নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খোকন খোকন ডাক পাড়ি—ছড়াটা একটু যেন ঘুরিয়ে বলতে হচ্ছে, ‘লিটন লিটন ডাক পাড়ি’! রানের খাতা খোলার আগেই যেভাবে ফিরে আসছেন, এখন বিখ্যাত ছড়া কাটতে হচ্ছে লিটনের ক্ষেত্রে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম—ভেন্যু বদলানোর সঙ্গে সংস্করণ বদলালেও শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজে ব্যর্থতার বৃত্ত থেকে যেন বেরিয়েই আসতে পারছেন না লিটন। সবশেষ পাঁচ ম্যাচের তিনটিতেই শূন্য রানে ফিরেছেন ৷ ওয়ানডে সিরিজের দুই ম্যাচের দৃশ্যপট অনেকটা একই। দুই ম্যাচেই লিটন রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন। ইনিংসের প্রথম ওভারেই দুবার তাঁকে (লিটন) আউট করেছেন লঙ্কান বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কা। পার্থক্য শুধু আউটের ধরনে। প্রথম ম্যাচে আউট হয়েছেন বোল্ড। আজ দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচআউট হয়েছেন। ইনিংসের তৃতীয় বলে মাদুশঙ্কাকে আলতো করে ফ্লিক করেন লিটন। ডিপ স্কয়ার লেগে শুধুই ক্যাচিং অনুশীলনের মতো বল তালুবন্দী করেছেন দুনিথ ভেল্লালাগে।
লিটনের শূন্য রানের দিন টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। স্বাগতিকেরা যে খুব স্বস্তিতে ব্যাটিং করতে পারছে, তা নয়। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বেশ কয়েকবার আউট হতে হতেও বেঁচে গেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৫ ওভারে ১ উইকেটে ২৯ রান। শান্ত ২৫ রানে ব্যাটিং করছেন। ৩ রানে ব্যাটিং করছেন সৌম্য সরকার।
তিন টি-টোয়েন্টি ও দুই ওয়ানডে—লঙ্কানদের বিপক্ষে পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতেই শূন্য রানে আউট হয়েছেন লিটন। ওয়ানডেতে লিটন ডাক মেরেছেন ১৪ ম্যাচে। তিন সংস্করণ মিলে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এই ব্যাটার এখনো পর্যন্ত শূন্য রানে ফিরেছেন ২০বার। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৬ ডাক মেরে শীর্ষে তামিম ইকবাল।

খোকন খোকন ডাক পাড়ি—ছড়াটা একটু যেন ঘুরিয়ে বলতে হচ্ছে, ‘লিটন লিটন ডাক পাড়ি’! রানের খাতা খোলার আগেই যেভাবে ফিরে আসছেন, এখন বিখ্যাত ছড়া কাটতে হচ্ছে লিটনের ক্ষেত্রে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম—ভেন্যু বদলানোর সঙ্গে সংস্করণ বদলালেও শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজে ব্যর্থতার বৃত্ত থেকে যেন বেরিয়েই আসতে পারছেন না লিটন। সবশেষ পাঁচ ম্যাচের তিনটিতেই শূন্য রানে ফিরেছেন ৷ ওয়ানডে সিরিজের দুই ম্যাচের দৃশ্যপট অনেকটা একই। দুই ম্যাচেই লিটন রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন। ইনিংসের প্রথম ওভারেই দুবার তাঁকে (লিটন) আউট করেছেন লঙ্কান বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কা। পার্থক্য শুধু আউটের ধরনে। প্রথম ম্যাচে আউট হয়েছেন বোল্ড। আজ দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচআউট হয়েছেন। ইনিংসের তৃতীয় বলে মাদুশঙ্কাকে আলতো করে ফ্লিক করেন লিটন। ডিপ স্কয়ার লেগে শুধুই ক্যাচিং অনুশীলনের মতো বল তালুবন্দী করেছেন দুনিথ ভেল্লালাগে।
লিটনের শূন্য রানের দিন টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। স্বাগতিকেরা যে খুব স্বস্তিতে ব্যাটিং করতে পারছে, তা নয়। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বেশ কয়েকবার আউট হতে হতেও বেঁচে গেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৫ ওভারে ১ উইকেটে ২৯ রান। শান্ত ২৫ রানে ব্যাটিং করছেন। ৩ রানে ব্যাটিং করছেন সৌম্য সরকার।
তিন টি-টোয়েন্টি ও দুই ওয়ানডে—লঙ্কানদের বিপক্ষে পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতেই শূন্য রানে আউট হয়েছেন লিটন। ওয়ানডেতে লিটন ডাক মেরেছেন ১৪ ম্যাচে। তিন সংস্করণ মিলে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এই ব্যাটার এখনো পর্যন্ত শূন্য রানে ফিরেছেন ২০বার। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৬ ডাক মেরে শীর্ষে তামিম ইকবাল।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১০ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৩ ঘণ্টা আগে