরিয়ে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপের মেরুদণ্ডই ভেঙে দেন নাসুম। ৪৫ রানে ৪ উইকেট হারানো উইন্ডিজকে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ দেননি মিরাজ-শরিফুলরা। নাসুম যদি উইন্ডিজ ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড ভেঙে দেন তবে লেজ মুড়িয়ে দেওয়ার কাজ করেছেন মিরাজ। ২৯ রান দিয়ে ৪ উইকেট নেন মিরাজ। আর ১৯ রান খরচায় নাসুমের শিকার ৩ উইকেট। স্পিনারদের ঘূর্ণিতে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ এক শর আগেই অলআউটের শঙ্কা জাগিয়েছিল। শেষ পর্যন্ত কিমো পলের অপরাজিত ২৫ রানের সুবাদে টেনেটুনে এক শ পার করে নিকোলাস পুরানের দল।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৯ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১০ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১০ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৩ ঘণ্টা আগে