Ajker Patrika

চোটে পড়েছেন রুট, ভালো অবস্থানে নেই ইংল্যান্ড

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৩: ৩৫
চোটে পড়েছেন রুট, ভালো অবস্থানে নেই ইংল্যান্ড

অ্যাডিলেড টেস্টে এমনিতেই ভালো অবস্থানে নেই ইংল্যান্ড। এদিকে দ্বিতীয় ইনিংসে জো রুটের ব্যাটিংয়ে নামা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আজ চতুর্থ দিন মাঠে নামার আগে অনুশীলনে চোট পেয়েছেন ইংলিশ অধিনায়ক। 

সকালে মাঠে নামার আগে অনুশীলনে থ্রো-ডাউনে ছোড়া বল সামলাতে গিয়ে আঘাত পান রুট। বল সজোরে তাঁর শরীরের নিচের অংশে লাগে। পরে আর মাঠেও নামেননি তিনি। রুটের চোট কতটা গুরুতর, সেটি জানার চেষ্টা করছে ইংল্যান্ডের মেডিকেল দল। তবে রুটের মাঠে নামা নিয়ে সংশয় আছে। 

অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজে ইংল্যান্ড সুবিধা করতে না পারলেও ভালো ছন্দে আছেন রুট। প্রথম ইনিংসে ৬২ রানের ইনিংস খেলার পথে বেশ কিছু রেকর্ড গড়েছেন। রুটের সামনে হাতছানি দিচ্ছে টেস্টে এক বর্ষপঞ্জিকায় সর্বোচ্চ রানের মালিক হওয়ার রেকর্ড। তবে তার আগে চোট কাটিয়ে তাঁকে মাঠে ফিরতে হবে। 

চতুর্থ দিনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭৪ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া। হাতে আছে আরও ৫ উইকেট। ইংল্যান্ডের ওপর রানের পাহাড় চাপিয়ে দিতে এখন উইকেটে আছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মার্নাস লাবুশেইন। ৩৫ রানে অপরাজিত আছেন এই টপ অর্ডার ব্যাটার। দলের এই বিপদের সময়ে অধিনায়ক রুটের মাঠ থেকে ছিটকে পড়া ইংল্যান্ডের জন্য বড় ধাক্কা।   
 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

পাকিস্তানের আকাশসীমায় অসুস্থ হয়ে বিমানের যাত্রীর মৃত্যু, জরুরি অবতরণ না করে তদন্তের মুখে পাইলট

আগামী সরকারকে হাসিনার চেয়ে বড় ফ্যাসিস্ট বানানোর সব উদ্যোগ চলছে: হাসনাত কাইয়ূম

স্বেচ্ছাসেবক দলের নেতার সঙ্গে গুলিবিদ্ধ মাসুদ ঢামেকে

৩৬৩টি আইফোনসহ তিন চীনা নাগরিক গ্রেপ্তার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত