
বিরাট কোহলিকে কখনো যে মাঠে মেজাজ হারাতে দেখা যায়নি, তা নয়। ভারতীয় ব্যাটার কোনো না কোনো কারণে হতাশা প্রকাশ করেন। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে আজ নিজের আউট নিয়ে ক্ষোভ ঝারেন কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) অধিনায়ক ফাফ ডু প্লেসিও কথা বলেছেন কোহলির আউট নিয়ে।
কলকাতার ইডেন গার্ডেনসে ২২৩ রানের লক্ষ্যে নেমে আরসিবির দুই ওপেনার বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসি ঝোড়ো শুরু করেন। কোনো উইকেট না হারিয়ে আরসিবি করে ফেলে ২৭ রান। তৃতীয় ওভারের প্রথম বলে কোহলিকে কট এন্ড বোল্ড করেন হারশিত রানা। হারশিতের ফুলটস বল নো বল হবে কি না—সে ব্যাপারে কোহলি রিভিউ নেওয়ার আগেই আম্পায়ার রিভিউ নেন। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত দেখে কোহলিকে আউট ঘোষণা করা হয়। ভারতীয় ব্যাটার রীতিমতো তাজ্জব বনে গেছেন। একই সঙ্গে ক্ষোভও ঝারতে দেখা গেছে তাঁকে। ডাগআউটে বসে বারবার সেই আউট নিয়েই যেন কথা বলেছেন তিনি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোহলির আউট প্রসঙ্গে ডু প্লেসি বলছেন, ‘এটা খুবই পাগলাটে। নিয়ম তো নিয়মই। বিরাট ও আমারও মনে হচ্ছিল বল তার কোমরের চেয়ে উঁচুতে ছিল। সব সময় আপনি একটা দলকে খুশি দেখবেন। এমন সিদ্ধান্তে অন্যান্যরা খুশিও হয় না।’
৭ বলে ১ চার ও ২ ছক্কায় ১৮ রান করে আউট হয়েছেন কোহলি। টিভি রিপ্লেতে দেখা যায়, হারশিতের ফুল টস উইকেট ছেড়ে অনেক বাইরে এসে মোকাবিলা করেন কোহলি। নতুন হক-আই বল ট্র্যাকিং প্রযুক্তি অনুযায়ী, বল ভূমির ০.৯২ মিটার ওপর থেকে বেরিয়ে যেত যদি তিনি উইকেটের ভেতরে থাকতেন। ভূমি থেকে কোহলির কোমরের উচ্চতা হিসেব করা হয়েছে ১.০৪ মিটার। তার মানে উইকেটের ভেতরে থাকলে বল কোমরের নিচ দিয়েই চলে যেত।
কোহলির হতাশার দিনে আক্ষেপে পুড়ল বেঙ্গালুরুও। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে ১ রানে হেরেছেন কোহলি-ডু প্লেসিরা। পয়েন্ট টেবিলের তলানি থেকে তাই আর ওপরে ওঠা হলো না আরসিবির। ৮ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট কোহলিদের, নেট রানরেট:-১.০৪৬। কলকাতা ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে। সমান ৭ ম্যাচে সমান ১০ পয়েন্ট পেয়েও নেট রানরেটে পিছিয়ে সানরাইজার্স হায়দরাবাদ। কলকাতা ও হায়দরাবাদের নেট রানরেট +১.২০৬ ও +০.৯১৪।
আরও পড়ুন:

বিরাট কোহলিকে কখনো যে মাঠে মেজাজ হারাতে দেখা যায়নি, তা নয়। ভারতীয় ব্যাটার কোনো না কোনো কারণে হতাশা প্রকাশ করেন। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে আজ নিজের আউট নিয়ে ক্ষোভ ঝারেন কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) অধিনায়ক ফাফ ডু প্লেসিও কথা বলেছেন কোহলির আউট নিয়ে।
