খোকন খোকন ডাক পাড়ি—ছড়াটা একটু যেন ঘুরিয়ে বলতে হচ্ছে, ‘লিটন লিটন ডাক পাড়ি’! রানের খাতা খোলার আগেই যেভাবে ফিরে আসছেন, এখন বিখ্যাত ছড়া কাটতে হচ্ছে লিটনের ক্ষেত্রে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম—ভেন্যু বদলানোর সঙ্গে সংস্করণ বদলালেও শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজে ব্যর্থতার বৃত্ত থেকে যেন বেরিয়েই আসতে পারছেন না লিটন। সবশেষ পাঁচ ম্যাচের তিনটিতেই শূন্য রানে ফিরেছেন ৷ ওয়ানডে সিরিজের দুই ম্যাচের দৃশ্যপট অনেকটা একই। দুই ম্যাচেই লিটন রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন। ইনিংসের প্রথম ওভারেই দুবার তাঁকে (লিটন) আউট করেছেন লঙ্কান বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কা। পার্থক্য শুধু আউটের ধরনে। প্রথম ম্যাচে আউট হয়েছেন বোল্ড। আজ দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচআউট হয়েছেন। ইনিংসের তৃতীয় বলে মাদুশঙ্কাকে আলতো করে ফ্লিক করেন লিটন। ডিপ স্কয়ার লেগে শুধুই ক্যাচিং অনুশীলনের মতো বল তালুবন্দী করেছেন দুনিথ ভেল্লালাগে।
লিটনের শূন্য রানের দিন টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। স্বাগতিকেরা যে খুব স্বস্তিতে ব্যাটিং করতে পারছে, তা নয়। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বেশ কয়েকবার আউট হতে হতেও বেঁচে গেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৫ ওভারে ১ উইকেটে ২৯ রান। শান্ত ২৫ রানে ব্যাটিং করছেন। ৩ রানে ব্যাটিং করছেন সৌম্য সরকার।
তিন টি-টোয়েন্টি ও দুই ওয়ানডে—লঙ্কানদের বিপক্ষে পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতেই শূন্য রানে আউট হয়েছেন লিটন। ওয়ানডেতে লিটন ডাক মেরেছেন ১৪ ম্যাচে। তিন সংস্করণ মিলে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এই ব্যাটার এখনো পর্যন্ত শূন্য রানে ফিরেছেন ২০বার। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৬ ডাক মেরে শীর্ষে তামিম ইকবাল।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৫ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১০ ঘণ্টা আগে