নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এই মুহূর্তে ঘরের মাঠে ব্যক্তিগতভাবে প্রস্তুতি সারছেন মাহমুদউল্লাহরা। তাঁদের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল প্রস্তুতি পর্ব শুরু অবশ্য ওমানে।
ওমানের প্রস্তুতি সামনে রেখে আগামী ৩ অক্টোবর রাতে মাসকাটে চলে যাবে বাংলাদেশ দল। গতকাল মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ওমান পর্বে বাংলাদেশ দলের সফরসূচি জানিয়েছে বিসিবি। ২ অক্টোবর করোনা পরীক্ষার পর বাসায় কোয়ারেন্টিন। ৩ অক্টোবর রাত পৌনে ১১টায় ওমানের মাসকাটে রওনা দেবে মাহমুদউল্লাহর দল। ওমানে পৌঁছে এক দিনের রুম কোয়ারেন্টিন করবেন ক্রিকেটাররা। ৫ অক্টোবর মাসকাটে শুরু অনুশীলন। ওমানে কন্ডিশনিং ক্যাম্পের শুরুতে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান থাকছেন না। দুই তারকা ক্রিকেটার আইপিএল খেলতে এই মুহূর্তে আরব আমিরাতে। আইপিএল খেলতে তাঁরা বিসিবি থেকে ছুটি পেয়েছেন ৭ অক্টোবর পর্যন্ত।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানিয়েছেন, সাকিব-মোস্তাফিজ দলের সঙ্গে যোগ দেবেন একেবারে আরব আমিরাতেই। টানা চার দিন ওমানের কন্ডিশনে ঝালিয়ে নেওয়ার পর প্রস্তুতি ম্যাচ খেলতে ৯ অক্টোবর আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। সেখানে এক দিনের রুম কোয়ারেন্টিন শেষে ১১ অক্টোবর অনুশীলন সারবে বাংলাদেশ দল। যেহেতু এই মুহূর্তে বায়ো-বাবলে আছেন সাকিব-মোস্তাফিজ, আমিরাতে আরেকটি বায়ো-বাবলে যোগ দিতে কোনো সমস্যা নেই তাঁদের।
১২ অক্টোবর আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ১৪ অক্টোবর। দুটি ম্যাচই শুরু স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।
প্রস্তুতি ম্যাচ শেষে ১৫ অক্টোবর আবার ওমানে ফিরে যাবে বাংলাদেশ। সেখানে বিশ্বকাপের বাছাইপর্বে স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবেন সাকিব-মুশফিকরা। বাছাইপর্ব উতরে ২২ অক্টোবর মূল পর্বে খেলতে ফের আমিরাতে যাবে বাংলাদেশ।

এই মুহূর্তে ঘরের মাঠে ব্যক্তিগতভাবে প্রস্তুতি সারছেন মাহমুদউল্লাহরা। তাঁদের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল প্রস্তুতি পর্ব শুরু অবশ্য ওমানে।
ওমানের প্রস্তুতি সামনে রেখে আগামী ৩ অক্টোবর রাতে মাসকাটে চলে যাবে বাংলাদেশ দল। গতকাল মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ওমান পর্বে বাংলাদেশ দলের সফরসূচি জানিয়েছে বিসিবি। ২ অক্টোবর করোনা পরীক্ষার পর বাসায় কোয়ারেন্টিন। ৩ অক্টোবর রাত পৌনে ১১টায় ওমানের মাসকাটে রওনা দেবে মাহমুদউল্লাহর দল। ওমানে পৌঁছে এক দিনের রুম কোয়ারেন্টিন করবেন ক্রিকেটাররা। ৫ অক্টোবর মাসকাটে শুরু অনুশীলন। ওমানে কন্ডিশনিং ক্যাম্পের শুরুতে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান থাকছেন না। দুই তারকা ক্রিকেটার আইপিএল খেলতে এই মুহূর্তে আরব আমিরাতে। আইপিএল খেলতে তাঁরা বিসিবি থেকে ছুটি পেয়েছেন ৭ অক্টোবর পর্যন্ত।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানিয়েছেন, সাকিব-মোস্তাফিজ দলের সঙ্গে যোগ দেবেন একেবারে আরব আমিরাতেই। টানা চার দিন ওমানের কন্ডিশনে ঝালিয়ে নেওয়ার পর প্রস্তুতি ম্যাচ খেলতে ৯ অক্টোবর আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। সেখানে এক দিনের রুম কোয়ারেন্টিন শেষে ১১ অক্টোবর অনুশীলন সারবে বাংলাদেশ দল। যেহেতু এই মুহূর্তে বায়ো-বাবলে আছেন সাকিব-মোস্তাফিজ, আমিরাতে আরেকটি বায়ো-বাবলে যোগ দিতে কোনো সমস্যা নেই তাঁদের।
১২ অক্টোবর আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ১৪ অক্টোবর। দুটি ম্যাচই শুরু স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।
প্রস্তুতি ম্যাচ শেষে ১৫ অক্টোবর আবার ওমানে ফিরে যাবে বাংলাদেশ। সেখানে বিশ্বকাপের বাছাইপর্বে স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবেন সাকিব-মুশফিকরা। বাছাইপর্ব উতরে ২২ অক্টোবর মূল পর্বে খেলতে ফের আমিরাতে যাবে বাংলাদেশ।

নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ ছিল রিশাদ হোসেনের সামনে। শেষ বলে ছক্কা মারলেই হোবার্ট হারিকেনস পেত রোমাঞ্চকর এক জয়। কিন্তু বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো রিশাদ ব্যাটিংয়ে সেটা করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ব্রিসবেন হিটের কাছে ৩ রানে হেরে গেছে হোবার্ট হারিকেনস।
৪ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাবে কি না, সেই অনিশ্চয়তা এখনো কাটেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের মতে লিটন দাস-তানজিদ হাসান তামিমরা বিশ্বকাপ না খেলতে পারলে বোর্ডের কোনো ক্ষতি হবে না।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
২ ঘণ্টা আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
৩ ঘণ্টা আগে