নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এই মুহূর্তে ঘরের মাঠে ব্যক্তিগতভাবে প্রস্তুতি সারছেন মাহমুদউল্লাহরা। তাঁদের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল প্রস্তুতি পর্ব শুরু অবশ্য ওমানে।
ওমানের প্রস্তুতি সামনে রেখে আগামী ৩ অক্টোবর রাতে মাসকাটে চলে যাবে বাংলাদেশ দল। গতকাল মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ওমান পর্বে বাংলাদেশ দলের সফরসূচি জানিয়েছে বিসিবি। ২ অক্টোবর করোনা পরীক্ষার পর বাসায় কোয়ারেন্টিন। ৩ অক্টোবর রাত পৌনে ১১টায় ওমানের মাসকাটে রওনা দেবে মাহমুদউল্লাহর দল। ওমানে পৌঁছে এক দিনের রুম কোয়ারেন্টিন করবেন ক্রিকেটাররা। ৫ অক্টোবর মাসকাটে শুরু অনুশীলন। ওমানে কন্ডিশনিং ক্যাম্পের শুরুতে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান থাকছেন না। দুই তারকা ক্রিকেটার আইপিএল খেলতে এই মুহূর্তে আরব আমিরাতে। আইপিএল খেলতে তাঁরা বিসিবি থেকে ছুটি পেয়েছেন ৭ অক্টোবর পর্যন্ত।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানিয়েছেন, সাকিব-মোস্তাফিজ দলের সঙ্গে যোগ দেবেন একেবারে আরব আমিরাতেই। টানা চার দিন ওমানের কন্ডিশনে ঝালিয়ে নেওয়ার পর প্রস্তুতি ম্যাচ খেলতে ৯ অক্টোবর আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। সেখানে এক দিনের রুম কোয়ারেন্টিন শেষে ১১ অক্টোবর অনুশীলন সারবে বাংলাদেশ দল। যেহেতু এই মুহূর্তে বায়ো-বাবলে আছেন সাকিব-মোস্তাফিজ, আমিরাতে আরেকটি বায়ো-বাবলে যোগ দিতে কোনো সমস্যা নেই তাঁদের।
১২ অক্টোবর আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ১৪ অক্টোবর। দুটি ম্যাচই শুরু স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।
প্রস্তুতি ম্যাচ শেষে ১৫ অক্টোবর আবার ওমানে ফিরে যাবে বাংলাদেশ। সেখানে বিশ্বকাপের বাছাইপর্বে স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবেন সাকিব-মুশফিকরা। বাছাইপর্ব উতরে ২২ অক্টোবর মূল পর্বে খেলতে ফের আমিরাতে যাবে বাংলাদেশ।

এই মুহূর্তে ঘরের মাঠে ব্যক্তিগতভাবে প্রস্তুতি সারছেন মাহমুদউল্লাহরা। তাঁদের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল প্রস্তুতি পর্ব শুরু অবশ্য ওমানে।
ওমানের প্রস্তুতি সামনে রেখে আগামী ৩ অক্টোবর রাতে মাসকাটে চলে যাবে বাংলাদেশ দল। গতকাল মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ওমান পর্বে বাংলাদেশ দলের সফরসূচি জানিয়েছে বিসিবি। ২ অক্টোবর করোনা পরীক্ষার পর বাসায় কোয়ারেন্টিন। ৩ অক্টোবর রাত পৌনে ১১টায় ওমানের মাসকাটে রওনা দেবে মাহমুদউল্লাহর দল। ওমানে পৌঁছে এক দিনের রুম কোয়ারেন্টিন করবেন ক্রিকেটাররা। ৫ অক্টোবর মাসকাটে শুরু অনুশীলন। ওমানে কন্ডিশনিং ক্যাম্পের শুরুতে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান থাকছেন না। দুই তারকা ক্রিকেটার আইপিএল খেলতে এই মুহূর্তে আরব আমিরাতে। আইপিএল খেলতে তাঁরা বিসিবি থেকে ছুটি পেয়েছেন ৭ অক্টোবর পর্যন্ত।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানিয়েছেন, সাকিব-মোস্তাফিজ দলের সঙ্গে যোগ দেবেন একেবারে আরব আমিরাতেই। টানা চার দিন ওমানের কন্ডিশনে ঝালিয়ে নেওয়ার পর প্রস্তুতি ম্যাচ খেলতে ৯ অক্টোবর আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। সেখানে এক দিনের রুম কোয়ারেন্টিন শেষে ১১ অক্টোবর অনুশীলন সারবে বাংলাদেশ দল। যেহেতু এই মুহূর্তে বায়ো-বাবলে আছেন সাকিব-মোস্তাফিজ, আমিরাতে আরেকটি বায়ো-বাবলে যোগ দিতে কোনো সমস্যা নেই তাঁদের।
১২ অক্টোবর আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ১৪ অক্টোবর। দুটি ম্যাচই শুরু স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।
প্রস্তুতি ম্যাচ শেষে ১৫ অক্টোবর আবার ওমানে ফিরে যাবে বাংলাদেশ। সেখানে বিশ্বকাপের বাছাইপর্বে স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবেন সাকিব-মুশফিকরা। বাছাইপর্ব উতরে ২২ অক্টোবর মূল পর্বে খেলতে ফের আমিরাতে যাবে বাংলাদেশ।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১২ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৩ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৩ ঘণ্টা আগে