
জ্যামাইকা টেস্টে প্রথম দিনেই সেঞ্চুরি পেয়ে যেতে পারতেন ফাওয়াদ আলম! তবে প্রচণ্ড গরমে মাংশ পেশিতে টান পড়লে ৭৬ রান করে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন। টেস্টের তৃতীয় দিনে এসে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। এই সেঞ্চুরিতে সবচেয়ে কম ইনিংসে ৫ সেঞ্চুরির দেখা পেলেন ফাওয়াদ।
শেষ পর্যন্ত ফাওয়াদকে আউটই করতে পারেননি ওয়েস্ট ইন্ডিয়ান বোলাররা। ১৭ চারে ১২৪ রান করে অপরাজিত ছিলেন এই পাকিস্তানি ব্যাটসম্যান। ফাওয়াদের সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে জ্যামাইকা টেস্টের ভালো অবস্থানে পাকিস্তান। একই সঙ্গে ব্যক্তিগত কিছু অর্জনও ধরা দিয়েছে এই বাঁহাতি আনঅর্থোডক্স এই ব্যাটসম্যানের। টেস্টে পাকিস্তানিদের মধ্যে সবচেয়ে কম ইনিংসে পঞ্চম সেঞ্চুরির দেখা পেয়েছেন। এই ৫ সেঞ্চুরি পেতে খেলেছেন ২২ ইনিংস।
২৮ ইনিংসে ৫ সেঞ্চুরি পাওয়া ইউনিস খানকে টপকে গেছেন ফাওয়াদ। শুধু পাকিস্তানই ব্যাটসম্যানদেরই পিছিয়ে ফেলেননি ইনিংসের হিসেবে ফাওয়াদের চেয়ে দ্রুত ৫ সেঞ্চুরি করতে পারেননি এশিয়ার কোনো ব্যাটসম্যান। পেছনে ফেলেছেন কিংবদন্তি সুনীল গাভাস্কার ও সৌরভ গাঙ্গুলীদের মতো ব্যাটসম্যানদেরও। ফাওয়াদের পর তালিকার দুই নম্বরে আছেন চেতেশ্বর পূজারা। ৫ সেঞ্চুরি পেতে পূজারা সময় নিয়েছেন ২৪ ইনিংস। গাঙ্গুলী ও গাভাস্কার দুজনই ক্যারিয়ারে প্রথম ৫ সেঞ্চুরিতে করতে সময় নিয়েছেন ২৫ ইনিংস। টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে ৬ বার পঞ্চাশোর্ধ্ব রান করে ৫টিই সেঞ্চুরিতে রূপ দিয়েছেন ফাওয়াদ। জ্যামাইকা টেস্টে ফাওয়াদের অপরাজিত ১২৪ রানের সুবাদে ৯ উইকেটে ৩০২ রান করেই ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান।
ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের শুরুর মতো ওয়েস্ট ইন্ডিজও বিপর্যয়ে পড়ে। তৃতীয় দিন শেষে স্কোরবোর্ডে ৩৯ রান তুলতেই নেই ৩ উইকেট। দুই ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট ও কাইরন পাওয়েল যথাক্রমে ৪ ও ৫ রান করে শাহিন আফ্রিদির শিকার হন। ১০ রান করা রোস্টন চেস বোল্ড হয়েছেন ফাহিম আশরাফের বলে। এনক্রুমাহ বনার (১৮ *) ও আলজারি জোসেফ (০ *) অপরাজিত আছেন।

জ্যামাইকা টেস্টে প্রথম দিনেই সেঞ্চুরি পেয়ে যেতে পারতেন ফাওয়াদ আলম! তবে প্রচণ্ড গরমে মাংশ পেশিতে টান পড়লে ৭৬ রান করে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন। টেস্টের তৃতীয় দিনে এসে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। এই সেঞ্চুরিতে সবচেয়ে কম ইনিংসে ৫ সেঞ্চুরির দেখা পেলেন ফাওয়াদ।
শেষ পর্যন্ত ফাওয়াদকে আউটই করতে পারেননি ওয়েস্ট ইন্ডিয়ান বোলাররা। ১৭ চারে ১২৪ রান করে অপরাজিত ছিলেন এই পাকিস্তানি ব্যাটসম্যান। ফাওয়াদের সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে জ্যামাইকা টেস্টের ভালো অবস্থানে পাকিস্তান। একই সঙ্গে ব্যক্তিগত কিছু অর্জনও ধরা দিয়েছে এই বাঁহাতি আনঅর্থোডক্স এই ব্যাটসম্যানের। টেস্টে পাকিস্তানিদের মধ্যে সবচেয়ে কম ইনিংসে পঞ্চম সেঞ্চুরির দেখা পেয়েছেন। এই ৫ সেঞ্চুরি পেতে খেলেছেন ২২ ইনিংস।
২৮ ইনিংসে ৫ সেঞ্চুরি পাওয়া ইউনিস খানকে টপকে গেছেন ফাওয়াদ। শুধু পাকিস্তানই ব্যাটসম্যানদেরই পিছিয়ে ফেলেননি ইনিংসের হিসেবে ফাওয়াদের চেয়ে দ্রুত ৫ সেঞ্চুরি করতে পারেননি এশিয়ার কোনো ব্যাটসম্যান। পেছনে ফেলেছেন কিংবদন্তি সুনীল গাভাস্কার ও সৌরভ গাঙ্গুলীদের মতো ব্যাটসম্যানদেরও। ফাওয়াদের পর তালিকার দুই নম্বরে আছেন চেতেশ্বর পূজারা। ৫ সেঞ্চুরি পেতে পূজারা সময় নিয়েছেন ২৪ ইনিংস। গাঙ্গুলী ও গাভাস্কার দুজনই ক্যারিয়ারে প্রথম ৫ সেঞ্চুরিতে করতে সময় নিয়েছেন ২৫ ইনিংস। টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে ৬ বার পঞ্চাশোর্ধ্ব রান করে ৫টিই সেঞ্চুরিতে রূপ দিয়েছেন ফাওয়াদ। জ্যামাইকা টেস্টে ফাওয়াদের অপরাজিত ১২৪ রানের সুবাদে ৯ উইকেটে ৩০২ রান করেই ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান।
ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের শুরুর মতো ওয়েস্ট ইন্ডিজও বিপর্যয়ে পড়ে। তৃতীয় দিন শেষে স্কোরবোর্ডে ৩৯ রান তুলতেই নেই ৩ উইকেট। দুই ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট ও কাইরন পাওয়েল যথাক্রমে ৪ ও ৫ রান করে শাহিন আফ্রিদির শিকার হন। ১০ রান করা রোস্টন চেস বোল্ড হয়েছেন ফাহিম আশরাফের বলে। এনক্রুমাহ বনার (১৮ *) ও আলজারি জোসেফ (০ *) অপরাজিত আছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
৭ মিনিট আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
২ ঘণ্টা আগে