ক্রীড়া প্রতিবেদক, ঢাকা

অবৈধ বোলিং অ্যাকশনের কারণে এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ বোলার সাকিব আল হাসান। সেই রেশ না কাটতেই এবার একই সমস্যায় বাংলাদেশ দলের আরেক ক্রিকেটার আলিস আল ইসলাম। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এই মিস্ট্রি স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের অভিযোগ করেছেন আম্পায়াররা। বিপিএলের টেকনিক্যাল কমিটি ব্যাপারটি গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং চলতি বিপিএলে পরবর্তী ম্যাচ থেকে বোলার আলিসকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে।
বিপিএলের টেকনিক্যাল কমিটির প্রধান রকিবুল হাসান জানিয়েছেন, সাকিবের মতো বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে আলিসকে। পরীক্ষায় সফল হওয়ার আগ পর্যন্ত আর বোলিং করতে পারবেন না ২৮ বছর বয়সী এই ক্রিকেটার। বল করা ছাড়া খেলতে পারবেন তিনি, তবে সেটি শুধু ব্যাটার হিসেবেই।
আলিসের বোলিং নিষিদ্ধের ব্যাপারে টেকনিক্যাল কমিটির প্রধান রকিবুল হাসান আজকের পত্রিকাকে বললেন, ‘গত ম্যাচে চিটাগং কিংসের স্পিনার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন সন্দেহজনক মনে করে ফিল্ড আম্পায়ার রিপোর্ট দিয়েছেন। আজকে যদিও সে ম্যাচ খেলেছে। আমরা তার বোলিংকে সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ করছি। সাকিব আল হাসানের মতো আলিসকেও বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস করে বোলিং করতে পারবে।’
বোলিং নিষিদ্ধের ঘটনা আলিসের জন্য অবশ্য নতুন কিছু নয়। ২০১৯ সালে বিপিএল নিজের অভিষেক সংস্করণেই তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন আম্পায়াররা। সেবার পরীক্ষা দেওয়ার আগেই চোটে ৮ মাসের জন্য ছিটকে যান তিনি। পরে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে ঘরোয়া ক্রিকেটে ফেরেন এই রহস্য স্পিনার।
গত ১৯ জানুয়ারি বরিশাল-চট্টগ্রাম ম্যাচে আলিসের বোলিং অ্যাকশনে সন্দেহ জাগে আম্পায়ারদের। চলতি বিপিএলে বল হাতেও বেশ দারুণ সময় কাটছে তাঁর। ৮ ম্যাচে ৬.২৬ ইকোনমিতে এরই মধ্যে শিকার করেছেন ১৩ উইকেট। তাঁর দল চিটাগং কিংসও প্লে-আফের সম্ভাবনা জাগিয়ে রেখেছে। আজ ঢাকা ক্যাপিটালের বিপক্ষেও ৪ ওভারে ১৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন আলিস। তবে দারুণ ছন্দে থেকেই পেলেন দুঃসংবাদ। পরের ম্যাচ থেকে বোলিং আর দেখা যাবে না তাঁকে।

অবৈধ বোলিং অ্যাকশনের কারণে এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ বোলার সাকিব আল হাসান। সেই রেশ না কাটতেই এবার একই সমস্যায় বাংলাদেশ দলের আরেক ক্রিকেটার আলিস আল ইসলাম। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এই মিস্ট্রি স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের অভিযোগ করেছেন আম্পায়াররা। বিপিএলের টেকনিক্যাল কমিটি ব্যাপারটি গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং চলতি বিপিএলে পরবর্তী ম্যাচ থেকে বোলার আলিসকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে।
বিপিএলের টেকনিক্যাল কমিটির প্রধান রকিবুল হাসান জানিয়েছেন, সাকিবের মতো বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে আলিসকে। পরীক্ষায় সফল হওয়ার আগ পর্যন্ত আর বোলিং করতে পারবেন না ২৮ বছর বয়সী এই ক্রিকেটার। বল করা ছাড়া খেলতে পারবেন তিনি, তবে সেটি শুধু ব্যাটার হিসেবেই।
আলিসের বোলিং নিষিদ্ধের ব্যাপারে টেকনিক্যাল কমিটির প্রধান রকিবুল হাসান আজকের পত্রিকাকে বললেন, ‘গত ম্যাচে চিটাগং কিংসের স্পিনার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন সন্দেহজনক মনে করে ফিল্ড আম্পায়ার রিপোর্ট দিয়েছেন। আজকে যদিও সে ম্যাচ খেলেছে। আমরা তার বোলিংকে সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ করছি। সাকিব আল হাসানের মতো আলিসকেও বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস করে বোলিং করতে পারবে।’
বোলিং নিষিদ্ধের ঘটনা আলিসের জন্য অবশ্য নতুন কিছু নয়। ২০১৯ সালে বিপিএল নিজের অভিষেক সংস্করণেই তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন আম্পায়াররা। সেবার পরীক্ষা দেওয়ার আগেই চোটে ৮ মাসের জন্য ছিটকে যান তিনি। পরে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে ঘরোয়া ক্রিকেটে ফেরেন এই রহস্য স্পিনার।
গত ১৯ জানুয়ারি বরিশাল-চট্টগ্রাম ম্যাচে আলিসের বোলিং অ্যাকশনে সন্দেহ জাগে আম্পায়ারদের। চলতি বিপিএলে বল হাতেও বেশ দারুণ সময় কাটছে তাঁর। ৮ ম্যাচে ৬.২৬ ইকোনমিতে এরই মধ্যে শিকার করেছেন ১৩ উইকেট। তাঁর দল চিটাগং কিংসও প্লে-আফের সম্ভাবনা জাগিয়ে রেখেছে। আজ ঢাকা ক্যাপিটালের বিপক্ষেও ৪ ওভারে ১৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন আলিস। তবে দারুণ ছন্দে থেকেই পেলেন দুঃসংবাদ। পরের ম্যাচ থেকে বোলিং আর দেখা যাবে না তাঁকে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১২ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৩ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৩ ঘণ্টা আগে