ক্রীড়া ডেস্ক

স্যাম কারান-টম কারানের পর এবার জাতীয় দলের ডাক পেলেন তাঁদের আরেক ভাই বেন কারান। স্যাম ও টম ইংল্যান্ডের হয়ে খেললেও বেন সুযোগ পেলেন জিম্বাবুয়ের দলে। বেন অবশ্য ব্যাটিং অলরাউন্ডার। বোলিংয়ে বাঁহাতি স্পিনার।
জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে। এই দলে বাঁহাতি ব্যাটার বেন কারান ও বাঁহাতি পেসার নিউম্যান নিয়ামহুরি প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। ২৮ বছর বয়সী বেন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সেরই সুফল পেলেন। তিনি প্রয়াত কেভিন কারানের ছেলে, যিনি জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার ও কোচ ছিলেন। একই সঙ্গে দুই ইংলিশ ক্রিকেটার টম ও স্যাম কারানের ভাই। টম সবার বড়, মেজো ভাই বেন আর ছোট স্যাম।
১১,১৩ ও ১৪ ডিসেম্বর হারারেতে হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো। ১৭,১৯ ও ২১ ডিসেম্বর হবে ওয়ানডে ম্যাচগুলো। বেন কারান শুধু ৫০ ওভারের সিরিজেই আছেন। আর ১৮ বছর বয়সী নিয়ামহুরি জিম্বাবুয়ের উদীয়মান তরুণ ক্রিকেটার। এ বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জিম্বাবুয়ের সর্বোচ্চ ৮টি উইকেট শিকার করেছিলেন। দুই সংস্করণের দলেই আছেন তিনি। এই পেসারকে জিম্বাবুয়ে ক্রিকেটের ভবিষ্যৎ তারকা হিসেবে মনে করা হচ্ছে।
পাকিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে একটি করে ম্যাচ জিতেছে জিম্বাবুয়ে। আফগানদের বিপক্ষে সীমিত ওভারের ম্যাচ ছাড়াও দুই টেস্ট খেলবে জিম্বাবুয়ে। এর মধ্যে আছে বক্সিং ডে টেস্টও।
জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দল: সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ট্রেভর গওয়ান্ডু, তাকুডজওয়ানাশে কাইতানো, ওয়েসলি মাধেভেরে, তিনোটেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা ও নিউম্যান নিয়ামহুরি।
জিম্বাবুয়ের ওয়ানডে দল: ক্রেগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, জয়লর্ড গাম্বি, ট্রেভর গওয়ান্ডু, তিনোটেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামহুরি, ভিক্টর নিয়াউচি, সিকান্দার রাজা ও শন উইলিয়ামস।

স্যাম কারান-টম কারানের পর এবার জাতীয় দলের ডাক পেলেন তাঁদের আরেক ভাই বেন কারান। স্যাম ও টম ইংল্যান্ডের হয়ে খেললেও বেন সুযোগ পেলেন জিম্বাবুয়ের দলে। বেন অবশ্য ব্যাটিং অলরাউন্ডার। বোলিংয়ে বাঁহাতি স্পিনার।
জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে। এই দলে বাঁহাতি ব্যাটার বেন কারান ও বাঁহাতি পেসার নিউম্যান নিয়ামহুরি প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। ২৮ বছর বয়সী বেন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সেরই সুফল পেলেন। তিনি প্রয়াত কেভিন কারানের ছেলে, যিনি জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার ও কোচ ছিলেন। একই সঙ্গে দুই ইংলিশ ক্রিকেটার টম ও স্যাম কারানের ভাই। টম সবার বড়, মেজো ভাই বেন আর ছোট স্যাম।
১১,১৩ ও ১৪ ডিসেম্বর হারারেতে হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো। ১৭,১৯ ও ২১ ডিসেম্বর হবে ওয়ানডে ম্যাচগুলো। বেন কারান শুধু ৫০ ওভারের সিরিজেই আছেন। আর ১৮ বছর বয়সী নিয়ামহুরি জিম্বাবুয়ের উদীয়মান তরুণ ক্রিকেটার। এ বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জিম্বাবুয়ের সর্বোচ্চ ৮টি উইকেট শিকার করেছিলেন। দুই সংস্করণের দলেই আছেন তিনি। এই পেসারকে জিম্বাবুয়ে ক্রিকেটের ভবিষ্যৎ তারকা হিসেবে মনে করা হচ্ছে।
পাকিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে একটি করে ম্যাচ জিতেছে জিম্বাবুয়ে। আফগানদের বিপক্ষে সীমিত ওভারের ম্যাচ ছাড়াও দুই টেস্ট খেলবে জিম্বাবুয়ে। এর মধ্যে আছে বক্সিং ডে টেস্টও।
জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দল: সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ট্রেভর গওয়ান্ডু, তাকুডজওয়ানাশে কাইতানো, ওয়েসলি মাধেভেরে, তিনোটেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা ও নিউম্যান নিয়ামহুরি।
জিম্বাবুয়ের ওয়ানডে দল: ক্রেগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, জয়লর্ড গাম্বি, ট্রেভর গওয়ান্ডু, তিনোটেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামহুরি, ভিক্টর নিয়াউচি, সিকান্দার রাজা ও শন উইলিয়ামস।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো কি ভারতে হবে নাকি শ্রীলঙ্কায়, তা নিয়ে এখনো জটিলতা কাটেনি। এরই মধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিস্ফোরক এক মন্তব্য করেছেন।
২২ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদে
৪ ঘণ্টা আগে
টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন মনে করা হয় স্টিভ স্মিথকে। এই সংস্করণে প্রায় ১১০০০ রানের মালিক তিনি। যেভাবে এগোচ্ছেন তাতে ব্যাট-প্যাড তুলে রাখার পর কিংবদন্তির তকমা পাবেন সেটা বলাই যায়। রিশাদ হোসেনের চোখেও তাই স্মিথ একজন কিংবদন্তি।
৪ ঘণ্টা আগে