কলকাতার ইডেন গার্ডেনসে ২২৩ রানের লক্ষ্যে নেমে আরসিবির দুই ওপেনার বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসি ঝোড়ো শুরু করেন। কোনো উইকেট না হারিয়ে আরসিবি করে ফেলে ২৭ রান। তৃতীয় ওভারের প্রথম বলে কোহলিকে কট এন্ড বোল্ড করেন হারশিত রানা। হারশিতের ফুলটস বল নো বল হবে কি না—সে ব্যাপারে কোহলি রিভিউ নেওয়ার আগেই আম্পায়ার রিভিউ নেন। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত দেখে কোহলিকে আউট ঘোষণা করা হয়। ভারতীয় ব্যাটার রীতিমতো তাজ্জব বনে গেছেন। একই সঙ্গে ক্ষোভও ঝারতে দেখা গেছে তাঁকে। ডাগআউটে বসে বারবার সেই আউট নিয়েই যেন কথা বলেছেন তিনি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোহলির আউট প্রসঙ্গে ডু প্লেসি বলছেন, ‘এটা খুবই পাগলাটে। নিয়ম তো নিয়মই। বিরাট ও আমারও মনে হচ্ছিল বল তার কোমরের চেয়ে উঁচুতে ছিল। সব সময় আপনি একটা দলকে খুশি দেখবেন। এমন সিদ্ধান্তে অন্যান্যরা খুশিও হয় না।’
৭ বলে ১ চার ও ২ ছক্কায় ১৮ রান করে আউট হয়েছেন কোহলি। টিভি রিপ্লেতে দেখা যায়, হারশিতের ফুল টস উইকেট ছেড়ে অনেক বাইরে এসে মোকাবিলা করেন কোহলি। নতুন হক-আই বল ট্র্যাকিং প্রযুক্তি অনুযায়ী, বল ভূমির ০.৯২ মিটার ওপর থেকে বেরিয়ে যেত যদি তিনি উইকেটের ভেতরে থাকতেন। ভূমি থেকে কোহলির কোমরের উচ্চতা হিসেব করা হয়েছে ১.০৪ মিটার। তার মানে উইকেটের ভেতরে থাকলে বল কোমরের নিচ দিয়েই চলে যেত।
কোহলির হতাশার দিনে আক্ষেপে পুড়ল বেঙ্গালুরুও। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে ১ রানে হেরেছেন কোহলি-ডু প্লেসিরা। পয়েন্ট টেবিলের তলানি থেকে তাই আর ওপরে ওঠা হলো না আরসিবির। ৮ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট কোহলিদের, নেট রানরেট:-১.০৪৬। কলকাতা ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে। সমান ৭ ম্যাচে সমান ১০ পয়েন্ট পেয়েও নেট রানরেটে পিছিয়ে সানরাইজার্স হায়দরাবাদ। কলকাতা ও হায়দরাবাদের নেট রানরেট +১.২০৬ ও +০.৯১৪।
আরও পড়ুন:

২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
৩৬ মিনিট আগে
দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। আইসিসির ইভেন্ট মাঠে গড়ানোর আগে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের ইস্যু নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এবার পাকিস্তানি বংশোদ্ভুত ক্রিকেটারদের ভিসা ভারত প্রত্যাখ্যান করেছে বলে শোনা গেছে।
৩৯ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যস্ত সময় পার করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কমপক্ষে ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাবে দলটি। যার প্রথমটি শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। সেই দল ঘোষণায় চমক দেখাল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ও ভেন্যু দুই মাস আগে থেকে ঘোষণা করা হলেও শেষমুহূর্তে এসে জটিলতা তৈরি হয়েছে। কারণ, নিরাপত্তাজনিত কারণে ভারতের মাঠে কোনো ম্যাচ খেলতে চায় না বাংলাদেশ ক্রিকেট দল। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সভা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
৩ ঘণ্টা আগে